Mamata Banerjee: 'হামাগুড়ি বাবু' কে? মমতার মন্তব্যের পরই শুরু খোঁজ, মাথা চুলকোচ্ছেন তৃণমূল নেতারাও

Last Updated:

বুধবার নেতাজি ইন্ডোরে ইমাম, মোয়াজ্জেনদের নিয়ে সভা ডেকেছিলেন মুখ্যমন্ত্রী৷ সেখানেই ধৈর্য ধরার পরামর্শ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, 'আগামী একটা বছর ধৈর্য ধরতে হবে৷ অনেক পরিবর্তন হবে দিল্লিতে৷'

হামাগুড়ি বাবু বলে কাকে কটাক্ষ করলেন মমতা?
হামাগুড়ি বাবু বলে কাকে কটাক্ষ করলেন মমতা?
কলকাতা: গত বছর লোকসভা নির্বাচনে এনডিএ সরকার ক্ষমতায় আসার পরেও তিনি জোর গলায় বলেছিলেন, নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন এই সরকার বেশিদিন ক্ষমতায় টিকবে না৷ এর পর একাধিকবার এই দাবি  শোনা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে৷ বুধবার ইমাম এবং মোয়াজ্জেনদের নিয়ে ডাকা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সভা থেকে ফের একবার মুখ্যমন্ত্রী দাবি করলেন, এক বছরের মধ্যে দিল্লিতে সরকারের পরিবর্তন হবে৷ ক্ষমতায় আসবেন বিরোধীরা৷
মুখ্যমন্ত্রীর এই মন্তব্যে সেভাবে কোনও নতুনত্ব না পেলেও তাঁর এ দিন একটি উক্তি রাজনৈতিক পর্যবেক্ষকদের কানে ঠেকেছে৷ দিল্লিতে বিরোধীরা সরকার গঠন করবে বলে দাবি করে মুখ্যমন্ত্রী বলেন, ‘আশা করি সেই সরকারে ‘হামাগুড়ি বাবু’ থাকবেন না৷’ ‘হামাগুড়ি বাবু’ বলে মুখ্যমন্ত্রী আসলে কাকে কটাক্ষ করলেন, তা নিয়েই রাজনৈতিক মহলে জোর কৌতূহলের সৃষ্টি হয়েছে৷ তৃণমূলের অন্দরেও শুরু হয়েছে হামাগুড়ি বাবুর খোঁজ৷
advertisement
আরও পড়ুন: যোগী সবথেকে বড় ভোগী!’ চব্বিশ ঘণ্টার মধ্যেই আদিত্যনাথকে জবাব মমতার
advertisement
সংশোধিত ওয়াকফ আইনের বিরোধিতাকে কেন্দ্র করে মুর্শিদাবাদ সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তি ছড়িয়েছে৷ এই অবস্থায় বুধবার নেতাজি ইন্ডোরে ইমাম, মোয়াজ্জেনদের নিয়ে সভা ডেকেছিলেন মুখ্যমন্ত্রী৷ সেখানেই ধৈর্য ধরার পরামর্শ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘আগামী একটা বছর ধৈর্য ধরতে হবে৷ অনেক পরিবর্তন হবে দিল্লিতে৷ আবার নতুন সরকার হবে৷ বিরোধীরা সরকার গঠন করবে এবং নতুন সরকারে আশা করি ‘হামাগুড়ি বাবু’ থাকবেন না৷ দরকার হলে যেদিন বিজেপি ক্ষমতা থেকে যাবে জনবিরোধী আইনগুলি সংশোধন করে সেগুলি বদলাতে হবে৷ ক্রাইসিস হলে ভবিষ্যতের জন্য অপেক্ষা করতে হয়৷ ঠান্ডা থাকতে হয়৷’
advertisement
যদিও এই হামাগুড়ি বাবু বলতে তিনি কোন নেতাকে কটাক্ষ করলেন, তার কোনও ইঙ্গিত মুখ্যমন্ত্রী দেননি৷ ফলে ওই নেতা বিরোধী শিবিরের, নাকি বর্তমানে এনডিএ জোটে থাকা কোনও নেতা, তাও স্পষ্ট হয়নি৷ তবে বিরোধী শিবিরের প্রথম সারির মুখ যাঁরা, সেই শরদ পাওয়ার, অরবিন্দ কেজরিওয়াল, অখিলেশ যাদবদের সঙ্গে মুখ্যমন্ত্রীর সম্পর্ক যথেষ্টই ভাল৷ সাম্প্রতিক কয়েকটি ইস্যুতে দিল্লিতে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের সমন্বয়ও বেড়েছে৷ ফলে বিরোধী শিবিরের কাউকে মুখ্যমন্ত্রী হামাগুড়ি বাবু বলে কটাক্ষ করেননি, এ বিষয়ে অনেকটাই নিশ্চিত তৃণমূলের সিনিয়র নেতারা৷ ফলে আসলে হামাগুড়ি বাবু আসলে, সেই রহস্যভেদ করা সম্ভব হয়নি৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: 'হামাগুড়ি বাবু' কে? মমতার মন্তব্যের পরই শুরু খোঁজ, মাথা চুলকোচ্ছেন তৃণমূল নেতারাও
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement