Mamata Banerjee Reply To Yogi Adithanath: যোগী সবথেকে বড় ভোগী!' চব্বিশ ঘণ্টার মধ্যেই আদিত্যনাথকে জবাব মমতার

Last Updated:

নেতাজি ইন্ডোরে ইমাম, মোয়াজ্জেনদের নিয়ে ডাকা সভা থেকে যোগী আদিত্যনাথকে সবথেকে বড় ভোগী বলে পাল্টা কটাক্ষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷

যোগীকে জবাব মমতার৷
যোগীকে জবাব মমতার৷
বাংলায় আগুন জ্বললেও রাজ্যের মুখ্যমন্ত্রী চুপ করে রয়েছেন বলে কটাক্ষ করেছিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ৷ চব্বিশ ঘণ্টার মধ্যেই সেই কটাক্ষের জবাব দিলেন মুখ্যমন্ত্রী৷ এ দিন নেতাজি ইন্ডোরে ইমাম, মোয়াজ্জেনদের নিয়ে ডাকা সভা থেকে যোগী আদিত্যনাথকে সবথেকে বড় ভোগী বলে পাল্টা কটাক্ষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ উত্তর প্রদেশে যোগী আদিত্যনাথের সরকার মানুষকে ভয় দেখিয়ে দমিয়ে রেখেছে বলেও অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী৷
মুর্শিদাবাদে অশান্তির ঘটনার কথা উল্লেখ করে গতকাল উত্তর প্রদেশের হারদোইয়ের একটি সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছিলেন যোগী আদিত্যনাথ৷ তিনি বলেন, দাঙ্গাবাজদের সোজা করার একমাত্র ওষুধ ডান্ডা৷ বাংলা জ্বলছে, অথচ সেখানকার মুখ্যমন্ত্রী নীরব৷ তিনি দাঙ্গাবাজদের শান্তির দূত বলে দাবি করেছেন৷
এ দিন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীকে পাল্টা জবাব দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ত্রিপুরায় বলেছিল শিক্ষকদের চাকরি ফিরিয়ে দেবে, দিয়েছে? উল্টে চাকরি ফেরত চাইতে গেলে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে৷ উত্তর প্রদেশে ৬৯ হাজার শিক্ষকের চাকরি গিয়েছে৷ যোগী বড় বড় কথা বলছে৷ যোগীই সবথেকে বড় ভোগী৷ মহাকুম্ভে কত মানুষের মৃত্যু হয়েছে? কত মানুষ আহত হয়েছেন? কোনও তালিকা আপনি মানুষের সামনে এনেছেন? বড় বড় কথা বলছেন৷ এনকাউন্টার করে কত মানুষকে মেরেছেন?কাউকে একটা মিছিল করতে দেন না৷ মানুষকে ভয় দেখিয়ে দমিয়ে রেখেছেন৷ বাংলায় তো স্বাধীনতা আছে৷ সিপিএম, কংগ্রেস, এসইউসি এমন কি অতি বামেরাও মিছিল করে৷ আর বিজেপির তো অনুমতি লাগে না, ওদের অনুমতি অন্য জায়গা থেকে চলে আসে৷’
advertisement
advertisement
এ দিনের সভা থেকেও মুখ্যমন্ত্রী বার বার মুর্শিদাবাদে অশান্তির ঘটনার জন্য সরাসরি বিজেপি-র দিকে আঙুল তুলেছেন৷ ভোট বিভাজনের লক্ষ্যে বিজেপে চক্রান্ত করে অশান্তি ছড়াচ্ছে বলেও অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী৷ কোনও প্ররোচনায় পা না দেওার জন্য সাধারণ মানুষকে অনুরোধ করেছেন তিনি৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Mamata Banerjee Reply To Yogi Adithanath: যোগী সবথেকে বড় ভোগী!' চব্বিশ ঘণ্টার মধ্যেই আদিত্যনাথকে জবাব মমতার
Next Article
advertisement
Pallab Kirtania Controversy: লগ্নজিতার পাশে দাঁড়ানোয় হঠাৎ অনুষ্ঠান বাতিল? সমাজমাধ্যমে বিস্ফোরক অভিযোগ শিল্পী পল্লব কীর্ত্তনীয়ার!
লগ্নজিতার পাশে দাঁড়ানোয় হঠাৎ অনুষ্ঠান বাতিল? বিস্ফোরক অভিযোগ পল্লব কীর্ত্তনীয়ার!
  • আবারও শিল্পীর স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগ। এবার সরব হলেন সঙ্গীত শিল্পী পল্লব কীর্ত্তনীয়া। লগ্নজিতার হয়ে পাশে দাঁড়ানোয় তাঁর গানের অনুষ্ঠান বাতিল করে দেওয়ার অভিযোগ তুললেন শিল্পী পল্লব কীর্ত্তনীয়া। সমাজমাধ্যমে একটি পোস্ট করে এমন  দিকে অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, কার্ড ছাপানো হয়ে গেলেও রাজনৈতিক চাপেই বড়দিনে তাঁর অনুষ্ঠান বাতিল করেছেন উদ্যোক্তারা।

VIEW MORE
advertisement
advertisement