Nag Panchami 2022: এমন কাজ ভুলেও নাগপঞ্চমীতে একদম করবেন, শুভ মুহূর্ত জীবনকে খুশিতে ভরিয়ে দেবে

Last Updated:

Nag Panchami 2022: নাগপঞ্চমীর সব থেকে গুরুত্বপূর্ণ মুহূর্ত সুন্দর করে তোলে জীবনকে

প্রতীকী ছবি ৷
প্রতীকী ছবি ৷
নাগপঞ্চমীর দিনে নাগদেবতার পুজো করলে, দুধ অর্পিত করলে বিশেষ বাবে লাভবান হওয়া যেতে পারে ৷ এই উৎসব শুক্ল পঞ্চমী শ্রাবণ মাসে উদযাপন করা হয় ৷ এই বছরের ২ অগাস্ট ২০২২, মঙ্গলবার ৷ সনাতন হিন্দুধর্মে নাগদেবতাকে নিয়ে বিভিন্ন দেবতার বা দেবীর সঙ্গে সমন্বয় সাধিত হতে হবে ৷ মহাদেব সাপকে গলায় ধারণ করেন ৷ অন্যদিকে বিষ্ণ শেষনাগের অনন্ত শয্যায় শয়ন করেন ৷
তবে এমন ভুল করলে চলবেনা ৷ নাগদেবতার পুজো করার সময়ে নানান ধরনের ভুল থেকে বাঁচতে হবে ৷ ভুল হলে নাগদেবতা রেগে যান ৷ নাগপঞ্চমীর দিন নাগদেবতাকে প্রসন্ন করতে সব থেকে উত্তম ৷ নাগপঞ্চমীর দিন ব্রতপালন করা হয়েছে ৷ মূর্তি অভিষেক করতে হবে ৷ শিবলিঙ্গকে অভিষেক করলে নাগদেবতার কৃপা পাওয়া যায় অতি সহজেই ৷ এমন করলে ভগবান বিষ্ণু, মা লক্ষ্মী কৃপা পাবেন ৷ তাই এই দিনে এমন কাজ করতে হবে ৷ কী কী করলে জীবনে কোনও সমস্যা হয়না ৷
advertisement
নাগপঞ্চমীর দিনে সূঁচ সুতো ব্যবহার করতে হবে ৷ নাগপঞ্চমীর দিনে লোহার বাসনপত্রে খাবার রান্না করা উচিৎ নয় ৷ যাঁদের কুষ্ঠিতে রাহু-কেতু গ্রহ অশুভ স্থিতিতে থাকেন ৷ নাগদেবতার ক্ষতি না করার পরামর্শই দেওয়া হয়েছে ৷ নাগপঞ্চমীর দিন নাগদেবতার মূর্তি বা রুপো দিয়ে তৈরি নাগ-নাগিনকে দুধ দিয়ে অভিষেক করতে হবে ৷ প্রার্থনা করতে হবে এই জীবনে বা বিগত জন্মে কোনও ভাবে নাগের হত্যা বা ক্ষতি কর থাকলে করে থাকলে ক্ষমা চেয়ে নিতে হবে ৷
advertisement
advertisement
আরও পড়ুন:  Sawan 2022: শ্রাবণ মাসে ভগবান শিবের আলাদা রূপের পুজো করলে সমস্ত মনষ্কামনা পূরণ হয়
কখন সাপকে না মারাই উচিৎ বা হত্যা না করা উচিৎ ৷ এই বছর অর্থাৎ নাগপঞ্চমী ২ অগাস্ট ২০২২ মঙ্গলবারে পড়েছে ৷ পুজোর শুভ মুহূর্ত ২ অগাস্ট সকাল ০৬.০৫ থেকে ০৮.৪১ পর্যন্ত অর্থাৎ প্রায় আড়াই ঘণ্টা ৷
advertisement
Disclaimer: নিউজ ১৮ বাংলা উপরোক্ত তথ্য মানতে বাধ্য করেনা বা অনুরোধও করেনা, নিজের বিচার বিবেচনা দিয়ে মূল্যায়ন করেই ব্যবহারিক প্রয়োগ করতে হবে ৷
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Nag Panchami 2022: এমন কাজ ভুলেও নাগপঞ্চমীতে একদম করবেন, শুভ মুহূর্ত জীবনকে খুশিতে ভরিয়ে দেবে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement