Nag Panchami 2022: এমন কাজ ভুলেও নাগপঞ্চমীতে একদম করবেন, শুভ মুহূর্ত জীবনকে খুশিতে ভরিয়ে দেবে

Last Updated:

Nag Panchami 2022: নাগপঞ্চমীর সব থেকে গুরুত্বপূর্ণ মুহূর্ত সুন্দর করে তোলে জীবনকে

প্রতীকী ছবি ৷
প্রতীকী ছবি ৷
নাগপঞ্চমীর দিনে নাগদেবতার পুজো করলে, দুধ অর্পিত করলে বিশেষ বাবে লাভবান হওয়া যেতে পারে ৷ এই উৎসব শুক্ল পঞ্চমী শ্রাবণ মাসে উদযাপন করা হয় ৷ এই বছরের ২ অগাস্ট ২০২২, মঙ্গলবার ৷ সনাতন হিন্দুধর্মে নাগদেবতাকে নিয়ে বিভিন্ন দেবতার বা দেবীর সঙ্গে সমন্বয় সাধিত হতে হবে ৷ মহাদেব সাপকে গলায় ধারণ করেন ৷ অন্যদিকে বিষ্ণ শেষনাগের অনন্ত শয্যায় শয়ন করেন ৷
তবে এমন ভুল করলে চলবেনা ৷ নাগদেবতার পুজো করার সময়ে নানান ধরনের ভুল থেকে বাঁচতে হবে ৷ ভুল হলে নাগদেবতা রেগে যান ৷ নাগপঞ্চমীর দিন নাগদেবতাকে প্রসন্ন করতে সব থেকে উত্তম ৷ নাগপঞ্চমীর দিন ব্রতপালন করা হয়েছে ৷ মূর্তি অভিষেক করতে হবে ৷ শিবলিঙ্গকে অভিষেক করলে নাগদেবতার কৃপা পাওয়া যায় অতি সহজেই ৷ এমন করলে ভগবান বিষ্ণু, মা লক্ষ্মী কৃপা পাবেন ৷ তাই এই দিনে এমন কাজ করতে হবে ৷ কী কী করলে জীবনে কোনও সমস্যা হয়না ৷
advertisement
নাগপঞ্চমীর দিনে সূঁচ সুতো ব্যবহার করতে হবে ৷ নাগপঞ্চমীর দিনে লোহার বাসনপত্রে খাবার রান্না করা উচিৎ নয় ৷ যাঁদের কুষ্ঠিতে রাহু-কেতু গ্রহ অশুভ স্থিতিতে থাকেন ৷ নাগদেবতার ক্ষতি না করার পরামর্শই দেওয়া হয়েছে ৷ নাগপঞ্চমীর দিন নাগদেবতার মূর্তি বা রুপো দিয়ে তৈরি নাগ-নাগিনকে দুধ দিয়ে অভিষেক করতে হবে ৷ প্রার্থনা করতে হবে এই জীবনে বা বিগত জন্মে কোনও ভাবে নাগের হত্যা বা ক্ষতি কর থাকলে করে থাকলে ক্ষমা চেয়ে নিতে হবে ৷
advertisement
advertisement
আরও পড়ুন:  Sawan 2022: শ্রাবণ মাসে ভগবান শিবের আলাদা রূপের পুজো করলে সমস্ত মনষ্কামনা পূরণ হয়
কখন সাপকে না মারাই উচিৎ বা হত্যা না করা উচিৎ ৷ এই বছর অর্থাৎ নাগপঞ্চমী ২ অগাস্ট ২০২২ মঙ্গলবারে পড়েছে ৷ পুজোর শুভ মুহূর্ত ২ অগাস্ট সকাল ০৬.০৫ থেকে ০৮.৪১ পর্যন্ত অর্থাৎ প্রায় আড়াই ঘণ্টা ৷
advertisement
Disclaimer: নিউজ ১৮ বাংলা উপরোক্ত তথ্য মানতে বাধ্য করেনা বা অনুরোধও করেনা, নিজের বিচার বিবেচনা দিয়ে মূল্যায়ন করেই ব্যবহারিক প্রয়োগ করতে হবে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Nag Panchami 2022: এমন কাজ ভুলেও নাগপঞ্চমীতে একদম করবেন, শুভ মুহূর্ত জীবনকে খুশিতে ভরিয়ে দেবে
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement