Panchang: পঞ্জিকা ৩০ মে: দেখে নিন নক্ষত্রযোগ, শুভ মুহূর্ত, রাহুকাল এবং দিনের অন্য লগ্ন!
- Published by:Arpita Roy Chowdhury
- trending desk
Last Updated:
Panchang: ভারতীয় দিনপঞ্জির এই পাঁচটি অঙ্গ হল তিথি, বার, নক্ষত্র, যোগ এবং করণ। সেই অনুসারে ৩০ মে-র কিছুটা পড়েছে ২০৭৮ বিক্রম সম্বতের জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে।
পঞ্চ অঙ্গের সমাহার, তাই জ্যোতিষশাস্ত্রের ভাষায় একে বলা হচ্ছে পঞ্চাঙ্গ বা পঞ্চিকা, সেখান থেকে অপভ্রংশে পঞ্জিকা। আদতে এটি গ্রহ-নক্ষত্র, বিশেষ করে চাঁদের অবস্থানের উপরে ভিত্তি করে রচিত প্রাচীন বৈদিক দিনপঞ্জি। যেখানে উল্লেখ থাকে নানা শুভ এবং অশুভ মুহূর্তের। প্রচলিত বিশ্বাস- এই মুহূর্তগুলিতে যে কাজ করা হচ্ছে, সেই অনুসারে শুভাশুভ ফললাভ হয়ে থাকে।
এই সংক্রান্ত আলোচনায় আসার আগে আরেকটি কথা একটু ব্যাখ্যা না করলেই নয়। বলা তো হচ্ছে পাঁচটি অঙ্গ, কিন্তু এগুলো আসলে কী?
ভারতীয় দিনপঞ্জির এই পাঁচটি অঙ্গ হল তিথি, বার, নক্ষত্র, যোগ এবং করণ। সেই অনুসারে ৩০ মে-র কিছুটা পড়েছে ২০৭৮ বিক্রম সম্বতের জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে। রাজা বিক্রমাদিত্য যে বছর গণনার রীতি প্রবর্তন করেছিলেন, সেই বিক্রম সম্বত অনুসারে এই পঞ্জিকা নির্ধারণ করা হয়েছে। বার হল শনি এবং এই অমাবস্যা তিথি থাকবে ৩০ মে বিকেল ৫টা ০০ মিনিট পর্যন্ত। এর পরে শুরু হয়ে যাবে শুক্লপক্ষের প্রতিপদ তিথি।
advertisement
advertisement
২০৭৮ বিক্রম সম্বতের জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের অমাবস্য়া তিথিতে অমাবস্যা ব্রত, সোমবার ব্রত, শনি জয়ন্তী এবং বট সাবিত্রী ব্রত পালন করা হবে।
আরও পড়ুন : দাম্পত্যে ঝগড়া স্বাভাবিক, কিন্তু বিবাদ সত্ত্বেও সম্পর্ক সুখের হতে পারে
পঞ্জিকা মতে ৩০ মে সূর্যোদয় হবে ভোর ৪টে ৫৬ মিনিটে, সূর্যাস্ত হবে সন্ধে ৬টা ১২ মিনিটে। অন্য দিকে, চন্দ্রোদয় হবে ৩০ মে ভোর ৪টে ৩১ মিনিটে। চন্দ্র অস্ত যাবে ৩০ মে সন্ধে ৬টা ১৬ মিনিটে।
advertisement
এই ২০৭৮ বিক্রম সম্বতের জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথির নক্ষত্র হল কৃত্তিকা। ৩০ মে, সকাল ৭টা ১২ মিনিট পর্যন্ত কৃত্তিকা নক্ষত্রের অবস্থান থাকবে। এর পর তিথিতে অবস্থান করবে রোহিণী নক্ষত্র।
আরও পড়ুন : এই খাবারগুলি খাচ্ছেন নাকি রোজ? অজান্তেই ডেকে আনছেন ভয়ঙ্কর হৃদরোগকে
সূর্য অবস্থান করবে বৃষ রাশিতে। চন্দ্র অবস্থান করবে বৃষ রাশিতে।
advertisement
শুভ মুহূর্ত- ৩০ মে অভিজিৎ মুহূর্ত শুরু হচ্ছে সকাল ১১টা ০৭ মিনিটে, শেষ হচ্ছে সকাল ১২টা ০০ মিনিটে। অমৃতযোগ ৩০ মে পড়েনি। এই অভিজিৎ মুহূর্ত এবং অমৃতকালকে ভারতীয় জ্যোতিষশাস্ত্রের অন্যতম পুণ্যলগ্ন বলে বিবেচনা করা হয়ে থাকে। যে কোনও নতুন কাজ, শুভ কাজ শুরু করার এটি প্রকৃষ্ট সময়।
আরও পড়ুন : কেন অকালে চলে যাচ্ছেন পল্লবী, বিদিশারা? কী বলছেন মনোবিদরা?
অশুভ মুহূর্ত- পঞ্জিকা মতে ৩০ মে রাহুকাল শুরু হচ্ছে ভোর ৬টা ৩৫ মিনিটে, শেষ হচ্ছে সকাল ৮টা ১৫ মিনিটে। এই সময়ে নতুন কোনও কাজ শুরু করাটা ঠিক হবে না।
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 30, 2022 7:22 AM IST
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Panchang: পঞ্জিকা ৩০ মে: দেখে নিন নক্ষত্রযোগ, শুভ মুহূর্ত, রাহুকাল এবং দিনের অন্য লগ্ন!