হোম /খবর /জ্যোতিষকাহন /
সংখ্যাতত্ত্বে এই ২ সংখ্যার সম্পর্কের বাঁধন অত্যন্ত মজবুত, জানুন কোন কোন সংখ্যা

Numerology Suggestions: সংখ্যাতত্ত্বে এই দুই সংখ্যার মধ্যে সম্পর্কের বাঁধন অত্যন্ত মজবুত, জানুন কোন কোন সংখ্যা

.

.

Numerology Suggestions: ব্যাপারটা অনেকটা রাশি মিলিয়ে জোটক খোঁজার মতোই। তফাতের মধ্যে এখানে কাজ করবে জন্মতারিখ।

  • Share this:

কলকাতা: জীবনে মনের মানুষ চেনা দায়? কাজে আসুক সংখ্যাতত্ত্ব, সংখ্যাই বুঝিয়ে দেবে ঠিক কেমন সঙ্গী অথবা সঙ্গিনী হয়ে উঠতে পারেন জীবনের সকল ভালোবাসার আশ্রয়।

ব্যাপারটা অনেকটা রাশি মিলিয়ে জোটক খোঁজার মতোই। তফাতের মধ্যে এখানে কাজ করবে জন্মতারিখ। দেখে নেওয়া যাক, সংখ্যাতত্ত্ব মতে যাঁদের সংখ্যা ৬, তাঁদের জন্য কোন সংখ্যা সঙ্গী/সঙ্গিনী রূপে আদর্শ হতে পারেন কিংবা পারেন না।

এই জায়গায় এসে একটা কথা বলে রাখা উচিত। জন্মতারিখ অনুযায়ী হিসেব-নিকেশ করে সংখ্যাতত্ত্বের ক্ষেত্রে ভাগ্যগণনা করা হয়ে থাকে। যেমন ধরে নেওয়া যাক, কারও জন্মতারিখ ১১। এক্ষেত্রে তাঁর জন্মগত সংখ্যা হবে ১+১= ২। ফলে তাঁকে সংখ্যাতত্ত্বের #২-এর গণনা দেখতে হবে। অর্থাৎ নিজের জন্মতারিখের যোগফল হিসেব করে সংখ্যাতত্ত্বের গণনা করা হয়।

আরও পড়ুন: জীবনের উত্থান-পতনে পরস্পর হাত ধরে চলে এই দুই সংখ্যা, আপনার সংখ্যা কত জানুন

এই হিসেবে সংখ্যা ৬ রূপে গণ্য হবেন কারা? যাঁদের জন্ম ৬, ১৫ এবং ২৪ তারিখে। আবার অন্য দিকে সংখ্যা ৮-এর জাতক-জাতিকা তাঁরাই, যাঁদের জন্ম ৮, ১৭ এবং ২৬ তারিখে। এঁরা সংখ্যা ৬-এর পক্ষে উপযুক্ত। কারণ-

- এই দুই সংখ্যার জাতক-জাতিকাদের মধ্যে সম্পর্কের বন্ধন এতটাই মজবুত থাকে, যা সহজে ভাঙা যায় না। কারণ সংখ্যা ৮ খুবই কঠোর জীবনযাপন করে। তবে সংখ্যা ৬-এর সাহচর্যে এরা জীবনে বিলাসিতা এবং সুযোগ লাভ করতে পারে।- যদি কারওর অধিপতি সংখ্যা ৬ এবং সংখ্যা ৮ হয়, তাহলে সেই মানুষটা অঙ্গীকারবদ্ধ এবং বিশ্বস্ত প্রকৃতির হয়। সমস্ত ক্ষেত্রে তাঁরা আদর্শ সঙ্গী হতে পারেন।

আরও পড়ুন: ঠিক এক মাস আগে ভয়াবহ হৃদরোগে আক্রান্ত হন, এখন কেমন আছেন সুস্মিতা সেন?

- সকলকে সাহায্য করেন এবং উদার প্রকৃতির হন। ফলে সমাজে বহু মানুষের আশীর্বাদ লাভ করতে পারেন এঁরা।- ধাতু ও হিরে প্রস্তুতকারী ব্যবসা আর প্রতিরক্ষা পরিষেবা সংক্রান্ত পেশার সঙ্গে যুক্ত মানুষ, পাইলট, ডিজাইনার, রেস্তোরাঁ, ব্রোকার, বিজ্ঞাপন, ডাক্তার এবং ক্রীড়াবিদরা নিজ নিজ ক্ষেত্রে দুর্দান্ত ভাবে প্রতিষ্ঠিত হতে পারেন।- সঙ্গী হিসেবে যাঁদের এই দুই সংখ্যা থাকে, তাঁরা একে অপরকে সমর্থন করেন। আর গোটা জীবন একে অপরের প্রতি অঙ্গীকারবদ্ধ থাকেন। তবে মনে রাখতে হবে যে, বৈবাহিক জীবনে সংখ্যা ৬ কিন্তু সমস্যা তৈরি করতে পারে।শুভ রঙ: নীলশুভ দিন: শুক্রবারশুভ সংখ্যা: ৫ এবং ৬দান: অনুগ্রহ করে ভিক্ষুকদের মিষ্টি দান করুন

আবার, সংখ্যা ৯, যাঁদের জন্ম ৯, ১৮ এবং ২৭ তারিখে, তাঁরা সংখ্যা ৬-এর পক্ষে দারুন উপযুক্ত সঙ্গী/সঙ্গিনী হয়ে উঠতে পারেন।কারণ-- সংখ্যা ৯ এবং সংখ্যা ৬ যদি পাশাপাশি থাকে, তাহলে এরা একে অপরকে দুর্দান্ত ভাবে সঙ্গ দিতে পারে, বিশেষ করে প্রয়োজনের সময়।- এঁরা সাধারণত দারুন সৃজনশীল। আবার দুই সংখ্যার জাতক-জাতিকারা শিল্পী সত্তার অধিকারী হন। ফলে সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত থাকলে সংখ্যা ৬ এবং সংখ্যা ৯ দারুন নাম এবং খ্যাতি লাভ করতে পারে।- সংখ্যা ৯-এর জাতক-জাতিকা অধিকাংশ ক্ষমতাশালী মানুষই নিজেদের গাড়ির নম্বরের সংখ্যার যোগফল ৬ রাখতেই পছন্দ করে।- এই দুই সংখ্যার মিশেল বৈবাহিক সম্পর্কের জন্যও দুর্দান্ত। মনে রাখতে হবে যে, উভয় সংখ্যার জাতক-জাতিকা দম্পতিদের নিজেদের রোজনামচার অংশে সঙ্গীতকে রাখা উচিত। সেই সঙ্গে মঙ্গল গ্রহের নিয়ম-আচার পালন করতে হবে।- জীবনের প্রাথমিক ২০ বছর কেটে যাওয়ার পর থেকে এঁরা সেরা সময় কাটাতে শুরু করেন।শুভ রঙ: বাদামী এবং পার্পলশুভ দিন: মঙ্গলবার এবং শুক্রবারশুভ সংখ্যা: ৯ এবং ৬দান: অনুগ্রহ করে আশ্রমে গম এবং স্টেশনারি সামগ্রী দান করুন।

Published by:Raima Chakraborty
First published:

Tags: Daily Horoscope, Horoscope 2023, Numerology Suggestions