দুধ আর জিলিপি। গরম দুধে ডুবিয়ে জিলিপিতে কামড়। আহা! এতেই কমবে মাথাব্যথা

বিশ্বাস করা হয়, এগুলি একসঙ্গে খেলে ঠান্ডা কম লাগে। শরীর শক্তি পায়

পূর্বপুরুষরা বিশ্বাস করতেন, গরম দুধের সঙ্গে জিলিপি খেলে শরীরে ব্যথা-বেদনা কমে

তা থেকেই মনে করা হয় ব্যথার চিকিৎসায় দুধ আর জিলিপি মহৌষধ

বিশেষজ্ঞদেরও মত, দুধ জিলিপির এই কম্বো স্ট্রেস হরমোনের উপর ম্যাজিকের মতো কাজ করে

উদ্বেগ, দুশ্চিন্তা কমায়। স্মৃতিশক্তি বাড়ে

শুধু তাই নয়, গরম দুধের সঙ্গে জিলিপি মাইগ্রেনের ব্যথা কমাতে দারুণ কাজ করে

বিশেষজ্ঞদের মত, দুধ জিলিপি অবশ্যই সকালে প্রাতঃরাশে খাওয়া উচিত

দুধ জিলিপি অনেকক্ষণ পেট ভর্তি রাখে

তবে হ্যাঁ, খাওয়ার সময় দুধ গরম করে নিতে হবে