হোম /খবর /জ্যোতিষকাহন /
দাম্পত্য হোক বা ব্যবসায়িক অংশীদার, দারুণ বন্ধুত্ব হয় এই দুই সংখ্যার! জানুন

Numerology Suggestions: দাম্পত্য হোক বা ব্যবসায়িক অংশীদার, দারুণ বন্ধুত্ব হয় এই দুই সংখ্যার! জানুন

দারুণ বন্ধুত্ব হয় এই দুই সংখ্যার

দারুণ বন্ধুত্ব হয় এই দুই সংখ্যার

Numerology Suggestions: দেখে নেওয়া যাক, সংখ্যাতত্ত্ব মতে যাঁদের সংখ্যা ৫, তাঁদের জন্য কোন সংখ্যা সঙ্গী/সঙ্গিনী রূপে আদর্শ হতে পারে বা পারে না।

  • Share this:

কলকাতা: জীবনের পথে মনের মানুষ চেনা দায়? কাজে আসুক সংখ্যাতত্ত্ব, সংখ্যাই বুঝিয়ে দেবে ঠিক কেমন সঙ্গী অথবা সঙ্গিনী হয়ে উঠতে পারেন জীবনের সকল ভালোবাসার আশ্রয়।

ব্যাপারটা অনেকটা রাশি মিলিয়ে জোটক খোঁজার মতোই। তফাতের মধ্যে এখানে কাজ করবে জন্মতারিখ। দেখে নেওয়া যাক, সংখ্যাতত্ত্ব মতে যাঁদের সংখ্যা ৫, তাঁদের জন্য কোন সংখ্যা সঙ্গী/সঙ্গিনী রূপে আদর্শ হতে পারে বা পারে না।

এই জায়গায় এসে একটা কথা বলে রাখা উচিত। জন্মতারিখ অনুযায়ী হিসেব-নিকেশ করে সংখ্যাতত্ত্বের ক্ষেত্রে ভাগ্যগণনা করা হয়ে থাকে। যেমন ধরে নেওয়া যাক, কারও জন্মতারিখ ১১। এক্ষেত্রে তাঁর জন্মগত সংখ্যা হবে ১+১= ২। ফলে তাঁকে সংখ্যাতত্ত্বের #২-এর গণনা দেখতে হবে। অর্থাৎ নিজের জন্মতারিখের যোগফল হিসেব করে সংখ্যাতত্ত্বের গণনা করা হয়।

আরও পড়ুন: বিরাট সিদ্ধান্ত বামেদের, এবার ঘর ওয়াপসি শুরু করছে CPIM! যা ঘটবে, তীব্র আলোড়ন দলেই

এই হিসেবে সংখ্যা ৫ রূপে গণ্য হবেন কারা? যাঁদের জন্ম ৫, ১৪ এবং ২৩ তারিখে। এই সংখ্যার অধিপতি গ্রহ রাহু। আর একারণেই সংখ্যা ৬-এর জাতক-জাতিকারা, যাঁদের জন্ম ৭, ১৬ এবং ২৫ তারিখে, তাঁরা সঙ্গে সংখ্যা ৫-এর জন্য অত্যন্ত শুভ। কেন?

  • সংখ্যা ৫ ও সংখ্যা ৬-এর মধ্যে একটি মজবুত ও দীর্ঘ বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠতে পারে।
  • দাম্পত্য হোক বা পেশাদার অংশীদারিত্ব অথবা সহকর্মী বা, এমনকী কর্মক্ষেত্রে অধঃস্তন-ঊর্ধ্বতন সম্পর্ক হলেও তা খুব ভাল হতে পারে।
  • এরা একসঙ্গে থাকলে খুব সমৃদ্ধ জীবন কাটাতে পারে।
  • ব্যবসায়িক ক্ষেত্রে অংশীদারিত্ব হলে খুব দ্রুত উন্নতি সম্ভব।
  • এরা সাধারণত খুব রোমান্টিক ও তারুণ্যে ভরপুর হয়ে থাকে। একইসঙ্গে এরা খুব দৃঢ় এবং বহুমুখী প্রতিভার অধিকারী।
  • এরা সব সময় নিজেদের সিদ্ধান্ত নিজেরা নিতে পছন্দ করে, তা সে কর্মক্ষেত্র হোক বা বিবাহ।

শুভ রং: সাদা ও আকাশি

শুভ দিন: বুধ ও শুক্রবার

শুভ সংখ্যা: ৫

দান: দয়া করে গবাদি পশুকে জল দান করুন।

আরও পড়ুন: পায়ে লেখা নাম-মোবাইল নম্বর, রহস্যজনক পায়রাকে ঘিরে তোলপাড় পশ্চিমবঙ্গ!

আবার সংখ্যা ৭, যাঁদের জন্ম ৭, ১৬ এবং ২৫ তারিখে, সংখ্যা ৫-এর সঙ্গে সুখী হতে পারে না, কারণ-

  • সাধারণত সংখ্যা ৭ খুবই দৃঢ় ব্যক্তিত্বের অধিকারী হয়ে থাকে।
  • কারও জন্ম সংখ্যায় দুইয়ের প্রভাব থাকলে তারা খুব স্বপ্রতিভ, বুদ্ধিমান, যু্ক্তিবাদী হয়ে থাকে। একই সঙ্গে খানিকটা আত্মকেন্দ্রিকও হয়।
  • সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে এরা সিদ্ধহস্ত।
  • তবে এদের এই অতিবাস্তবাদিতা এবং আত্মকেন্দ্রিকতার কারণে বেশির ভাগ সময়ই এরা বন্ধুবিচ্ছেদ বা সম্পর্কবিচ্ছেদের সম্মুখীন হয়।
  • ফলে সামান্য হলেও আবেগকে গুরুত্ব দেওয়া প্রয়োজন।
  • ক্রীড়া, রাজনীতি, সফওয়্যার, ট্রেডিং, ভ্রমণ, টেলিকম, স্পনসরশিপ, গ্ল্যামার জগতে এরা সেরা।
  • এই দুই সংখ্যার মধ্যে বৈবাহিক সম্পর্ক তৈরি হলে এবং তা টিকিয়ে রাখতে হলে দু’জনকেই তাদের আবেগকে গুরুত্ব দিতে হবে। পার্থিব চাওয়া পাওয়ার থেকে সম্পর্ককে বেশি মূল্য দিতে হবে।

শুভ রং: সবুজ

শুভ দিন: বুধ ও সোমবার

দান: দয়া করে আশ্রমে মুসুর ডাল দান করুন

Published by:Raima Chakraborty
First published:

Tags: Daily Horoscope, Numerology Suggestions