Numerology: U দিয়ে নামের শুরু? দেখে নিন কী আছে কপালে! দারুণ সুযোগ কিন্তু

Last Updated:

Numerology: এই হিসাব অনুসারে সৌভাগ্য প্রদান করবে, এমন আদ্যক্ষরই বেছে নেওয়া উচিত।

ইউ দিয়ে নাম শুরু ?
ইউ দিয়ে নাম শুরু ?
কলকাতা: বেশিরভাগ ভারতীয় পরিবারই এমন কোনও আদ্যক্ষর দিয়ে সন্তানের নামকরণ করতে চায়, যা তার পক্ষে জীবনে শুভ ফল বয়ে আনবে। অনেক ভেবে-চিন্তে তাই নাম বাছা হয়। আর এই নামের আদ্যক্ষরই ভাগ্যের ফেরে ঠিক করে দেয় কেমন কাটবে জীবন, কেমন হতে পারে জাতক বা জাতিকার চারিত্রিক দিকগুলি। তাই জন্মতারিখের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে, এই হিসাব অনুসারে সৌভাগ্য প্রদান করবে, এমন আদ্যক্ষরই বেছে নেওয়া উচিত।
দেখে নেওয়া যাক ইংরেজি U অক্ষর দিয়ে নাম শুরু হলে জীবন কেমন কাটে- কেউই একথা অস্বীকার করবেন না যে ব্যক্তির জীবনপথ গড়ে তোলে আদতে তাঁর চারিত্রিক গুণাবলী!
- নামের আদ্যক্ষর U হলে জাতক-জাতিকার মাথায় সর্বদা নতুন চিন্তা-ভাবনা ঘুরতে থাকে।
advertisement
- যে কোনও কাজে এঁরা সবার আগে উদ্যোগ নেন।
- এঁরা সুযোগের পূর্ণ ব্যবহার করেন।
advertisement
- সৃজনশীল তো বটেই, এঁদের চিন্তা-ভাবনা একই সঙ্গে বাস্তববাদীও।
- সত্যি কথা বলতে পছন্দ করেন এঁরা।
- অতীত বিলাসিতা এঁদের স্বভাবে নেই, এঁরা বর্তমানে বাঁচতে পছন্দ করেন।
- কর্মফলে বিশ্বাস করেন বলে এঁরা ভুল করেন না।
- যে কোনও ক্ষেত্রে পরিশ্রমী স্বভাব এঁদের জীবনে সাফল্য নিয়ে আসে।
- এই আদ্যক্ষরের তরুণ-তরুণীদের ক্রীড়াজগতে বিখ্যাত হওয়ার সম্ভাবনা থাকে।
advertisement
- এঁদের স্বভাব বেশ হিসেবি হয়ে থাকে।
- সফটওয়্যার, ট্রেনিং, কমিশনিং, এক্সপোর্ট-ইমপোর্ট, সঙ্গীত, সাহিত্য, ফার্ম অডিটিং, বিজ্ঞাপন, কনসালটেশন, ফ্যাশন, হোটেল, ব্যাঙ্কের কাজ এঁদের জন্য আদর্শ ।
advertisement
শুভ রঙ- কমলা, হলুদ। এই রঙের পোশাক পরলে ভাগ্য সহায় হবে।
শুভ বার- বৃহস্পতিবার
সৌভাগ্য পেতে যা করতে হবে:
- অনুগ্রহ করে দরিদ্র বা ভিক্ষুককে হলুদ ভাত দান করতে হবে।
- সকালে গুরু মন্ত্র জপ করতে হবে।
- কপালে চন্দনের টিকা দিয়ে কাজ শুরু করা উচিত।
- বাড়িতে তুলসি গাছ রাখতে হবে, সেখানে বা গুরুর কাছে দীপদান করতে হবে।
advertisement
- কর্মক্ষেত্রে ধাতুর কোনও দ্রব্য না রাখাই ভাল, তার বদলে কাঠ ব্যবহার করতে হবে।
- আমিষ, মদ, তামাক, চর্মজ সামগ্রী পরিহার করতে হবে।
Click here to add News18 as your preferred news source on Google.
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Numerology: U দিয়ে নামের শুরু? দেখে নিন কী আছে কপালে! দারুণ সুযোগ কিন্তু
Next Article
advertisement
Himachal Pradesh Bus Accident: ৩০০ মিটার গভীর খাদে বাস, হিমাচল প্রদেশে ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৭! আহত বহু
৩০০ মিটার গভীর খাদে বাস, হিমাচল প্রদেশে ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৭! আহত বহু
  • হিমাচল প্রদেশে ভয়াবহ বাস দুর্ঘটনা৷

  • ৩০০ মিটার খাদে বাস, মৃত অন্তত ৭ জন৷

  • আরও বাড়তে পারে হতাহতের সংখ্যা৷

VIEW MORE
advertisement
advertisement