Personality: ‘M’ দিয়ে নাম শুরু? প্রতিপত্তি, আস্থা আর ব্যক্তিত্ব নিত্যসঙ্গী, আর কী বলছে নামের প্রথম অক্ষর?

Last Updated:

Name Starts with 'M': আজ আমরা ইংরেজি ‘M’ বর্ণ দিয়ে নাম শুরু হওয়া ব্যক্তিদের বৈশিষ্ট্য নিয়ে কথা বলব।

‘M’ দিয়ে নাম শুরু? প্রতিপত্তি, আস্থা আর ব্যক্তিত্ব নিত্যসঙ্গী, আর কী বলছে নামের প্রথম অক্ষর?
‘M’ দিয়ে নাম শুরু? প্রতিপত্তি, আস্থা আর ব্যক্তিত্ব নিত্যসঙ্গী, আর কী বলছে নামের প্রথম অক্ষর?
#কলকাতা: আমরা সাধারণত ভবিষ্যত জানার জন্য হস্তরেখা বা নিউমেরোলজির আশ্রয় নিই। কিন্তু জ্যোতিষশাস্ত্র অনুসারে কোনও ব্যক্তির নামের প্রথম বর্ণের ভিত্তিতেও তাঁর ব্যক্তিত্বের গুণাবলী এবং অনেক অজানা তথ্য জানা যায়। আজ আমরা ইংরেজি ‘M’ বর্ণ দিয়ে নাম শুরু হওয়া ব্যক্তিদের বৈশিষ্ট্য নিয়ে কথা বলব (Name Starts with M)।
বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে, যাদের নাম ‘M’ দিয়ে শুরু হয় তাঁরা সাধারণত খোলামেলা মনের মানুষ হন, এঁদের মনে যা থাকে, তাই মুখে বলেন। বলা হয় যে এঁরা অনেক সময় সামনের ব্যক্তিকে মানসিকভাবে আঘাত করেও কথা বলেন। এঁরা অন্যায় কাজ করা বা অন্যায় কাজকে প্রশ্রয় দেন না, সঙ্গে সঙ্গে এর বিরোধিতা করেন।
advertisement
advertisement
এঁরা সাধারণত নিজেদের অনুভূতি প্রকাশ করতে দ্বিধাবোধ করেন। ভালোবাসার ক্ষেত্রে ‘M’ বর্ণ দিয়ে নাম শুরু হওয়া নামের ব্যক্তিরা আবেগপ্রবণ হন, এঁরা খুব তাড়াতাড়ি প্রেমে পড়লেও অনুভূতি প্রকাশে দ্বিধাগ্রস্ত হন। তবে সম্পর্ক গড়তে এবং সম্পর্ক টিকিয়ে রাখতে এঁরা সর্বদা সচেষ্ট হন।
advertisement
এঁদের ভাষার ওপর ভালো দখল থাকে। রাজনীতিতে বিশেষ আগ্রহ থাকে। এর পাশাপাশি এঁরা ভালো বক্তা ও লেখকও বটে। এঁরা অনেকেই রাশভারি ভাবে কথা বলেন। এঁরা বেশিরভাগ সময়ে গভীর চিন্তায় মগ্ন থাকেন। সেরকম হলে এঁদের উত্যক্ত করা খুব বিপজ্জনক।
এঁরা শারীরিক গঠন অনুযায়ী খুবই আকর্ষণীয় হয়ে থাকেন। সাধারণত এঁদের চোখ বড় হয় এবং মুখে বেশ আলাদা একটা আভা দেখা যায়। বক্তা হিসেবেও এঁরা আকর্ষণীয়। বেশিরভাগ সময়ই সক্রিয় রাজনীতিতে এঁদের উপস্থিত থাকতে দেখা যায়।
advertisement
ব্যক্তিত্বের দিক থেকে বলতে হলে এঁদের নাকের ডগায় রাগ উপস্থিত। স্বভাবগত ভাবেই এঁরা উগ্র প্রকৃতির হয়। এঁরা জানে না কিভাবে তাদের রাগ নিয়ন্ত্রণ করতে হয়।
তবে এঁরা সত্যের মুখোমুখি হতে মোটেও আতঙ্কিত হন না কারণ এঁরা সত্য বলতে এবং সত্য শুনতে পছন্দ করেন।
advertisement
স্বভাবগত দিক থেকে এঁরা কিন্তু একেবারেই লাজুক প্রকৃতির হন। তব সেই সঙ্গে বাইরে থেকে বোঝা না গেলেও এঁরা কিন্তু একগুঁয়েও হন। এই কারণেই এঁরা যা পছন্দ করেন, তা অর্জন করেই ছাড়েন, নিজের ওপর এঁরা অগাধ বিশ্বাস করেন।
আর্থিক বিষয়েও এঁরা অন্যদের চেয়ে আলাদা। অর্থ ব্যয়ের ক্ষেত্রেও তাই এঁরা অনেক এগিয়ে। টাকা খরচ করতে গেলে এঁদের কান্ডজ্ঞান লোপ পেয়ে যায়। যে কোনও তুচ্ছ বস্তুতেও এঁরা বেপরোয়াভাবে ব্যয় করেন।
view comments
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Personality: ‘M’ দিয়ে নাম শুরু? প্রতিপত্তি, আস্থা আর ব্যক্তিত্ব নিত্যসঙ্গী, আর কী বলছে নামের প্রথম অক্ষর?
Next Article
advertisement
Lionel Messi in Vantara: মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, হাতির সঙ্গে ফুটবল খেলা, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
  • মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি

  • হাতির সঙ্গে ফুটবল খেলা

  • আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি

VIEW MORE
advertisement
advertisement