Personality: দায়িত্ব নিতে ভালোবাসেন; স্বভাবে স্বাধীনচেতা, খোলামেলা? ইংরেজির এই অক্ষর দিয়ে নামের শুরু না কি?
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Name Starts with A: বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে, যাঁদের নাম ‘A’ দিয়ে শুরু হয় তাঁরা সাধারণত দায়িত্ব নিতে ভালোবাসেন, এঁরা স্বাধীনচেতা ও খোলামেলা মনের মানুষ হন।
#কলকাতা: জ্যোতিষশাস্ত্রে এমনটাও বলা হয় যে, নামের প্রথম অক্ষর এমন একটি বর্ণ যা আমাদের মস্তিস্কের সঙ্গে সংযুক্ত হয় এবং সাড়াও দেয়। আমাদের নাম, তার নির্দিষ্ট বর্ণের সংমিশ্রণে উচ্চারিত শব্দ আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য এবং এমনকী আমাদের কর্মজীবনের উপরেও প্রভাব ফেলতে পারে! জ্যোতিষশাস্ত্র অনুসারে কোনও ব্যক্তির নামের প্রথম বর্ণের ভিত্তিতেও তাঁর ব্যক্তিত্বের গুণাবলী এবং অনেক অজানা তথ্য জানা যায়। আজ আমরা ইংরেজি বর্ণমালার প্রথম বর্ণ ‘A’ দিয়ে শুরু নামের ব্যক্তিদের চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে কথা বলব।
বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে, যাঁদের নাম ‘A’ দিয়ে শুরু হয় তাঁরা সাধারণত দায়িত্ব নিতে ভালোবাসেন, এঁরা স্বাধীনচেতা ও খোলামেলা মনের মানুষ হন। এঁরা আত্মবিশ্বাসী এবং নিজের দায়িত্ব নিজে নিতে পছন্দ করেন।
advertisement
‘A’ হল বর্ণমালার প্রথম অক্ষর। তাই ‘A’-এর সঙ্গে ১ নম্বরের সম্পর্ক রয়েছে। সংখ্যাতত্ত্ব অনুযায়ী ১ সংখ্যার সমস্ত গুণাবলীই ‘A’ বর্ণ দিয়ে নাম শুরু হওয়া ব্যক্তিদের মধ্যে দেখা যায়। এঁরা ক্ষমতাশালী এবং যে কোনও কাজই এঁরা সমান উৎসাহের সঙ্গে করতে ভালোবাসেন।
advertisement
সেরা একজন উদ্যোক্তা
যেহেতু এঁরা দায়িত্ব নিতে পছন্দ করেন, তাই এঁরা নিজেদের নিয়ম তৈরি করতেও ভালোবাসেন। এঁরা আত্মবিশ্বাসী, দৃঢ়প্রতিজ্ঞ এবং সাহসী। এই কারণেই এঁরা নিজেদের দায়িত্বও নিজেরা নেন।
অ্যাডভেঞ্চারের প্রতি মোহ
এঁরা দুঃসাহসিক কাজ পছন্দ করেন। যেখানেই মজা এবং দুঃসাহসিক কাজের সন্ধান পান, সেখানেই এঁরা ঝাপিয়ে পড়েন।
advertisement
প্রকৃতিগত ভাবে সাহসী
এঁরা নিজেদের সাহসী হিসেবে দেখতে ভালোবাসেন। এঁদের চরিত্রে সাহসিকতা এবং আত্মবিশ্বাসের অনুভূতি প্রবল। এঁরা চান সবাই এঁদের সাহসী হিসাবেই দেখুক, সে কারণে অনেক সময় এঁরা সাহসী হওয়ার ভানও করেন।
advertisement
সেরা কেরিয়ার
যে কোনও কেরিয়ার যা এঁদের নেতৃত্ব দিতে সহায়তা করে বা অন্য কোনও অ্যাডভেঞ্চারের পথ দেখায়, তাই এঁদের জন্য উপযুক্ত। এঁরা সাধারণত একজন উদ্যোক্তা, শিক্ষক, গবেষক বা যে কোনও নেতৃত্বস্থানীয় কাজ করতে সক্ষম হন এবং তাতে সাফল্যও পান।
চরিত্রের কিছু নেতিবাচক দিক
যেহেতু এঁরা প্রায়শই নিজেকে অনেক বেশি উজ্জীবিত করে রাখেন এবং দৃঢ়প্রতিজ্ঞ চরিত্রের হন, তাই অনেক সময়ই বুঝতে পারেন না অন্যরা কী ভাবছেন বা তাঁরা কী চাইছেন। এই ভাবে অনেক সময়ে এঁরা নিজেদের কর্তৃত্ব অন্যদের ওপর চাপিয়ে দেন।
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 09, 2022 10:18 AM IST
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Personality: দায়িত্ব নিতে ভালোবাসেন; স্বভাবে স্বাধীনচেতা, খোলামেলা? ইংরেজির এই অক্ষর দিয়ে নামের শুরু না কি?