Name starts with B: ইংরেজি 'B' অক্ষর দিয়ে নাম শুরু? এরা কেমন স্বভাবের মানুষ, জেনে নিন
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Name starts with B: নেম অ্যাস্ট্রোলজি অনুসারে, যাঁদের নাম 'B' দিয়ে শুরু হয় তাঁরা সাধারণত সাহসী ও ধৈর্য্যশীল মানুষ হয়।
#কলকাতা: আমরা সাধারণ ভবিষ্যত জানার জন্য হস্তরেখা বা নিউমেরোলজির আশ্রয় নিই। কিন্তু জ্যোতিষ অনুসারে কোনও ব্যক্তির নামের প্রথম বর্ণের ভিত্তিতেও তাঁর ব্যক্তিত্বের গুণাবলী এবং অনেক অজানা তথ্য জানা যায়। নামের প্রারম্ভিক অক্ষর দিয়েই তাঁর স্বভাব, তাঁর পছন্দ, তাঁর কেরিয়ার এবং প্রেমজীবন ইত্যাদি জানা যায়। আজ আমরা ইংরেজি 'B' বর্ণ দিয়ে নামের শুরু এমন ব্যক্তিদের চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে কথা বলব (Name starts with B)।
নেম অ্যাস্ট্রোলজি অনুসারে, যাঁদের নাম 'B' দিয়ে শুরু হয় তাঁরা সাধারণত সাহসী ও ধৈর্য্যশীল মানুষ হয়। অন্যদের আঘাত দিয়ে কথা বলতে পারেন না। এঁরা জাত রোম্যান্টিক এবং একই সঙ্গে যথেষ্ট সংবেদনশীল মনোভাবের অধিকারী হন। শান্তি এঁদের একমাত্র প্রিয় আদর্শ।
advertisement
advertisement
রোম্যান্টিক
আমাদের চারপাশে রোম্যান্টিক মানুষের তালিকায় এই নামের মানুষগুলোও আছেন। এঁদের সৃজনশীল মনে প্রেম সম্পর্কে সুন্দর দৃষ্টিভঙ্গী রয়েছে। এঁরা তাঁদের পার্টনারদের সঙ্গে আউটিং করা, সিনেমা দেখা এবং ডেটের পরিকল্পনা করা ইত্যাদি করতে ভালোবাসেন। তবে যা-ই করেন, সঙ্গীর সম্মতি নিয়েই করেন। সঙ্গীরাও এঁদের ভালোবাসুক এটাই তাঁরা চান। তবে এঁদের আবেগের উপরও চমৎকার নিয়ন্ত্রণ রয়েছে।
advertisement
সংবেদনশীল মনোভাব
যাদের নাম 'B' বর্ণ দিয়ে শুরু হয় তাঁরা জ্যোতিষ অনুসারে সংবেদনশীল মনোভাবের অধিকারী হন। যদিও এঁরা অন্যের অনুভূতি সহজেই বুঝতে পারেন, তবে নিজেরা সহজেই আঘাত পান। এঁদের সংবেদনশীল মনের জন্য এঁরা বন্ধু এবং পরিবারের সঙ্গে সময় কাটাতে পছন্দ করেন। উপহার দেওয়া এবং গ্রহণ করা এঁদের ভালবাসা প্রকাশের উপায়। অন্যদের উপকার করতে এঁরা পিছ-পা হন না।
advertisement
শান্তিপ্রেমী
এই মানুষগুলো সর্বদাই শান্তিপ্রিয়। তর্ক এড়িয়ে যথাসাধ্য চেষ্টা করেন। এই কারণে অনেকেই এঁদের ভুল বোঝেন। এমনকী যখন এঁরা রেগে যান তখনও এঁরা চুপ থাকতে পছন্দ করেন এবং সেই বিষয়টি থেকে নিজের মনোযোগ সরিয়ে নেওয়ার চেষ্টা করেন।
advertisement
সামাজিকতা পছন্দ করেন
এঁদের অনেক বন্ধু থাকলেও এঁরা প্রায়শই একাকিত্বে ভোগেন। তবে এঁরা পার্টি এবং ফাংশনে যোগদান করতে পছন্দ করেন। সামাজিক প্রকৃতিই এঁদের সবচেয়ে প্রিয় করে তোলে।
সাহসী এবং সংকল্প নিতে পারদর্শী
ভয় এমন একটি শব্দ যা এঁদের অভিধানে নেই। যথেষ্ট ধৈর্য এবং সাহস দুই-ই এঁদের আছে। অন্যদের দুঃখ-কষ্ট এঁরা একদম দেখতে পান না। এঁরা যে কোনও বিপদে প্রকৃত ত্রাণকর্তা হিসাবে ঝাঁপিয়ে পড়েন
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 11, 2022 4:02 PM IST
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Name starts with B: ইংরেজি 'B' অক্ষর দিয়ে নাম শুরু? এরা কেমন স্বভাবের মানুষ, জেনে নিন