Money Mantra: আপনার হাতে কি টাকা আসবে এবার? নাকি জলের মতো খরচ? রাশি মিলিয়ে জেনে নিন
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Money Mantra: জন্মদিন মিলিয়ে বেছে নিতে হবে নিজের রাশি এবং সেই অনুযায়ী আর্থিক পদক্ষেপ কাম্য; জানাচ্ছেন ভূমিকা কালাম!
কলকাতা: আমাদের দেশের বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে যে আমাদের রাশিচক্রের ১২টি রাশি মানবজীবনের বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত বর্ণনা দিতে সক্ষম। প্রত্যেকটি রাশি তাদের প্রতিদিনের গ্রহের ভিন্ন ভিন্ন অবস্থানের কারণে জীবনে ভিন্ন ভিন্ন ঘটনার সম্মুখীন হয়ে থাকে। সেই কারণেই প্রতিটি রাশির জাতক-জাতিকাদের জীবনের বিভিন্ন দিক নিয়ে জ্যোতিষশাস্ত্র ভবিষ্যদ্বাণী করতে সক্ষম। এবারে দেখে নেওয়া যাক রাশিফল আমাদের অর্থভাগ্য নিয়ে কী কী গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছে। জন্মদিন মিলিয়ে বেছে নিতে হবে নিজের রাশি এবং সেই অনুযায়ী আর্থিক পদক্ষেপ কাম্য; জানাচ্ছেন ভূমিকা কালাম!
মেষ (মার্চ ২১ থেকে এপ্রিল ১৯) -
ব্যবসায় অতিরিক্ত সক্রিয়তা এড়িয়ে চলতে হবে, বিরত থাকতে হবে ঋণ নেওয়া থেকে। বয়স্কদের পরামর্শ মেনে চললে এবং যুক্তি পথ অবলম্বন করলে চাকরি হোক বা ব্যবসা, যে কোনও ক্ষেত্রেই উন্নতি সম্ভব হবে।
advertisement
প্রতিকার: অনুগ্রহ করে ভৈরব মন্দিরে মিষ্টান্ন করুন।
বৃষ (এপ্রিল ২০ থেকে মে ২০) -
advertisement
চাকরি হোক বা ব্যবসা- আর্থিক বিষয়গুলোর পর্যালোচনা একান্ত প্রয়োজন। ব্যবসায়িক ক্ষেত্রে মুনাফার হার বজায় থাকবে। কর্মক্ষেত্রে উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সাক্ষাত হবে, তাঁদের কথা শুনে চললে সমস্যা এড়ানো যাবে।
প্রতিকার: অনুগ্রহ করে দুর্গা মন্দিরে বসে দুর্গা চালিসা পাঠ করুন।
মিথুন (মে ২১ থেকে জুন ২০) -
বৈষয়িক ক্ষেত্রে খরচ বৃদ্ধি পাবে, ফলে একটা আর্থিক সংকট তৈরি হতেও পারে, তবে হিসেব করে চললে বিপদ এড়ানো সম্ভব হবে। বাড়ি বা যানবাহনের পিছনে খরচ হতে পারে। ব্যবসায়িক ক্ষেত্রে সব কিছু মসৃণ গতিতে চলবে।
advertisement
প্রতিকার: অনুগ্রহ করে ভগবান গণেশকে দূর্বা অর্পণ করুন এবং ১০৮ বার গণেশ মন্ত্র জপ করুন।
কর্কট (জুন ২১ থেকে জুলাই ২২) -
হাতের কাছে যা লোকবল আছে, তার দিকে লক্ষ্য রেখে এগোলে কর্মক্ষেত্রে সাফল্য সুনিশ্চিত। সম্পদ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, তবে ঋণ নেওয়া থেকে বিরত থাকতে হবে। কর্মক্ষেত্রে ষড়যন্ত্রের আগাম খবর পেয়ে তা এড়ানো যাবে।
advertisement
প্রতিকার: অনুগ্রহ করে ভগবান শ্রীকৃষ্ণকে মিছরি অর্পণ করুন।
সিংহ (জুলাই ২৩ থেকে অগাস্ট ২২) -
নিজের প্রতিভার উপরে এক দিকে যেমন আস্থা রাখতে হবে, তেমনই বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে- তবেই কর্মক্ষেত্রে বিপদ কাটবে। বুঝে-শুনে খরচ করা উচিত, যে কোনও ধরনের বিনিয়োগ লোকসানের মুখে ফেলতে পারে।
প্রতিকার: অনুগ্রহ করে রুটিতে সরষের তেল লাগিয়ে তা কালো কুকুরকে খেতে দিন।
advertisement
কন্যা (অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২) -
বাণিজ্যিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে পেশাদারদের উন্নতির সম্ভাবনা রয়েছে। চাকরি হোক বা ব্যবসা- কোনও রকম ঝুঁকি না নেওয়াই উচিত হবে। শেয়ার বাজারে নিছক অনুমানের ভিত্তিতে বিনিয়োগ করলে তা বিপদে ফেলতে পারে।
প্রতিকার: অনুগ্রহ করে হনুমান চালিসা করুন।
তুলা (সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২) -
advertisement
প্রতিযোগিতার মুখে শান্ত থাকতে হবে, অর্থনৈতিক ক্ষেত্রে কোনও টালমাটালের ইঙ্গিত আপাতত নেই। বিদেশ থেকে কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। টাকা লেনদেনের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রেখে কাজ করতে হবে।
প্রতিকার: অনুগ্রহ করে বটবৃক্ষের নিচে একটি ঘিয়ের প্রদীপ দান করুন।
বৃশ্চিক (অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১) -
চাকরি হোক বা ব্যবসা- অধিকতর মন দিয়ে নিজের কাজ করে যেতে হবে। পেশাদাররা কোনও সুখবর প্রত্যাশা করতে পারেন। বাণিজ্যিক ক্ষেত্রে নিয়ন্ত্রণ সম্ভবপর হবে। তার থেকে আর্থিক সমৃদ্ধির সম্ভাবনাও রয়েছে।
advertisement
প্রতিকার: অনুগ্রহ করে ৭ বার রামায়ণের সুন্দরকাণ্ড বা হনুমান চালিসা পাঠ করুন।
ধনু (নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১) -
ব্যবসার ক্ষেত্রে প্রভাবশালীদের সঙ্গে সুসম্পর্ক বাড়বে, আর্থিক মুনাফার হার অব্যাহত থাকবে। আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে, সার্থকতার হারও থাকবে উল্লেখ্য ভাবে উচ্চে। অনুকূল পরিবেশে কাজ করা সম্ভব হবে।
প্রতিকার: অনুগ্রহ করে বন্দী পাখিদের মুক্ত করুন।
মকর (ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯) -
চাকরি হোক বা ব্যবসা- কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করা সহজসাধ্য হবে। দলগত প্রচেষ্টা সাফল্যের দিকে নিয়ে যাবে। উর্ধ্বতন কর্তৃপক্ষের সমর্থন সঙ্গে থাকবে। বড় অঙ্কের টাকা হাতে আসার সম্ভাবনা রয়েছে।
প্রতিকার: অনুগ্রহ করে ভগবান গণেশকে লাড্ডু নিবেদন করুন।
কুম্ভ (জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮) -
চাকরি হোক বা ব্যবসা- হাতের কাজ ফেলে রাখা উচিত হবে না, কাজের গতি এবার বাড়াতেই হবে। প্রিয়জনের পরামর্শ কাজের জায়গায় বিপদ কাটাতে কাজে আসবে। হিসেব করে খরচ করতে পারলে আর্থিক টানাপোড়েনে পড়তে হবে না।
প্রতিকার: অনুগ্রহ করে রাম রক্ষা স্তোত্র পাঠ করুন।
মীন রাশি (ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০) -
দায়িত্ব নিজের কাঁধে নিলে চাকরি হোক বা ব্যবসা- সর্বত্রই সাফল্য তথা সুনাম বৃদ্ধি পাবে। আয় এবং ব্যয়ের সুষ্ঠু ভারসাম্য বজায় রাখা সম্ভব হবে। পেশাদারদের উপার্জনবৃদ্ধির নতুন সুযোগ মিলতে পারে।
প্রতিকার: অনুগ্রহ করে মাকে কোনও মিষ্টান্ন নিবেদন করুন।
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 02, 2023 11:53 AM IST
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Money Mantra: আপনার হাতে কি টাকা আসবে এবার? নাকি জলের মতো খরচ? রাশি মিলিয়ে জেনে নিন