Tara Maa: জগদ্ধাত্রী রুপে মা তারার আরাধনা! দেখেছেন তারা মায়ের এই রূপ? ভোগে পাঁঠার মাংস, মাছ, পোলাও...আর কী কী দেওয়া হয়?

Last Updated:

সব দেবদেবীর উর্ধ্বে মা তারা আর সেই কারণে জগদ্ধাত্রী পুজোর দিন জগদ্ধাত্রী রূপে চলছে মা তারার পুজো

জগধাত্রীর রূপে মা তারার পুজো
জগধাত্রীর রূপে মা তারার পুজো
বীরভূম, সৌভিক রায়: সব দেবদেবীর ঊর্ধ্বে মা তারা। আর সেই কারণেই দেবী মূর্তি পুজোর চল নেই বীরভূমের তারাপীঠ চত্বরে। সব দেবী মূর্তির পুজো করা হয় মা তারাকে সামনে রেখেই। ব্যতিক্রম হয়নি জগদ্ধাত্রী পুজোতেও। এইদিন জগদ্ধাত্রী পুজো। এ দিন মা তারাকে রাজরাজেশ্বরী রূপে সাজিয়ে জগদ্ধাত্রী রূপে পুজো করা হয়। বিকেলে মা তারাকে জগদ্ধাত্রী রূপে সাজানো হয়।
একদিনেই সপ্তমী, অষ্টমী, নবমী পুজো করা হয়। মা তারার জগদ্ধাত্রী রূপে সাজ দেখতে রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ তারাপীঠ মন্দিরে ভিড় জমান। মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় বলেন, ‘‘এদিন মা তারাকে জগদ্ধাত্রী রূপে পুজো করা হচ্ছে। এ দিন সন্ধ্যায় মায়ের বিশেষ ভোগের ব্যবস্থা করা হয়েছে।”
advertisement
advertisement
তিনি আরও জানান ভোগে “বলির পাঁঠার মাংস, মাছ, পোলাও, পাঁচ রকম সবজি, পোলাও, খিচুড়ি দিয়ে মায়ের ভোগ দেওয়া হয়। বিশেষ আরতি হয়। জগদ্ধাত্রী পুজো উপলক্ষে মন্দির রকমারি আলোয় সাজানো হয়েছে।’’প্রত্যেক দিনের মতন এই দিনও ভোরবেলায় মঙ্গল আরতির পর মা তারাকে রাজরাজেশ্বরী রূপে সাজিয়ে ভক্তদের জন্য গর্ভগৃহের দরজা খুলে দেওয়া হয়।
advertisement
সন্ধ্যাবেলায় মা তারাকে জগদ্ধাত্রী রূপে সাজিয়ে স্বর্ণালংকারে ভূষিত করা হয়েছে। জায়ান্ট স্ক্রিন এর মাধ্যমে ভক্তদের জন্য সন্ধ্যা আরতি দেখার ব্যবস্থা করা হয়েছে মন্দির কমিটির তরফ থেকে। এছাড়া ভিড় সামাল দিতে অতিরিক্ত নিরাপত্তারক্ষী ব্যবস্থা করা হয়েছে। গোটা মন্দির চত্বর সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে।
view comments
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Tara Maa: জগদ্ধাত্রী রুপে মা তারার আরাধনা! দেখেছেন তারা মায়ের এই রূপ? ভোগে পাঁঠার মাংস, মাছ, পোলাও...আর কী কী দেওয়া হয়?
Next Article
advertisement
West Bengal Weather Update: দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে, আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে?
দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে, আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে?
  • দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে

  • আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে ?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement