Numerology Special Article: O অথবা P দিয়ে নামের শুরু? দেখে নিন কী আছে কপালে!

Last Updated:

জন্মতারিখের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে, এই হিসাব অনুসারে সৌভাগ্য প্রদান করবে, এমন আদ্যক্ষরই বেছে নেওয়া উচিত।

কলকাতা: বেশিরভাগ ভারতীয় পরিবারই এমন কোনও আদ্যক্ষর দিয়ে সন্তানের নামকরণ করতে চায়, যা তার পক্ষে জীবনে শুভ ফল বয়ে আনবে। অনেক ভেবে-চিন্তে তাই নাম বাছা হয়। আর এই নামের আদ্যক্ষরই ভাগ্যের ফেরে ঠিক করে দেয় কেমন কাটবে জীবন, কেমন হতে পারে জাতক বা জাতিকার চারিত্রিক দিকগুলি। তাই জন্মতারিখের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে, এই হিসাব অনুসারে সৌভাগ্য প্রদান করবে, এমন আদ্যক্ষরই বেছে নেওয়া উচিত।
দেখে নেওয়া যাক ইংরেজি O অক্ষর দিয়ে নাম শুরু হলে জীবন কেমন কাটে- কেউই একথা অস্বীকার করবেন না যে ব্যক্তির জীবনপথ গড়ে তোলে আদতে তাঁর চারিত্রিক গুণাবলী!
advertisement
-নামের আদ্যাক্ষর O হলে জাতক-জাতিকা আত্মকেন্দ্রিক কিন্তু সাহসী হন। জীবনে বহু উত্থান-পতনের সাক্ষী থাকেন কিন্তু শেষ পর্যন্ত হাল ছাড়েন না। ব্যক্তিত্বের এই বৈশিষ্টই তাঁদের লো প্রোফাইল থেকে উপরে তুলে আনে।
advertisement
- এঁদের বন্ধুর পাশাপাশি প্রচুর শত্রুও তৈরি হয়। জীবনে বহুবার বিশ্বাস করে ঠকতে হয়। তবে সমস্যা সমাধানের নিজস্ব পন্থাই এঁদের জীবনের সম্পদ।
- আদ্যাক্ষর O হলে জীবনে উচ্চাকাঙ্ক্ষা থাকে। ধনী হওয়ার ইচ্ছে সঙ্গোপনে লালন করেন এঁরা। তবে মাঝেমধ্যে অস্থিরতায় ভুগতে হয়।
শুভ রঙ – আকাশি এবং সাদা।
ভাগ্য পেতে হলে নিজের কাছে সবসময় একটা সাদা রুমাল রাখতে হবে।
advertisement
আর যদি নাম শুরু হয় ইংরেজি P অক্ষর দিয়ে?
- নামের আদ্যাক্ষর P দিয়ে শুরু হলে জীবনে অপরিমেয় কষ্ট স্বত্বেও এঁরা বাইরে শান্ত থাকতে পারেন। অন্যকে আনন্দ দেওয়ার ক্ষমতা রয়েছে এঁদের। কারও প্রতি খারাপ মনোভাব পোষণ করেন না। এঁদের চিন্তাভাবনা বিশুদ্ধ। হাজার সমস্যার মধ্যেও অবিচল থাকতে পারেন।
advertisement
- এঁরা জীবনে শান্তি চান। ঈশ্বরে বিশ্বাসী। কঠোরভাবে আচার নিয়ম মেনে চলেন। যে কোনও পরিস্থিতিতেই ইতিবাচক থাকতে পারেন। অন্যকে প্রভাবিত করার শক্তি রয়েছে এঁদের।
- কসমেটিক্স এবং বিলাসবহুল পণ্যের ব্যবসায় সাফল্য আসতে পারে।
শুভ রঙ - হলুদ এবং গোলাপি।
ভাগ্য পেতে ভগবান শিবের দুগ্ধাভিষেক করতে হবে।
নকল জুয়েলারির পরিবর্তে রুপো, সোনা বা হিরে পরলে ভাগ্য খুলবে।
advertisement
বাড়ির উত্তর-পূর্ব দিকে কলসিতে জল রাখলে সাফল্য মিলবে।
গবাদি পশু বা গরিবদের দুধ দান করলে ভাগ্য প্রসন্ন হবে।
দুর্ভাগ্য এড়াতে আমিষ, মদ, তামাক এবং চামড়াজাত পণ্য এড়িয়ে চলা প্রয়োজন।
Click here to add News18 as your preferred news source on Google.
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Numerology Special Article: O অথবা P দিয়ে নামের শুরু? দেখে নিন কী আছে কপালে!
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement