Zodiacs: কতটা পড়ছে নক্ষত্রের প্রভাব? পড়াশোনায় কেমন বলে দেবে আপনার রাশি!

Last Updated:

Zodiacs: জ্যোতিষ বলে কার পড়াশোনার ধরন কেমন হবে বা কে কেমন ছাত্রছাত্রী সেটা বলে দেয় তার রাশি।

#কলকাতা: কেউ মেধা নিয়ে জন্মায়, কেউ জন্মায় না। কিন্তু জ্যোতিষ বলে কার পড়াশোনার ধরন কেমন হবে বা কে কেমন ছাত্রছাত্রী সেটা বলে দেয় তার রাশি। দেখে নেওয়া যাক রাশি অনুযায়ী কার পড়াশোনার গতি কেমন।
মেষ (Aries): মার্চ ২১ থেকে এপ্রিল ১৯
এরা লক্ষ্যে অবিচল থাকে। কোনও কিছু পড়তে ভালো না লাগলেও এরা বিষয়টা ভালো করে বুঝে নেয়। পড়াশোনার জন্য এরা প্রচুর এনার্জি ক্ষয় করে।
বৃষ (Taurus): এপ্রিল ২০ থেকে মে ২০
এরা পরিশ্রমী হয় এবং সময়ের মধ্যে কাজ সেরে নেওয়ার চেষ্টা করে। পড়াশোনা সংক্রান্ত যে কোনও কাজ এরা খুব গুছিয়ে করে ফলে কোনও সমস্যা হয় না।
advertisement
advertisement
মিথুন (Gemini): মে ২১ থেকে জুন ২০
এদের অধ্যবসায় আছে। কিন্তু সকলের ভালো করতে গিয়ে এরা বেশিরভাগ সময় প্রতিযোগিতায় পিছিয়ে পড়ে।
কর্কট (Cancer): জুন ২১ থেকে জুলাই ২২
পড়াশোনার চাপ এলে এরা দিশেহারা হয়ে পড়ে। তখন এদের মানসিক সমর্থনের প্রয়োজন হয়। কিন্তু চাপের মধ্যেই এরা ভালো ফল করে।
সিংহ (Leo): জুলাই ২৩ থেকে অগাস্ট ২২
যে বিষয়ে এদের কোনও আগ্রহ নেই সেই বিষয়ে পড়াশোনা করতে এরা ভালোবাসে না। বরং কঠিন ও জটিল বিষয়ে চর্চা করা এই রাশির বেশি পছন্দের।
advertisement
কন্যা (Virgo): অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২
জোরে জোরে পড়লে এদের পড়া তাড়াতাড়ি মুখস্থ হয়। সৃষ্টিশীল যে কোনও বিষয়ে এঁরা খুব ভালো করে। জটিল বিষয়কে বুদ্ধি দিয়ে ভাবতে পারে বলেই এরা পড়ুয়া হিসাবেও ভালো হয়।
তুলা (Libra): সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২
গোছানো স্বভাবের হয় বলে এরা পড়ুয়া হিসাবেও ভালো হয়। অল্প সময় পড়েও এরা ভালো রেজাল্ট করে। কিন্তু এদের উচিত মাঝে মাঝে নিজের গণ্ডি থেকে বেরিয়ে বন্ধুদের সাহায্য করা।
advertisement
বৃশ্চিক (Scorpio): অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১
এদের মনোযোগের মাত্রা অসাধারণ। যখন এরা পড়তে বসে এদের কোনও বিষয়ে হুঁশ থাকে না।
ধনু (Sagittarius): নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১
এরা স্বপ্ন দেখে অনেক বড় মাপের। কিন্তু ধনু রাশি কোনও ছোট কাজও ঠিক করে করতে পারে না। তাই এদের উচিত ছোট ছোট সময় ভাগ করে পড়াশোনা করা।
advertisement
মকর (Capricorn): ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯
কেরিয়ার এই রাশির কাছে অনেক বেশি প্রাধান্য পায়। প্রতিযোগিতায় সব সময়ে এক নম্বরে থাকতে পছন্দ করে মকর রাশি।
কুম্ভ (Aquarius): জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮
শান্ত ও ধীর স্থির হওয়ার দরুন এরা যে কোনও কাজে ভালো করে। গ্রুপ স্টাডি হলে এরা সব সময় নেতৃত্ব দেয়।
advertisement
মীন (Pisces): ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০
এরা এমনিতে ধীর লয়ে চলতে ভালোবাসে। কিন্তু পরীক্ষার আগে মীন রাশি জান লড়িয়ে দেয়। তখন এরা নিজের সেরাটা দেয়।
view comments
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Zodiacs: কতটা পড়ছে নক্ষত্রের প্রভাব? পড়াশোনায় কেমন বলে দেবে আপনার রাশি!
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement