কলকাতা: ভারতীয় মতে রাশিফল গণনা করা হয় চন্দ্রের অবস্থানের উপরে ভিত্তি করে। কিন্তু ইংরেজি মতে এক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয় সূর্যকে। তাই ইংরেজিতে রাশিকে বলা হয় সান সাইন (Sun Sign)। এক্ষেত্রে জন্মদিন অনুসারে বোঝা যায় একজন ব্যক্তি কোন রাশির জাতক বা জাতিকা।
জন্মদিন মিলিয়ে দেখে নিন আজকের দিনে কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য!
মেষ (Aries): মার্চ ২১ থেকে এপ্রিল ১৯। দূর দেশ থেকে সুসংবাদ আসতে পারে। কর্মে বাধা থাকলেও অগ্রগতি হবে। অর্থাগম যোগ রয়েছে।
বৃষ (Taurus): এপ্রিল ২০ থেকে মে ২০। সৃজনশীল মানুষদের জন্য শুভ দিন। আর্থিক অগ্রগতি বজায় থাকবে।
মিথুন (Gemini): মে ২১ থেকে জুন ২০। কাজের প্রাপ্য স্বীকৃতি মিলবে। মিত্রবেশী শত্রুর থেকে সতর্ক থাকতে হবে।
কর্কট (Cancer): জুন ২১ থেকে জুলাই ২২। পরিশ্রমের ফল মিলবে। চাকরিস্থানে সুনাম বৃদ্ধি।
সিংহ (Leo): জুলাই ২৩ থেকে অগাস্ট ২২। বিদেশে থাকা বন্ধুর খবর মিলতে পারে। ব্যবসায় টালমাটাল। কর্মক্ষেত্রে ও সংসারে দায়িত্ব বাড়বে।
কন্যা (Virgo): অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২। প্রচুর উদ্যমে কাজ করা স্বত্বেও কর্মে ব্যাঘাত। হঠাৎ করে কোনও আয় অবাক করতে পারে।
আরও পড়ুন- পঞ্জিকা ২০ অক্টোবর: দেখে নিন নক্ষত্রযোগ, শুভ মুহূর্ত, রাহুকাল এবং দিনের অন্য লগ্ন
তুলা (Libra): সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২। ব্যবসার জন্য শুভ। স্থায়ী সঞ্চয়, শেয়ার বা বিমা থেকে মোটা টাকা মিলতে পারে।
বৃশ্চিক (Scorpio): অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১। ব্যস্ত জীবনযাত্রা স্বাস্থ্যে প্রভাব ফেলবে। শেষ মুহূর্তের জন্য ফেলে না রেখে হাতের কাজগুলি এখন থেকে শুরু করতে হবে।
ধনু (Sagittarius): নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১। মনে অস্থিরতা বৃদ্ধি। উপার্জন বৃদ্ধি। সঙ্গীর সঙ্গে ছোট কারণে বিবাদ হতে পারে।
মকর (Capricorn): ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯। প্রযুক্তিবিদদের জন্য শুভ। সামাজিক কার্যে সুনাম বৃদ্ধি। অর্থাগমের সম্ভাবনা।
কুম্ভ (Aquarius): জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮। বাড়তি টাকা খরচের সম্ভাবনা। পৈত্রিক সম্পত্তি নিয়ে বিবাদ হতে পারে।
মীন (Pisces): ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০। কোনও সুখবর মিলতে পারে। কর্মক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Horoscopes, Zodiacs