Horoscope Today: রাশিফল ৯ জুন; দেখে নিন কেমন যাবে আজকের দিন
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Horoscope Today, June 9: জন্মদিন মিলিয়ে দেখে নিন আজকের দিনে কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য ৷
#কলকাতা: ভারতীয় মতে রাশিফল গণনা করা হয় চন্দ্রের অবস্থানের উপরে ভিত্তি করে। কিন্তু ইংরেজি মতে এক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয় সূর্যকে। তাই ইংরেজিতে রাশিকে বলা হয় সান সাইন (Sun Sign)। এক্ষেত্রে জন্মদিন অনুসারে বোঝা যায় একজন ব্যক্তি কোন রাশির জাতক বা জাতিকা (Horoscope Today)।
জন্মদিন মিলিয়ে দেখে নিন আজকের দিনে কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য (Horoscope Today, June 9) ৷
মেষ (Aries): মার্চ ২১ থেকে এপ্রিল ১৯। সাধারণ কিছু শারীরিক সমস্যা হতে পারে। আজ আপনার মনের মানুষের সাক্ষাৎ পেতে পারেন। আপনার দীর্ঘদিনের কঠোর পরিশ্রমের ফল পেতে চলেছেন।
advertisement
advertisement
বৃষ (Taurus): এপ্রিল ২০ থেকে মে ২০। আজ অসুস্থতার কারণে শারীরিক পরীক্ষা করতে হতে পারে। পার্টনার আপনার সঙ্গে আজ মানিয়ে নিতে চেষ্টা করবেন। কর্মক্ষেত্রে সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন, সাবধান থাকুন।
মিথুন (Gemini): মে ২১ থেকে জুন ২০। আজ আপনার স্বাস্থ্য বেশ ভালো থাকবে। তবে আপনার পার্টনার মানসিক চাপের মধ্যে থাকতে পারেন, তাঁর পাশে থাকার চেষ্টা করুন। আপনার জীবনের ব্যালেঞ্জিং সময় এবার শেষ হতে চলেছে।
advertisement
কর্কট (Cancer): জুন ২১ থেকে জুলাই ২২। আজকের দিনটি আপনার জন্য বেশ কিছু পজিটিভ মুহূর্ত বয়ে নিয়ে আসবে। নতুন বাড়ির বা সম্পত্তির মালিক হতে পারেন।
সিংহ (Leo): জুলাই ২৩ থেকে অগাস্ট ২২। আজ অপ্রত্যাশিত ভাবে কিছু কাজের দায়িত্ব এসে পড়তে পারে। আপনার কর্মজীবন আপাতত প্ল্যানমাফিক চলবে না।
advertisement
কন্যা (Virgo): অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২। আজ নানা কারণে ঘন ঘন মেজাজ পরিবর্তন হতে পারে। কর্মক্ষেত্রেও নানা বিভ্রান্তি ছড়াতে পারে। আপনার যে কোনও গোপন কথা প্রকাশ করার আগে সতর্ক থাকুন।
তুলা (Libra): সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২। পার্টনারের প্রতি আগের তুলনায় আরও বেশি করে যত্নবান হবেন। কর্মসংক্রান্ত ক্ষেত্রে নানা ধরনের সুযোগ আসতে চলেছে।
advertisement
বৃশ্চিক (Scorpio): অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১। নিজের সিদ্ধান্তের ওপর অটল থাকুন, তবে তা অন্যদের আঘাত করে নয়। কর্মক্ষেত্রে ছোটখাটো বাধার সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে।
ধনু (Sagittarius): নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১। ইতিমধ্যেই কারও মনে আপনি চিরকালের মতো জায়গা করে নিয়েছেন। কর্মক্ষেত্রে আজ অত্যধিক চাপ অনুভূত হতে পারে।
advertisement
মকর (Capricorn): ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯। ডায়েটের দিকে অতিরিক্ত নজর দিন। পার্টনারের সঙ্গে আজ একটু আপোস করে চলতে হবে। কর্মক্ষেত্রে এবং ব্যক্তিগত জীবনের মধ্যে ব্যালেন্স বজায় থাকবে।
কুম্ভ (Aquarius): জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮। আপনার প্রিয়জনের স্বাস্থ্যের দিক আজ খেয়াল রাখুন। কিছু সময়ের জন্য হতাশ বোধ করতে পারেন।
advertisement
মীন (Pisces): ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০। যদি স্বাস্থ্য নিয়ে যথাযথ ভাবে সতর্ক থাকেন তবে দিন ভাল যাবে। সম্পর্ক নিয়ে আজ একটু অন্য ভাবে ভাবার চেষ্টা করবেন। কাজের থেকে কিছু দিনের জন্য বিশ্রাম নিতে পারেন।
Location :
First Published :
June 09, 2022 7:21 AM IST