ভারতীয় মতে রাশিফল গণনা করা হয় চন্দ্রের অবস্থানের উপরে ভিত্তি করে। কিন্তু ইংরেজি মতে এক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয় সূর্যকে। তাই ইংরেজিতে রাশিকে বলা হয় সান সাইন (Sun Sign)। এক্ষেত্রে জন্মদিন অনুসারে বোঝা যায় একজন ব্যক্তি কোন রাশির জাতক বা জাতিকা।
জন্মদিন মিলিয়ে দেখে নিন আজকের দিনে কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য!
মেষ (Aries): মার্চ ২১ থেকে এপ্রিল ১৯। আজ কর্মসূত্রে পরিচিত এবং অপরিচিতদের সঙ্গে যোগাযোগ বাড়বে, মতামত দেওয়ার সময়ে সতর্ক থাকবেন।
বৃষ (Taurus): এপ্রিল ২০ থেকে মে ২০। আজ কর্মক্ষেত্রে প্রতিবন্ধকতার সৃষ্টি হতে পারে কিন্তু জীবনীশক্তির জেরে তা জয় করবেন।
মিথুন (Gemini): মে ২১ থেকে জুন ২০। আজ আধ্যাত্মিক দিকে মন থাকবে, গভীর চিন্তাভাবনা সৃজনশীল কাজে উৎসাহ জোগাবে।
কর্কট (Cancer): জুন ২১ থেকে জুলাই ২২। আজ ভালোবাসার সম্পর্ক পরিণতির দিকে আরেক ধাপ এগিয়ে যাবে, সঙ্গী/সঙ্গিনীর প্রতি মনোযোগী হন।
সিংহ (Leo): জুলাই ২৩ থেকে অগাস্ট ২২। সামাজিক মেলামেশার সূত্র ধরে আজ কর্মজীবনে আর্থিক উন্নতির পথ প্রশস্ত হবে, সুযোগ হারাবেন না।
কন্যা (Virgo): অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২। আজ নতুন কিছু শিখতে ইচ্ছা হবে, প্রাণচাঞ্চল্যের সাহায্যে সব কাজ সামলে উঠতে পারবেন।
তুলা (Libra): সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২। আজ যে কাজেই হাত দেবেন, তাতেই সার্থকতা অর্জন করবেন, সে আত্মোন্নতি হোক বা নিছক অফিসের কাজ।
বৃশ্চিক (Scorpio): অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১। অফুরান প্রাণশক্তিকে কাজে লাগান আজ,তাকে ফেলে রেখে আলস্যে সময় কাটাবেন না।
ধনু (Sagittarius): নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১। কাজ এবং কেরিয়ারের স্বপ্নপূরণই আজ লক্ষ্য হবে, এই ব্যাপারে বন্ধুদের সাহায্য পাবেন।
মকর (Capricorn): ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯। আজ কর্মক্ষেত্রে পরিবর্তনের সুযোগ আসবে, বিচক্ষণের মতো সেই প্রস্তাব ভেবে দেখবেন।
কুম্ভ (Aquarius): জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮। ভ্রমণের লক্ষ্যে বদ্ধপরিকর হলে আজ থেকেই পরিকল্পনা করতে শুরু করুন, তা ফলপ্রসূ হবে।
মীন (Pisces): ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০। দিনের শুরুর দিকে বেশ কিছু সময় আবেগপ্রবণতায় কাটলেও পরের দিকে নিজেকে সামলে নিতে পারবেন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Daily Horoscope