Guru Gochar 2023: শুধু জ্ঞানবানই নয়, দেবগুরু বৃহস্পতির অবস্থান পরিবর্তনে ধনবানও হবেন এই রাশির জাতক-জাতিকারা বছরের শুরুতেই

Last Updated:

ভারতীয় জ্যোতিষশাস্ত্রে দেবগুরু বৃহস্পতিকে জ্ঞান, কর্ম ও সম্পদের কারক গ্রহ হিসেবে বিবেচনা করা হয়েছে। এই কারণেই দেবগুরুর দ্বিতীয় রাশিতে স্থানান্তর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়।

শুধু জ্ঞানবানই নয়, দেবগুরু বৃহস্পতির অবস্থান পরিবর্তনে ধনবানও হবেন এই রাশির জাতক-জাতিকারা বছরের শুরুতেই
শুধু জ্ঞানবানই নয়, দেবগুরু বৃহস্পতির অবস্থান পরিবর্তনে ধনবানও হবেন এই রাশির জাতক-জাতিকারা বছরের শুরুতেই
কলকাতা: ২০২৩ সালটি বিভিন্ন গ্রহ ও নক্ষত্রের অবস্থান এবং গোচর অনুসারে শুভ ও অশুভ দুই প্রকারের ফলাফলই দিতে চলেছে। এই বছর দেবগুরু বৃহস্পতিও রাশিগত অবস্থান পরিবর্তন করতে চলেছেন। ভারতীয় জ্যোতিষশাস্ত্রে দেবগুরু বৃহস্পতিকে জ্ঞান, কর্ম ও সম্পদের কারক গ্রহ হিসেবে বিবেচনা করা হয়েছে। এই কারণেই দেবগুরুর দ্বিতীয় রাশিতে স্থানান্তর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়।
দেবগুরু বৃহস্পতি আগামী ২২ এপ্রিল, ২০২৩ সালে মীন রাশি ছেড়ে মেষ রাশিতে প্রবেশ করতে চলেছে। এবারে আমরা জেনে নিই কোন রাশির জাতক-জাতিকারা এর দ্বারা উপকৃত হবেন।
advertisement
মেষ রাশি
advertisement
জ্যোতিষশাস্ত্র অনুসারে বৃহস্পতি মীন থেকে মেষ রাশিতে প্রবেশ করবেন। মেষ রাশির জাতক-জাতিকাদের জন্য বৃহস্পতি আগমন খুবই ফলদায়ক হতে চলেছে। মেষ রাশির জাতক-জাতিকারা এই সময়ে তাঁদের কর্মক্ষেত্রে সবরকম ভাবে সাফল্য পাবেন। সমস্ত স্থবির সব কাজ শেষ হবে, দীর্ঘদিন ধরে কোনও রোগে আক্রান্ত থাকলে বা কষ্ট পাচ্ছেন এমন ব্যক্তিরা নিরাময় লাভ করবেন। ব্যবসায় অগ্রগতি হবে, দাম্পত্য জীবনে চলমান মতপার্থক্যের অবসান হবে। জাতক-জাতিকারা চাকরিতে অগ্রগতি প্রাপ্ত হবেন। যাঁরা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাঁরা এই সময় ভাল ফল পেতে পারেন।
advertisement
মিথুন রাশি
বৃহস্পতির এই অবস্থান পরিবর্তনে মিথুন রাশির জাতক-জাতিকারাও উপকৃত হতে চলেছেন। মিথুন রাশির জাতক-জাতিকারা সব রকম ভাবে ভাগ্যের সহযোগিতা পাবেন। আয় বৃদ্ধির নতুন নতুন পথ তৈরি হবে, বিনিয়োগেও লাভ হবে। জাতক-জাতিকাদের ঝুঁকিপূর্ণ কাজে আগ্রহ বাড়বে। চাকরির সঙ্গে যুক্ত ব্যক্তিরা পদোন্নতি পেতে পারেন। যাঁরা দীর্ঘদিন ধরে বিবাহের পরিকল্পনা নিচ্ছেন এবারে তাঁদের সেই পরিকল্পনা সফল হবে। ব্যবসার সঙ্গে যুক্তরা সবচেয়ে বেশি লাভবান হবেন।
advertisement
কর্কট রাশি
জ্যোতিষশাস্ত্র অনুসারে, বৃহস্পতির এই গমন কর্কট রাশির জন্য নিশ্চিত অগ্রগতির পথ প্রশস্ত করতে চলেছে। কর্কট রাশির জাতক-জাতিকারা সমাজে সম্মান পাবেন, তাঁরা কর্মক্ষেত্রে উচ্চপদ লাভ করবেন। পারিবারিক সম্পর্কের উন্নতি হবে। ব্যবসায়ে অভূতপূর্ব উন্নতি হবে, জাতক-জাতিকাদের অর্থনৈতিক অবস্থারও উন্নতি হবে। পরিবারে ও জীবনে সুখ বজায় থাকবে এবং স্বাস্থ্যের উন্নতি হবে- তবে এই সময় সামান্য খরচ বৃদ্ধি হতে পারে।
advertisement
কন্যা রাশি
জ্যোতিষ শাস্ত্র অনুসারে, বৃহস্পতির এই স্থানান্তরের কারণে কন্যা রাশির জাতক-জাতিকারাও ইতিবাচক প্রভাব অনুভূব করবেন। কন্যা রাশির জাতক-জাতিকাদের ধর্মের প্রতি আগ্রহ বাড়বে, তাঁরা পরিবারের কাছ থেকে সব রকমের সাহায্য পাবেন। জাতক-জাতিকারা যে কাজ করার কথাই ভাবুন না কেন, তাতে তাঁরা অবশ্যই সফলতা পাবেন। আর্থিক লাভের সম্ভাবনাও রয়েছে। যে কোনও নতুন কর্মক্ষেত্রে সাফল্য আসবে। যাঁরা দীর্ঘদিন ধরে বিবাহের পরিকল্পনা নিচ্ছেন এবারে তাঁদের সেই পরিকল্পনা সফল হবে।
advertisement
মীন রাশি
মীন রাশির জাতক-জাতিকারা বৃহস্পতি গ্রহের অবস্থান পরিবর্তনে অত্যন্ত সুফল পাবেন। যাঁদের অনেক দিন ধরে টাকা আটকে রয়েছে তাঁরা তা ফেরত পেতে পারেন। যাঁরা ভাল চাকরির সন্ধানে রয়েছেন তাঁরা শীঘ্রই ভাল চাকরি পাবেন। বিয়ের যোগ তৈরি হচ্ছে। উচ্চশিক্ষায় বিদেশভ্রমণের সুযোগ রয়েছে। স্বামী-স্ত্রীর মধ্যে প্রেমের সম্পর্ক বজায় থাকবে।
advertisement
Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷
Click here to add News18 as your preferred news source on Google.
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Guru Gochar 2023: শুধু জ্ঞানবানই নয়, দেবগুরু বৃহস্পতির অবস্থান পরিবর্তনে ধনবানও হবেন এই রাশির জাতক-জাতিকারা বছরের শুরুতেই
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement