Grah Gochar: বুধাদিত্য যোগ ঘটতে চলেছে সেপ্টেম্বরে! জেনে নিন সূর্য, শুক্র, বুধের গোচর কীভাবে প্রভাবিত করবে আমাদের জীবনকে

Last Updated:

সেপ্টেম্বর মাসেও এমন অনেক গ্রহের অবস্থান পরিবর্তন হতে চলেছে, যা রাশিচক্রের উপর শুভ ও অশুভ উভয় প্রভাবই ফেলবে।

বুধাদিত্য যোগ ঘটতে চলেছে সেপ্টেম্বরে! জেনে নিন সূর্য, শুক্র, বুধের গোচর কীভাবে প্রভাবিত করবে আমাদের জীবনকে
বুধাদিত্য যোগ ঘটতে চলেছে সেপ্টেম্বরে! জেনে নিন সূর্য, শুক্র, বুধের গোচর কীভাবে প্রভাবিত করবে আমাদের জীবনকে
কলকাতা: জ্যোতিষশাস্ত্র অনুসারে, সেপ্টেম্বর মাসে সূর্য, শুক্র ও বুধের স্থানান্তর ঘটতে চলেছে রাশিচক্রে। সমস্ত গ্রহই একটি নির্দিষ্ট ব্যবধানে স্থান পরিবর্তন করে এবং রাশিচক্রের ১২টি রাশিকে প্রভাবিত করে। সেপ্টেম্বর মাসেও এমন অনেক গ্রহের অবস্থান পরিবর্তন হতে চলেছে, যা রাশিচক্রের উপর শুভ ও অশুভ উভয় প্রভাবই ফেলবে। ২০২২ সালের সেপ্টেম্বরে, সূর্য এবং বুধের গোচরে বুধাদিত্য যোগ তৈরি হতে চলেছে। বুধাদিত্য যোগ জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এ ছাড়াও সূর্য ও শনিও ষড়ষ্টক যোগ গঠন করবে যাকে অশুভ যোগ বলে মনে করা হয়।
সেপ্টেম্বরে প্রথম গ্রহের স্থান পরিবর্তন ঘটবে ১০ সেপ্টেম্বর। এই দিন বুধের কন্যা রাশিতে বিপরীতমুখী গমন হবে। ২ অক্টোবর পর্যন্ত বুধ কন্যা রাশিতে বিপরীতমুখী অবস্থানে থাকবে। এর প্রভাব সমস্ত রাশির উপরে পড়বে। মেষ, সিংহ, ধনু ও কুম্ভ রাশির জাতক-জাতিকাদের উপর বুধ গ্রহের যাত্রা শুভ প্রভাব ফেলবে। যদিও বাকি রাশিতে তেমন প্রভাব পড়বে না।
advertisement
advertisement
এর পরে ১৫ সেপ্টেম্বর শুক্র সিংহ রাশিতে গমন করবে। শুক্র গ্রহ সুখ ও সমৃদ্ধির দাতা। আগামী ১৫ সেপ্টেম্বর ২০২২ সকাল ২টা বেজে ২৯ মিনিটে গমন হবে। শুক্রের গমন মেষ, বৃষ এবং মকর রাশির জাতকদের জন্য শুভ ফল দিতে পারে।
advertisement
এর পরে ১৭ সেপ্টেম্বর সূর্য কন্যা রাশিতে গমন করবে। এই মুহূর্তে সূর্য স্বরাশি সিংহ রাশিতে রয়েছে এবং এরপর এটি কন্যা রাশিতে প্রবেশ করবে যা বুধের অধপতি রাশি। বুধ ইতিমধ্যেই নিজস্ব রাশিতে রয়েছে, যার কারণে এই রাশিতে বুধ-সূর্য একসঙ্গে বুধাদিত্য যোগ গঠন করবে। মেষ, কর্কট, বৃশ্চিক এবং ধনু রাশির জাতক জাতিকাদের শুভ দিন শুরু হবে সূর্যের রাশি পরিবর্তনের মাধ্যমে।
advertisement
সেপ্টেম্বরের শেষ সপ্তাহে, শুক্র ২৪ সেপ্টেম্বর কন্যা রাশিতে প্রবেশ করবে। শুক্র ২৪ সেপ্টেম্বর ২০২২ তারিখে শনিবার রাত ৮টা বেজে ৫১ মিনিটে স্থান পরিবর্তন করবে এবং এটি সমস্ত রাশির উপর প্রভাব ফেলবে।
view comments
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Grah Gochar: বুধাদিত্য যোগ ঘটতে চলেছে সেপ্টেম্বরে! জেনে নিন সূর্য, শুক্র, বুধের গোচর কীভাবে প্রভাবিত করবে আমাদের জীবনকে
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement