Dhanteras 2023: ধনতেরাসের শুভ মুহূর্তে, বিরাট সত্য! জ্যোতিষের বিশাল ইঙ্গিত, অমৃতযোগে পুণ্যের সন্ধান নাকি জেরবার জীবন

Last Updated:

Dhanteras 2023: ধনতেরাসের দিনে অনেকেই সোনা, রুপো, কাঁসা, পিতলের জিনিস ক্রয় করে থাকেন। কেন বলা হয় কালীপুজোর আগে এই ধনতেরাস।

+
ধনতেরাস

ধনতেরাস

মুর্শিদাবাদ: শুক্রবার ধনতেরাস। এ দিনে ধনদেবীর আরাধনা করা হয়। এই ধনতেরাসের দিনে অনেকেই সোনা, রুপো এবং কাঁসা ও পিতলের জিনিস ক্রয় করে থাকেন। কিন্তু কেন বলা হয় কালীপুজোর আগে কৃষ্ণাত্রয়োদশী তিথিকে বলা হয় ধনতেরাস, জানালেন বিশিষ্ট পুরোহিত তথা পন্ডিত গিরিশ পান্ডা। তিনি জানান, এ দিন ধন্বন্তরির আর্বিভাব হয় তাই এই তিথির নাম ধনতেরাস, ইনি ঔষধির দেবতা।
ধনতেরাসকে নিয়ে আরও একটি গল্প রয়েছে৷ সেটা হল, একসময় দুর্বাশা মুনির অভিশাপে স্বর্গ হয় লক্ষ্মীহীন। রাক্ষসদের সঙ্গে লড়াই করে সমুদ্রমন্থনের পর ধনতেরাসেই দেবতারা ফিরে পান দেবী লক্ষ্মীকে। হারিয়ে যাওয়া লক্ষ্মীকে ফিরিয়ে আনার উপাসনাই হচ্ছে ধনতেরাস। ধনতেরাসে শ্রীলক্ষ্মীর আরাধনার মাধ্যমে সূচনা হয় দীপাবলি উৎসবের।
আরও পড়ুনঃ বহাল ৫০০ বছরের প্রাচীন নিয়ম, আজও গ্রামে আসে না মাটির কালী প্রতিমা 
ধনত্রয়োদশী বা ধন্বন্তরী-ত্রয়োদশী, সংক্ষেপে ধনতেরাস। কার্তিক মাসের শুক্লপক্ষের এয়োদশী তিথিতে হয় এই ধনতেরাস৷ ধনতেরাসের শুভ লগ্নে সমৃদ্ধি কামনায় গৃহস্থ বাড়িতে কেনা হয় মূল্যবান ধাতু৷ বলা হয়, আজকের দিনে মূল্যবান ধাতুর জৌলুসে আকৃষ্ট হয়ে মা লক্ষী স্বয়ং আসেন গৃহস্থের বাড়িতে।
advertisement
advertisement
ধনতেরাসে, ভগবান ধন্বন্তরির পুজো করা ব্যক্তিদের রোগ থেকে রক্ষা করে এবং বিশেষত চিকিৎসা ক্ষেত্রের জন্য সুস্বাস্থ্যের প্রচার করে বলে বিশ্বাস করা হয়। জ্যোতিষী আচার্য সুপারিশ করেন ধনতেরাসে ভগবান ধন্বন্তরীর পুজা শেষ করার পরে, একজনকে গিলয়ের রস বা কড়া খাওয়া উচিত। এটা বিশ্বাস করা হয় যে এই শুভ দিনে এই রস খাওয়া শরীরকে রোগের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা দেয়।
advertisement
ধনতেরাসে, সূর্যাস্তের পর লক্ষ্মী পুজো করা হয়। সঙ্গে ধনতেরাস কথা পাঠ করা হয়। দেবী লক্ষ্মীকে স্বাগত জানাতে ভক্তরা তাদের বাড়িতে তেলের প্রদীপ জ্বালায় এবং বাড়ির প্রবেশপথে চালের আটা এবং সিঁদুর দিয়ে জটিল রঙ্গোলি নকশা তৈরি করা হয়। তবে আজকের দিনে ধাতু কেনার কথা কোনও শাস্ত্রে নেই। বর্তমানে ব্যবসায়ীক কারণে এই ধাতু কেনার প্রচলন হয়েছে।
advertisement
কৌশিক অধিকারী
view comments
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Dhanteras 2023: ধনতেরাসের শুভ মুহূর্তে, বিরাট সত্য! জ্যোতিষের বিশাল ইঙ্গিত, অমৃতযোগে পুণ্যের সন্ধান নাকি জেরবার জীবন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement