Kali Puja 2023: বহাল ৫০০ বছরের প্রাচীন নিয়ম, আজও গ্রামে আসে না মাটির কালী প্রতিমা
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Reported by:BONOARILAL CHOWDHURY
Last Updated:
Kali Puja 2023: কালীপুজো হয়। তবে গ্রামে আসে না কোনও মাটির কালী প্রতিমা। ভিন্ন ধর্মী এক কালী পুজোর হদিশ মিলল পূর্ব বর্ধমানে ।
বর্ধমান: কালীপুজো হয়। তবে গ্রামে আসে না কোনওমাটির কালী প্রতিমা। ভিন্ন ধর্মী এক কালী পুজোর হদিশ মিলল পূর্ব বর্ধমানে। সামনেই আলোর উৎসব দীপাবলি। দেবী দুর্গার পর আরেক দেবী কালীর আরাধনায় মেতে উঠবে সকলে। সেইমতো ইতিমধ্যেই মন্দিরগুলিতে শুরু হয়েছে প্রতিমা তৈরির কাজ।
খড়, মাটি, রঙ থেকে ধীরে ধীরে নানাবিধ অলংকারে সাজিয়ে তোলা হবে দেবীকে। কিন্তু কালী পুজোর আগে পরিচিত এই ছবিটাই দেখা গেল না গোপালনগরে। পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকের অন্তর্গত একটি গ্রাম গোপালনগর। পুরনো প্রথা অনুযায়ী, এই গ্রামে মাটির প্রতিমা তৈরিতে রয়েছে নিষেধাজ্ঞা।
আরও পড়ুনঃ কোলেস্টেরল-উচ্চ রক্তচাপ-সুগারের মতো হাজার রোগ সারে, শুধু এই পদ্ধতিতে উচ্ছে খেলেই কেল্লাফতে
তবে কী আলোর উৎসবে মেতে ওঠে না এই গ্রামের গ্রামবাসীরা? জানা গিয়েছে, পুজো হয়। তবে তা কোনও মাটির প্রতিমায় নয়। বরং শতাব্দী প্রাচীন দেবীর প্রস্তর মূর্তিতে পুজো পান দেবী কালী। মন্তেশ্বরের গোপালনগর গ্রামের গ্রাম্য দেবী-দেবী কালী, মনসা। একই মন্দিরে প্রস্তর মূর্তি রূপে পাশাপাশি পুজিতা হন এই দুই দেবী। জানা যায়, কয়েকশো বছর আগে গ্রাম সংলগ্ন একটি জায়গা থেকে লাঙ্গলের ফালে একটি প্রস্তর মূর্তি ওঠে। পরবর্তীকালে বর্ধমান রাজ পরিবারের তরফে প্রদান করা হয় আরও একটি প্রস্তর মূর্তি। মন্দিরে আজও পুজিতা হন সেই মূর্তি।
advertisement
advertisement
আরও পড়ুনঃ কালীপুজোয় ফের আবহাওয়া বদল? হাওয়া অফিসের বড় আপডেট! কী হতে চলেছে জেলায়?
আরও জানা গিয়েছে, গ্রাম্য দেবীর সেবায়েত হিসেবে গ্রামে আসে ভট্টাচার্য পরিবার। তারপর থেকে দেবীর পূজা-অর্চনা ও ভোগের দায়িত্বে রয়েছে তারাই। এই প্রসঙ্গে সেবায়েত পরিবারের এক সদস্য, “এই মূর্তিই শুধুমাত্র আমাদের গ্রামে পুজো হয় । কোনও মাটির প্রতিমা আসে না। কেউ আনার চেষ্টা করলে তাদের ক্ষতি হয়, এটা আমাদের শোনা কথা । বহুদিন ধরে এই রীতি চলে আসছে।”
advertisement
কার্তিক মাসে দীপালিকা কালীপুজোর দিন বেশ কিছু রীতিনীতি মেনে পুজো হয় এখানে। পুজোর উপাচারে চালের প্রদীপ দেওয়া হয়। লক্ষ্মী, অলক্ষ্মী পুজোর পর হয় কালীর আরাধনা। তবে কালী পুজোর পাশাপাশি এই দেবীর মূল পুজো অনুষ্ঠিত হয় আষাঢ় নবমী তিথিতে। বছরে একমাত্র ওই দিনই মন্দির থেকে বের করে আনা হয় দেবীর প্রস্তর মূর্তি। অঙ্গরাগের পর বহুবিধ অলংকারে সাজিয়ে রথে করে গ্রামে প্রদক্ষিণ করানো হয় দেবী মূর্তি।
advertisement
সেবায়েত পরিবারের এক গৃহবধূ শুভলক্ষী ভট্টাচার্যের কথায় কারও জমি, পুকুরে সবজি মাছ হলে, প্রথম তা নিবেদন করা হয় গ্রাম্য দেবীর কাছে।বিভিন্ন নিয়ম-রীতি মেনে নানা ভোগ নিবেদন করা হয় দেবীকে।দেবীরভোগ, পুজো ঘিরে ব্যস্ততায় দিন কাটে পরিবারের মহিলাদের। এ ভাবেই নিজস্ব রীতি রেওয়াজ মেনে কয়েকশো বছর ধরে পুজো হয়ে আসছে গোপালনগরে। দেবীর মৃন্ময়ী রূপের পরিবর্তে প্রস্তর মূর্তির আরাধনা নিয়েই মেতে ওঠেন গ্রামবাসীরা।
advertisement
বনোয়ারীলাল চৌধুরী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 10, 2023 1:18 PM IST