কলকাতা: ভারতীয় মতে রাশিফল গণনা করা হয় চন্দ্রের অবস্থানের উপরে ভিত্তি করে। কিন্তু ইংরেজি মতে এক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয় সূর্যকে। তাই ইংরেজিতে রাশিকে বলা হয় সান সাইন (Sun Sign)। এক্ষেত্রে জন্মদিন অনুসারে বোঝা যায় একজন ব্যক্তি কোন রাশির জাতক বা জাতিকা।
জন্মদিন মিলিয়ে দেখে নিন কালকের দিনে কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য!
মেষ: মার্চ ২১ থেকে এপ্রিল ১৯।
প্রলোভনে পা দেওয়া যাবে না। পরিস্থিতি এমন হতে পারে যেখানে আবেগের বশে কাজে ভুল হয়ে যেতে পারে।
আরও পড়ুন: স্বাস্থ্য দফতরে বিপুল পদে নিয়োগ, বেতন মাসে ৬০-৭০ হাজার! দ্রুত আবেদন করুন
বৃষ: এপ্রিল ২০ থেকে মে ২০।
মনে অসন্তোষ তৈরি হতে পারে। নিজের লক্ষ্য পূরণের দিকে নজর রাখতে হবে।
মিথুন: মে ২১ থেকে জুন ২০।
পারিবারিক দায়বদ্ধতা থাকবে। তা দক্ষতার সঙ্গেই পালন করা যাবে। দৃঢ়তা বজায় রাখতে হবে।
কর্কট: জুন ২১ থেকে জুলাই ২২।
নানা দিক থেকে নানা রকম সুযোগ আসতে পারে। সব ক’টির সদ্ব্যবহার করতে হবে।
আরও পড়ুন: থাইরয়েড রোগীদের ওজন কমাতে এই খাবারগুলি খেতেই হবে, বিশেষজ্ঞের পরামর্শ জানুন
সিংহ: জুলাই ২৩ থেকে অগাস্ট ২২।
বিশৃঙ্খলা বা বিভ্রান্তির মধ্যে সময় কাটতে পারে। তবে অনেক সুযোগ আসছে জীবনে, সেই সঙ্গে পরিবর্তনও।
কন্যা: অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২।
কর্মক্ষেত্রে কোনও সমস্যার সমাধান করা যাবে নিজের প্রতিভার বলে। যে কোনও মানুষ সাহায্য করতে চাইবে।
তুলা: সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২।
কোনও সুখবর আসতে পারে, বিশেষত পরিবার সংক্রান্ত। বাসস্থান পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।
বৃশ্চিক : অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১।
মানব হিতে নিজের সময়, স্থান, অর্থ এমনকী খাদ্য পর্যন্ত উৎসর্গ করা যেতে পারে। এতে সম্মান বাড়বে।
ধনু: নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১।
সম্পর্কে জটিলতা বা ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। তবে চিন্তার কিছু নেই। বরং জীবনের আনন্দ উপভোগ করা যেতে পারে।
মকর: ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯।
নিজের পরামর্শ সকলেই প্রত্যাখ্যান করছে দেখে হতাশার বোধ জাগতে পারে। কিন্তু তা থেকে বেরিয়ে আসতে হবে।
কুম্ভ: জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮।
কাজের জন্য তাগিদ অনুভব করা যাবে। দৃঢ় সিদ্ধান্তমূলক পদক্ষেপ করা যাবে। পুরনো ঋণ মিটিয়ে ফেলা যাবে।
মীন: ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০।
আনন্দে ভেসে যাওয়ার আগে নিজের কাজ সেরে নেওয়াই ভাল। পরিবারের সকলের সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Daily Horoscope, Horoscope 2023