Astro Tips 2023: এই চার রাশির মেয়েরা খুবই দাপুটে হন, বলছে জ্যোতিষ! জানুন

Last Updated:

Astro Tips 2023: জ্যোতিষমতে রাশির তারতম্য দেখে বলা যায় কোন মহিলারা খুবই দাপুটে স্বভাবের হন।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
কলকাতা: জ্যোতিষমতে প্রত্যেকটা মানুষের স্বভাব আলাদা আলাদা। রাশির হেরফেরে প্রত্যেকটা মানুষের মধ্যে থাকে চারিত্রিক বৈশিষ্টের পার্থক্য। সেই রাশির বৈশিষ্ট অনুযায়ী বলা যায় কে কেমন হবেন। জ্যোতিষমতে রাশির তারতম্য দেখে বলা যায় কোন মহিলারা খুবই দাপুটে স্বভাবের হন।
মকর রাশির মহিলারা সব কাজ খুব দ্রুত শিখে নিতে পারেন। এর ফলে খুব শ্বশুরবাড়িতে সম্মানলাভ করেন। এঁরা নিজে যত্ন পান, আবার অন্যদেরও যত্ন করতে জানেন। বিয়ের পর থেকেই এঁরা দাপট ধরে রাখতে পারেন।
আরও পড়ুন: এই প্রশ্নগুলি কেউ আপনাকে করলে বুঝবেন প্রশ্নকর্তা বাইপোলার ডিসঅর্ডারে আক্রান্ত! জানুন
বৃশ্চিক রাশির মহিলারা স্বাধীনচেতা হন। এঁরা কারও অধীনে থাকা পছন্দ করেন না ঠিকই, কিন্তু শ্বশুরবাড়ির সকলের মন জয় করতে সক্ষম হন। এঁরা তীক্ষ্ণ বুদ্ধির জোরে শ্বশুরবাড়িকে খুব কাছের করে নেন।
advertisement
advertisement
আরও পড়ুন: ভাল করে চিনুন পাতাগুলি, বাড়ির আশপাশেই রয়েছে এই লতানো গাছ! খেতে শুরু করলে ওষুধের খরচ কমবেই
জ্যোতিষ অনুসারে মেষ রাশির মহিলারা অন্যের ওপর প্রভাব বিস্তার করতে এবং নিজের দাপট অন্যের ওপর চাপাতে খুবই পটু হন। এঁরা স্বামী এবং শ্বশুরবাড়ির অন্য সদস্যদের নিজের প্রতি আকৃষ্ট করতে পারেন। মেষ রাশির আত্মবিশ্বাস প্রবল। এঁরা কারও অধিনস্ত থাকা একেবারেই পছন্দ করেন না। তাই নিজের বুদ্ধিতে কী ভাবে শ্বশুরবাড়ির মানুষদের নিয়ে সুখে থাকতে হয় সেই কৌশল খুব ভাল জানেন।
advertisement
কন্যা রাশির মহিলারা মধুরভাষিণী এবং নম্র স্বভাবের হন। এঁরা খুব সহজেই নিজের স্বামী এবং শ্বশুরবাড়ির খুব প্রিয় হয়ে ওঠেন। সহজে এঁদের মুখের ওপর কেউ কিছু বলতে না পারায় এঁরা দাপটে সংসার করেন। তবে এঁরা স্বামীর খুব প্রিয় হন। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Astro Tips 2023: এই চার রাশির মেয়েরা খুবই দাপুটে হন, বলছে জ্যোতিষ! জানুন
Next Article
advertisement
মিজোরামের মানুষের জন্য ঐতিহাসিক দিন, আইজল ভারতের রেল মানচিত্রে যুক্ত হল!
মিজোরামের মানুষের জন্য ঐতিহাসিক দিন, আইজল ভারতের রেল মানচিত্রে যুক্ত হল!
  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ মিজোরামের আইজলে ৯,০০০ কোটি টাকারও অধিক মূল্যের উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

VIEW MORE
advertisement
advertisement