Bipolar Disorder: এই প্রশ্নগুলি কেউ আপনাকে করলে বুঝবেন প্রশ্নকর্তা বাইপোলার ডিসঅর্ডারে আক্রান্ত! জানুন

Last Updated:

Bipolar Disorder: ডিপ্রেশন বা অবসাদ এক ধরনের মুড ডিজঅর্ডার, ঠিক তেমনই আর এক ধরনের মুড ডিজঅর্ডার হল বাইপোলার ডিজঅর্ডার।

মনের জটিল অসুখ বাইপোলার ডিসঅর্ডার
মনের জটিল অসুখ বাইপোলার ডিসঅর্ডার
কলকাতা: মুড মাঝেমধ্যে অল্প-বিস্তর খারাপ হতেই পারে। সকলেরই হয়। আবার নিজে থেকেই অনেক সময় সেরে যায়। সে সব সাধারণ মনখারাপের ঘটনা। তা রোগের পর্যায়ে পড়ে না। কিন্তু মুড ডিজঅর্ডার এক জটিল রোগ। মনখারাপ জটিল এবং দীর্ঘস্থায়ী হলে তাকে ডাক্তারি পরিভাষায় ডিপ্রেসিভ ডিজঅর্ডার বলে।
মুড ডিজঅর্ডারের নানা দিক, নানা লক্ষণ। যেমন, ডিপ্রেশন বা অবসাদ এক ধরনের মুড ডিজঅর্ডার, ঠিক তেমনই আর এক ধরনের মুড ডিজঅর্ডার হল বাইপোলার ডিজঅর্ডার। এই নামটি অনেকেরই শোনা। কিন্তু রোগটি আসলে কী, সে সম্পর্কে স্পষ্ট ধারণা অনেকেরই নেই। বিশ্বের মোট জনসংখ্যার ১ শতাংশ অর্থাৎ ৮ কোটি মানুষ বাইপোলার ডিসঅর্ডারে আক্রান্ত। এঁদের মধ্যে প্রায় ৪০ শতাংশ মানুষেরই ভুল রোগ নির্ণয় হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে ধরে নেওয়া হচ্ছে তাঁরা ডিপ্রেশনের শিকার। এই ভুল এড়াতে রক্ত পরীক্ষা সাহায্য করতে পারে।
advertisement
আরও পড়ুন: চিকিৎসকের পরামর্শ ছাড়াই ওষুধ খান? চরম বিপদ ডেকে আনছেন না তো? জানুন
বাইপোলার ডিসঅর্ডার এক মনের অসুখ। বিভিন্ন কারণে মানুষকে হতাশা গ্রাস করতে পারে। এছাড়া এই রোগের পারিবারিক ইতিহাস থাকলেও আপনি বাইপোলার ডিসঅর্ডারে আক্রান্ত হতে পারেন। কিন্তু দুঃখের বিষয় হল, বাইপোলার ডিসঅর্ডার প্রাথমিক স্তরে ধরা পড়ে না। বেশিরভাগ ক্ষেত্রেই ধরে নেওয়া হয় রোগী ডিপ্রেশন বা অবসাদে ভুগছেন। তাই চিকিৎসক ডিপ্রেশনেরই চিকিৎসা করেন। কিন্তু সবসময় সেটা হয় না। অনেক ক্ষেত্রে রোগী বাইপোলার ডিসঅর্ডারের শিকারও হন।
advertisement
advertisement
আরও পড়ুন: আলিয়ার স্বামীর সঙ্গে বিছানায় নগ্ন মেয়ে! রণবীরের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে কী বললেন তৃপ্তির বাবা-মা?
এর প্রাথমিক লক্ষণ হল বিষন্ন মন, যে কোন কাজের প্রতি আগ্রহ হারিয়ে ফেলা। ওজন বেড়ে যাওয়া অথবা কমে যাওয়া। ঘুম বেড়ে যাওয়া অথবা ইনসোমনিয়ায় আক্রান্ত হওয়া। নিজেকে মূল্যহীন মনে করা অথবা অযথা অপরাধবোধে ভোগা। যে কোনও একটি বিষয়ে চিন্তা করার ক্ষমতা হারিয়ে ফেলা। সিদ্ধান্তহীনতায় ভোগা। আত্মহত্যা প্রবণ চিন্তা ভাবনা করা। আপনাকে কেউ এধরনের কথা বললে বুঝবেন তাঁর চিকিৎসার প্রয়োজন। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Bipolar Disorder: এই প্রশ্নগুলি কেউ আপনাকে করলে বুঝবেন প্রশ্নকর্তা বাইপোলার ডিসঅর্ডারে আক্রান্ত! জানুন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement