Tripti Dimri Ranbir Kapoor: আলিয়ার স্বামীর সঙ্গে বিছানায় নগ্ন মেয়ে! রণবীরের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে কী বললেন তৃপ্তির বাবা-মা?

Last Updated:

Tripti Dimri Ranbir Kapoor: মুক্তির পর থেকেই বিতর্ক তৈরি করেছে সন্দীপ ভাঙ্গা রেড্ডির পরিচালিত ছবি ‘অ্যানিমাল’। ছবিতে রণবীর কাপুর ও তৃপ্তি দিমরির ঘনিষ্ঠ দৃশ্যও সাড়া ফেলেছে। আলাদা করে নজর কেড়েছেন তৃপ্তি।

রণবীর ও তৃপ্তি
রণবীর ও তৃপ্তি
মুম্বই: মুক্তির পর থেকেই বিতর্ক তৈরি করেছে সন্দীপ ভাঙ্গা রেড্ডির পরিচালিত ছবি ‘অ্যানিমাল’। ছবিতে রণবীর কাপুর ও তৃপ্তি দিমরির ঘনিষ্ঠ দৃশ্যও সাড়া ফেলেছে। আলাদা করে নজর কেড়েছেন তৃপ্তি। তবে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের আগে রণবীরের সঙ্গে কেমন ছিল তাঁর বোঝাপড়া? শ্যুটিংয়ের সময় কী হচ্ছিল সেখানে? নগ্ন দৃশ্যে শ্যুটিংয়ের সময় কারা ছিলেন সেই ফ্লোরে? জানা গিয়েছে, শ্যুটিংয়ের ফ্লোরে শুধুই ৫ জনকে ঢুকতে দেওয়া হয়েছিল। একটি সাক্ষাৎকারে তৃপ্তি জানিয়েছেন, রণবীর তাঁকে এমন একটা দৃশ্য অভিনয় করতে যে সাহায্য করছেন তা অতুলনীয়।
কিন্তু এই দৃশ্য দেখে কী প্রতিক্রিয়া ছিল নায়িকার মা-বাবার? সেকথাও এক সাক্ষাৎকারে জানিয়েছেন তৃপ্তি। ছবির একটি দৃশ্যে রণবীরের সঙ্গে নগ্ন হয়ে অভিনয় করতে হয়েছিল তাঁকে। এক বিনোদনমূলক ওয়েবসাইটের সঙ্গে কথা বলার সময় তৃপ্তি জানিয়েছেন, এমন দৃশ্যে মেয়েকে দেখে চমকে উঠেছিলেন তাঁর অভিভাবকরা। অভিনেত্রীর কথায়, ‘আমার মা-বাবা কিছুটা হতভম্ব হয়ে গিয়েছিলেন। তাঁরা বলেছেন, আমরা এমন কিছু কোনও সিনেমায় কখনও দেখিনি। আর তুমি সেটাই করেছ!’ দৃশ্যটির ধাক্কা সামলাতে তাঁদের সময় লেগেছিল। তবে তাঁরা এটা মেনেও নিয়েছেন। কিন্তু জানিয়েছেন, অভিভাবক হিসেবে কেমন প্রতিক্রিয়া তাঁদের হয়েছে।’
advertisement
ছবির ঘনিষ্ঠ দৃশ্যে ছবির ঘনিষ্ঠ দৃশ্যে
advertisement
আরও পড়ুন: গলায় রণবীরের কামড়ের দাগ, বেডসিন বিতর্ক, রশ্মিকাকে হাটিয়ে জাতীয় ‘ক্রাশ’ এখন তৃপ্তি দিমরি! চেনেন?
তৃপ্তি বলেছেন, ‘আমি ওঁদের বলেছি, আমি কোনও অন্যায় করিনি। এটা আমার কাজ। আর আমি সেটা নিরাপদ ও আরামদায়ক ভাবেই করেছি। আমার এতে কোনও সমস্যাই হয়নি। আমি একজন অভিনেত্রী এবং নিজের চরিত্রের প্রতি একশো শতাংশ সৎ থেকে কাজটা করেছি।’ চারিদিকে কথা হচ্ছে ‘অ্যানিমাল’ ছবিটি নিয়ে। রণবীর কাপুরের অভিনয়, ছবির প্লট, পরিচালকের চিন্তাভাবনা নিয়ে বিতর্কের মাঝে একমুঠো ঠান্ডা বাতাস তৃপ্তি দিমরি।
advertisement
আরও পড়ুন: ঠোঁট-শরীর স্পর্শ করার আগে তৃপ্তিকে বার বার রণবীর একটাই প্রশ্ন করেছেন, জানতে চেয়েছেন…
রণবীরের সঙ্গে নগ্ন-সাহসী দৃশ্য থেকে নিজের গ্ল্যামারাস উপস্থিতিতে অ্যানিমাল ছবিতে আলাদা করে নজর কেড়েছেন তিনি। নায়িকার জনপ্রিয়তা বেড়েছে রাতারাতি। সকলেই খুঁজছেন তিনি কে? শুধু স্ক্রিন প্রেজেন্সেই নজর কাড়েননি। রণবীরের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্য়েও বিছানায় জ্বেলেছেন আগুন। কামের সমুদ্রেই বিতর্কের সুনামি! উনত্রিশ বছরের উত্তরাখণ্ডের সুন্দরী বেডসিন বিতর্কে মুখ খুললেন।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
বাংলা খবর/ খবর/বিনোদন/
Tripti Dimri Ranbir Kapoor: আলিয়ার স্বামীর সঙ্গে বিছানায় নগ্ন মেয়ে! রণবীরের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে কী বললেন তৃপ্তির বাবা-মা?
Next Article
advertisement
Kolkata Water Logging Update: মঙ্গলবারের পর কি বুধেও ভোগান্তি? শহরের কোন কোন রাস্তা থেকে নামল জল, জানাল পুরসভা
মঙ্গলবারের পর কি বুধেও ভোগান্তি? শহরের কোন কোন রাস্তা থেকে নামল জল, জানাল পুরসভা
  • দুপুরের পর থেকে কমে এসেছিল বৃষ্টি৷ যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছিল কলকাতা পুরসভাও৷ শেষ পর্যন্ত রাতের মধ্যেই শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তা থেকে জল সম্পূর্ণ সরিয়ে দেওয়া সম্ভব হয়েছে বলে দাবি করল কলকাতা পুরসভা৷ মঙ্গলবার রাত ৯টা পর্যন্ত যে রাস্তাগুলি থেকে জল নেমেছে, সেই রাস্তাগুলির একটি তালিকাও প্রকাশ করে পুর কর্তৃপক্ষ৷

VIEW MORE
advertisement
advertisement