Akshaya Tritiya 2023: অক্ষয় তৃতীয়ায় সোনা কিনতে না পারলে এই ভাবে করুন মা লক্ষ্মীর পুজো! সমৃদ্ধ হবে সংসার

Last Updated:

মনে করা হয় যে, এই দিনটি মানুষের জীবনে সৌভাগ্য নিয়ে আসে। এই দিনে কোনও কাজ শুরু করলে তাতে সাফল্য আসে, দ্রুত অগ্রগতি হয়।

কলকাতা: শনিবার পয়লা বৈশাখ। তার পরেই আসবে অক্ষয় তৃতীয়া। বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতেই পালিত হয় অক্ষয় তৃতীয়া। এই দিনটিতে সম্পদ ও সমৃদ্ধির দেবী লক্ষ্মীর আরাধনা করা হয়।
মনে করা হয় যে, এই দিনটি মানুষের জীবনে সৌভাগ্য নিয়ে আসে। এই দিনে কোনও কাজ শুরু করলে তাতে সাফল্য আসে, দ্রুত অগ্রগতি হয়। ঝাঁসির জ্যোতিষাচার্য পণ্ডিত মনোজ থাপাক বলেন, অক্ষয় তৃতীয়ার দিনে তপস্যা ও দান করলে ভাল ফল পাওয়া যায়। অক্ষয় তৃতীয়ার দিনে সোনা কেনাকেও খুব শুভ বলে মনে করা হয়, তবে সব মানুষের পক্ষে সোনা কেনা সম্ভব নয়।
advertisement
যদি কেউ অক্ষয় তৃতীয়ার দিনে সোনা কিনতে না পারেন তাহলেও চিন্তার কিছু নেই। অন্য কিছু বিকল্পও রয়েছে। ঝাঁসির জ্যোতিষাচার্য পণ্ডিত মনোজ থাপাক বলেন, কেউ যদি সোনা কিনতে না পারেন, তাহলে তিনি ঘরে গরু আনতে পারেন। মা লক্ষ্মী গরুকে খুব ভালবাসেন। ১১ টাকা দিয়ে মা লক্ষ্মীর আরাধনা করাও খুব ফলদায়ক হতে পারে। এছাড়া ঘরে আনা যেতে পারে একটি দক্ষিণাবর্ত শঙ্খও। লোক বিশ্বাস অনুসারে, এই শঙ্খকে দেবী লক্ষ্মীর ভাই বলে মনে করা হয়। ঘরে শঙ্খ রাখলে দেবী লক্ষ্মীর অধিষ্ঠান হয়।
advertisement
advertisement
লক্ষ্মীদেবীর পূজা—
ঝাঁসির জ্যোতিষী পণ্ডিত মনোজ থাপাকের মতে, দেবী লক্ষ্মীকে খুশি করার জন্য পারদের শিবলিঙ্গের পুজোও শুভ বলে মনে করা হয়। এই শিবলিঙ্গ বাড়িতে এনে পুজো করতে হবে। এতে মা লক্ষ্মীর পাশাপাশি ভগবান শিবের আশীর্বাদও পাওয়া যায়। এর সঙ্গে মা লক্ষ্মী ও কুবের উভয়েই ঘরে অধিষ্ঠান করেন।
advertisement
কেউ চাইলে শুধু একাক্ষী নারকেল দিয়েই লক্ষ্মীর পূজা করতে পারেন। একাক্ষী নারকেলকে দেবী লক্ষ্মীর রূপ হিসাবে বিবেচনা করা হয়েছে। বিশ্বাস অনুসারে, কারও বাড়িতে যদি একাক্ষী নারকেল থাকে, তাহলে কখনও আর্থিক সমস্যা হয় না।
advertisement
২০২৩ সালে অক্ষয় তৃতীয়ার উৎসব পালিত হবে আগামী ২২ এপ্রিল। ওই দিন সকাল ৭টা বেজে ৫০ মিনিট থেকে ২৩ এপ্রিল সকাল ৭টা ৪৮ মিনিট পর্যন্ত থাকবে শুভ যোগ।
Report- Shashrat Singh
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Akshaya Tritiya 2023: অক্ষয় তৃতীয়ায় সোনা কিনতে না পারলে এই ভাবে করুন মা লক্ষ্মীর পুজো! সমৃদ্ধ হবে সংসার
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement