Optical Illusion: ট্রে-তে ক’টা ডিম রয়েছে? অপটিক্যাল ইলিউশনের এই ধাঁধায় জিতেছেন মাত্র ৫ শতাংশ মানুষ! চ্যালেঞ্জটা নিয়ে দেখবেন না কি?

Last Updated:

ফলে এই জটিল ধাঁধা সমাধান আরও অনেকটাই সহজ হয়ে যায়। এটা অনেকটা মস্তিষ্কের ব্যায়ামের মতো। অর্থাৎ দ্রুত এই জটিল ধাঁধা সমাধান করতে পারলে বোঝা যাবে বুদ্ধিমত্তা বা আইকিউ-এর জোর।

ট্রে-তে ক’টা ডিম রয়েছে? অপটিক্যাল ইলিউশনের এই ধাঁধায় জিতেছেন মাত্র ৫ শতাংশ মানুষ! চ্যালেঞ্জটা নিয়ে দেখবেন না কি?
ট্রে-তে ক’টা ডিম রয়েছে? অপটিক্যাল ইলিউশনের এই ধাঁধায় জিতেছেন মাত্র ৫ শতাংশ মানুষ! চ্যালেঞ্জটা নিয়ে দেখবেন না কি?
কলকাতা: অপটিক্যাল ইলিউশন বা দৃষ্টি বিভ্রম পরীক্ষার মাধ্যমে মস্তিষ্কের ক্ষমতা বোঝা যায়। এক্ষেত্রে আসলে মস্তিষ্ক এবং চোখ একসঙ্গে মিলে কাজ করে। ফলে এই জটিল ধাঁধা সমাধান আরও অনেকটাই সহজ হয়ে যায়। এটা অনেকটা মস্তিষ্কের ব্যায়ামের মতো। অর্থাৎ দ্রুত এই জটিল ধাঁধা সমাধান করতে পারলে বোঝা যাবে বুদ্ধিমত্তা বা আইকিউ-এর জোর।
ইস্টার গিয়েছে বেশ কিছু দিন হয়ে গেল। তার কারণেই আজ এই স্পেশ্যাল অপটিক্যাল ইলিউশন চ্যালেঞ্জ। আজকের এই চ্যালেঞ্জের ছবি থেকে খুঁজে বার করতে হবে ডিম। অর্থাৎ ছবিতে ক’টা ডিম রয়েছে, সেটা খোঁজাটাই চ্যালেঞ্জ। দেখে সহজ মনে হলেও বিষয়টা কিন্তু অতটাও সহজ নয়। কারণ এই ছবিতে যেটা দেখা যাচ্ছে, সেটা কিন্তু আদতে নয়। ডিমের সঠিক সংখ্যা বার করতে কিন্তু অনেক চিন্তা-ভাবনা করতে হবে। সংবাদমাধ্যমের পরিসংখ্যান বলছে যে, ৯৫ শতাংশ মানুষই ব্যর্থ হয়েছেন। তবে ৫ শতাংশ মানুষ সঠিক সংখ্যা বলতে পেরেছেন। বলা যায়, এই ৫ শতাংশ মানুষের আইকিউ অত্যন্ত বেশি।
advertisement
advertisement
তবে হাল ছাড়লে চলবে না। ছবিটায় চোখ বোলানো যাক। ছবিতে দেখা যাচ্ছে যে, ডিমের একটি ট্রে-তে রয়েছে প্রচুর ডিম। আপাত দৃষ্টিতে মনে হবে, ট্রে-তে মোট ১৬ থেকে ১৭টি ডিম রয়েছে। কিন্তু বিষয়টা কি এতই সহজ? একেবারেই না! আসলে ট্রে-তে এর থেকেও অনেক বেশি সংখ্যক ডিম রয়েছে। কিন্তু কীভাবে? আসলে মনে করতে হবে যে, এটি যদি ত্রিমাত্রিক বা ৩ডি ছবি হত, তাহলে কটা ডিম থাকত। এটা ধরে নিয়েই হিসেবটা করতে হবে। এবার হিসেব করার সময় নীচের দিক থেকেই গোনা শুরু করতে হবে। হিসেব করলে দেখা যাবে যে, শুধু নিচের থাকেই রয়েছে মোট ১৬টি ডিম। আর সেই হিসেব অনুযায়ী, তার পরের স্তরে সাজানো রয়েছে মোট ৯টি ডিম। আর তার উপরের দিকের স্তরে রয়েছে মোট ৪টি ডিম। আর সবার উপরে ১টি ডিম। ফলে সব মিলিয়ে যোগ করলে দাঁড়াবে ১৬+৯+৪+১= ৩০। তাহলে যেটা দেখা গেল, সেটা হল ওই ট্রে-তে রয়েছে মোট ৩০টি ডিম।
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Optical Illusion: ট্রে-তে ক’টা ডিম রয়েছে? অপটিক্যাল ইলিউশনের এই ধাঁধায় জিতেছেন মাত্র ৫ শতাংশ মানুষ! চ্যালেঞ্জটা নিয়ে দেখবেন না কি?
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement