Knowledge: বিদেশ-বাসের স্বপ্ন? এই সব দেশ দিচ্ছে দারুণ সুযোগ! বাকি জীবনটা আরামে কাটাতে চেষ্টা করে দেখবেন না কি?
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
This places will give you money to live: জানলে অবাক হবেন যে, বিশ্বে এমন কিছু দেশ রয়েছে, যেখানে থাকা এবং কাজের জন্য রীতিমতো টাকা দেওয়া হয়। আসলে ওই দেশগুলির জনবসতি এতটাই কম যে, তা পূরণ করার জন্য এমন অভিনব উদ্যোগ নিয়েছে ওই সব দেশের প্রশাসন। দেখে নেওয়া যাক, সেই সব দেশগুলির তালিকা।
অনেকে ভারতীয়ই বিদেশে থিতু হওয়ার স্বপ্ন দেখেন। আবার অনেকে কাজের সূত্রে সেখানে গিয়ে পাকাপাকি ভাবেই বসবাস করতে শুরু করেন। আবার যাঁরা বিদেশে চাকরি কিংবা পড়াশোনার সুযোগ পান না, তাঁদের থেকে যেতে হয় দেশেই। ফলে বিদেশে থাকার স্বপ্নটাই চুরমার হয়ে যায়। তবে জানলে অবাক হবেন যে, বিশ্বে এমন কিছু দেশ রয়েছে, যেখানে থাকা এবং কাজের জন্য রীতিমতো টাকা দেওয়া হয়। আসলে ওই দেশগুলির জনবসতি এতটাই কম যে, তা পূরণ করার জন্য এমন অভিনব উদ্যোগ নিয়েছে ওই সব দেশের প্রশাসন। দেখে নেওয়া যাক, সেই সব দেশগুলির তালিকা।
advertisement
ভারমন্ট: মার্কিন যুক্তরাষ্ট্রের একটি পর্বতে ঘেরা জায়গা হল ভারমন্ট। শেডার চিজ এবং বিখ্যাত বেন অ্যান্ড জেরির আইসক্রিম উৎপাদনের জন্য প্রসিদ্ধ এই ভারমন্ট। প্রাকৃতিক সৌন্দর্যের কারণেই এটি পর্যটকদের জন্য আদর্শ গন্তব্য হয়ে উঠেছে। কিন্তু দুর্ভাগ্যবশত এখানে মাত্র ৬২০০০০ মানুষের বাস। ফলে ভারমন্ট প্রশাসন রিমোট ওয়ার্কার গ্র্যান্ট প্রোগ্রামের আবেদনকারীদের দুই বছরের জন্য প্রায় ১০০০০ ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৭.৪ লক্ষ টাকা) দিচ্ছে। ২০১৮ সালের মে মাসে ভারমন্টের গভর্নর ফিল স্কট একটি রাষ্ট্রীয় উদ্যোগের জন্য এই সংক্রান্ত বিলে স্বাক্ষর করেন। যেখানে ভারমন্টে যেতে এবং সেখানে কাজ করতে ইচ্ছুক ব্যক্তিদের ১০০০০ ডলার করে দেওয়া হবে বলে জানানো হয়েছিল।
advertisement
আলাস্কা: সাদা তুষারে ঢাকা ছবির মতো জায়গা আলাস্কা। শীতপ্রেমীদের জন্য আদর্শ জায়গা। মিলবে বিশুদ্ধ, টাটকা-তাজা বাতাসও। এখানেও স্থায়ী ভাবে বসতি গড়ে তোলার জন্যও অর্থ প্রদান করা হয়। কারণ এখানে জনসংখ্যা দ্রুত হ্রাস পাচ্ছে। এখানে থাকার জন্য জনপ্রতি প্রত্যেক বছর প্রায় ২০৭২ ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ১.৫ লক্ষ টাকা) দেওয়া হয়। তবে শর্ত রয়েছে। অন্ততপক্ষে ১ বছর এখানে থাকতেই হবে।
advertisement
সুইৎজারল্যান্ড: সুইৎজারল্যান্ড তো যেন এক স্বপ্নের দুনিয়া। এখানকার ছোট শহর অ্যালবিনেনের জনসংখ্যা বাড়ানোর জন্য মানুষকে অর্থ প্রদান করা হচ্ছে। এখানে থাকার জন্য সরকার ৪৫ বছরের কমবয়সী যুবকদের ২০ লক্ষ টাকা এবং শিশু প্রতি ৮ লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে। তবে একটি শর্ত রয়েছে, এখানে কমপক্ষে ১০ বছর থাকতেই হবে। বর্তমানে এই শহরের জনসংখ্যা মাত্র ২৪০।
advertisement
অ্যান্টিকিথেরা: এই তালিকায় আছে গ্রিক দ্বীপ অ্যান্টিকিথেরাও। এই দ্বীপের বর্তমান জনসংখ্যা মাত্র ২০। সারা বিশ্বের মানুষদের বসবাসের জন্য এখানে স্বাগত জানানো হচ্ছে। এই দ্বীপে বসতি স্থাপনকারী ব্যক্তিকে প্রথম তিন বছরের জন্য মাসিক প্রায় ৪৫ হাজার টাকা দেওয়া হবে। এমনকী জমি অথবা বাসস্থানও দেওয়া হবে। এখানকার আবহাওয়া দুর্দান্ত আর দৃশ্যও নৈসর্গিক। এখানে আরও বেশি মানুষকে স্বাগত জানাতে পরিবহণ ব্যবস্থার উন্নতি করার চেষ্টা চলছে।
advertisement
পোঙ্গা: নবদম্পতিদের মধুচন্দ্রিমার জন্য একেবারে যেন স্বর্গ স্পেনের এই শহর। এখানে থাকার জন্য সরকার ২ লক্ষ ৬৮ হাজার টাকা দিতে প্রস্তুত। এমনকী দম্পতিদের যদি সন্তান থাকে, তাহলে তাদের জন্যও সরকার বাড়তি টাকা দিতে প্রস্তুত। এখনও পর্যন্ত এখানকার জনসংখ্যা প্রায় ৮৫১। শহরে জনবসতি বাড়ানোর জন্য এই নীতি অবলম্বন করেছে স্পেন।