হোম /খবর /খেলা /
আইপিএল শেষ হলেই নতুন ভূমিকায় রিঙ্কু! আলিগড়ে উদ্বোধন করবেন নতুন হস্টেলের

Rinku Singh: আইপিএল শেষ হলেই নতুন ভূমিকায় রিঙ্কু ! আলিগড়ে উদ্বোধন করবেন নতুন হস্টেলের

আইপিএল শেষ হলেই নতুন ভূমিকায় রিঙ্কু ! আলিগড়ে উদ্বোধন করবেন নতুন হস্টেলের

আইপিএল শেষ হলেই নতুন ভূমিকায় রিঙ্কু ! আলিগড়ে উদ্বোধন করবেন নতুন হস্টেলের

নিজের মতো দরিদ্র পরিবারের প্রতিভাধর ক্রিকেটারদের জন্য হস্টেল তৈরি করছেন রিঙ্কু সিং।

  • Share this:

আলিগড়: নিজে লড়াই করেছেন দারিদ্র্যের সঙ্গে তাই জানেন, সংগ্রাম করে কী ভাবে সফল হতে হয়। সেই সময় যদি এগিয়ে আসে একটা সাহায্যের হাত, তাহলে লড়াই অনেকটাই সহজ হয়, জোর পাওয়া যায় মনে। তাই নিজের মতো দরিদ্র পরিবারের প্রতিভাধর ক্রিকেটারদের জন্য হস্টেল তৈরি করছেন রিঙ্কু সিং।

আইপিএলের নতুন তারকা কেকেআরের দুরন্ত ব্যাটার রিঙ্কু সিং গত কয়েকদিন ধরেই আলোচনার কেন্দ্রে। গুজরাত টাইটানস-এর বিরুদ্ধে কেকেআর-এর ম্যাচে হারতে বসা দলকে টেনে তুলেছেন রিঙ্কু। শেষ ওভারে শেষ পাঁচ বলে পাঁচটি ছক্কা হাকিয়ে প্রায় অসম্ভব জয় নিশ্চিত করেছেন। তারপর থেকেই তাঁকে নিয়ে চলছে জোর আলোচনা।

এবার ফের একবার সংবাদ শিরোনামে রিঙ্কু সিং। আইপিএল শেষ হলেই উদ্বোধন হবে তাঁর হোস্টেল। আলিগড়ের মহুয়াখেড়া মাঠে হোস্টেলের প্রস্তুতি প্রায় সারা। আইপিএল শেষ হলেই ছাত্রাবাস খুলে যাবে প্রতিভাবান ক্রিকেটারদের জন্য।

আরও পড়ুন- ‘ম্যাচে রীতিমতো খোঁড়াচ্ছিলেন ধোনি, ছিল না সেই ক্ষিপ্রতাও...’; মাহির ফিটনেস নিয়ে উদ্বিগ্ন ম্যাথু হেডেন

গত সোমবার থেকেই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং রিঙ্কু সিং। রবিবার শেষ পাঁচ বলে পাঁচটি ছয় মারার পর ট্যুইটারে শুধুই রিঙ্কু সিংকে নিয়ে আলোচনা। আর তারই ফলে ট্যুইটারের ‘টপ টেন ট্রেন্ডিং’-এ নাম উঠেছে আলিগড়ের খেলোয়াড় রিঙ্কু সিংয়ের।

সমাজের বিভিন্ন স্তরের মানুষ রিঙ্কুর প্রশংসায় পঞ্চমুখ। তার মধ্যে যেমন রয়েছেন ক্রীড়াবিদরা, তেমনি রয়েছেন বড় ব্যবসায়ী থেকে অভিনেতা, রাজনৈতিক ব্যক্তিত্ব। সকলেই অভিনন্দন জানিয়েছেন রিঙ্কুকে, করেছেন তাঁর খেলার প্রশংসা। রিঙ্কুকে নিয়ে ১৩ সেকেন্ডের একটি ইনস্পিরেশনাল ভিডিও পোস্ট করেছেন শিল্পপতি আনন্দ মাহিন্দ্রা।

রিঙ্কুকে নিয়ে উচ্ছ্বসিত কেকেআরের মালিক শাহরুখ খান স্বয়ং। নিজের গান প্যারডি করে তিনি ট্যুইট করেছেন, ঝুমে জো রিঙ্কু... কেকেআর দলকে অভিনন্দন জানাতে গিয়ে শাহরুখ একটি ছবি পোস্ট করেছেন, যেখানে পাঠানের মুখ কেটে বসানো হয়েছে রিঙ্কুর মুখ।

আরও পড়ুন- ট্রে-তে ক’টা ডিম রয়েছে? অপটিক্যাল ইলিউশনের এই ধাঁধায় জিতেছেন মাত্র ৫ শতাংশ মানুষ! চ্যালেঞ্জটা নিয়ে দেখবেন না কি?

এর উত্তরে রিঙ্কুও ট্যুইট করেছেন। তিনি লিখেছেন, ‘‘শাহরুখ স্যার আপনাকে ভালবাসি, আপনার ক্রমাগত সমর্থনের জন্য ধন্যবাদ।’’ ‘রিঙ্কু অবিশ্বাস্য’ একথা বলেছেন নাইট রাইডার্স-এর মালিক জুহি চাওলাও।

রিঙ্কুর কীর্তিকে স্যালুট জানিয়ে রণবীর সিং ট্যুইট করে লিখেছেন, ‘এটা কী ছিল’! উত্তরে রিঙ্কু জানিয়েছেন এটা স্রেফ মিরাকেল।

রিঙ্কুকে অভিনন্দন জানিয়েছেন অর্জুন রামপালও। তিনি লিখেছেন, ‘এরকম আগে কখনও দেখিনি’। ম্রুণাল ঠাকুর থেকে সুনীল শেঠি সকলেই রিঙ্কুর প্রশংসায় পঞ্চমুখ। এমনকী, বাদ যাননি জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি বঢরাও।

Published by:Siddhartha Sarkar
First published:

Tags: IPL 2023, Kkr, Rinku Singh