#কলকাতা: অলটারনেটিভ এবং লজিস্টিক হিলিংয়ের প্রসঙ্গে সিতারা- দ্য ওয়েলনেস স্টুডিওর (Citaaraa- The Wellness Studio) বিশেষজ্ঞা পূজা চন্দ্রর (Pooja Chandra) কথা আলাদা করে উল্লেখ করতেই হয়। অতি শৈশব থেকে নানা আধ্যাত্মিক অভিজ্ঞতা যাত্রাপথ তাঁর সংবেদনশীলতা বৃদ্ধি করেছে, এক ঝলকেই তিনি বলতে পারেন কে কেন কষ্টে রয়েছেন। প্যাশনেট ব্লগার পূজা এবার কলম ধরেছেন আমাদের জন্য, ভাগ করে নিচ্ছেন জীবন উন্নত করে তোলার সাপেক্ষে তাঁর দৃষ্টিভঙ্গী। জেনে নেওয়া যাক জন্মদিন মিলিয়ে কোন রাশির জাতক-জাতিকার ভাগ্য নিয়ে কী বলছেন তিনি আজকের দিনে!
আরও পড়ুন: ফের লেন্ডিং রেট বাড়াল SBI, ফলে গ্রাহকদের উপর আরও বাড়তে পারে সুদের বোঝামেষ (Aries): মার্চ ২১ থেকে এপ্রিল ১৯। আজ বকেয়া কাজ মিটিয়ে নেওয়ার দিন। বিশেষ কিছু কাজের ক্ষেত্রে নিজের অন্তর্দৃষ্টি অনুসরণ করতে হবে।লাকি সাইন– চা বাগান
বৃষ (Taurus): এপ্রিল ২০ থেকে মে ২০।আজ কর্মক্ষমতা অনুকূলে থাকবে। এর ফলে নতুন কাজের এবং নতুন পরিকল্পনায় যোগ দেওয়ার সুযোগ ঘটবে।লাকি সাইন– দুটি নৌকা
মিথুন (Gemini): মে ২১ থেকে জুন ২০।পরিচিতদের কাছে নিজের অন্য এক রূপ প্রকাশিত হতে চলেছে। সহকর্মী সাহায্য চাওয়া যেতে পারে।লাকি সাইন– নুড়ি পাথর
কর্কট (Cancer): জুন ২১ থেকে জুলাই ২২।পূর্ব পরিচিত কারও সঙ্গে আবার যোগাযোগ হতে চলেছে। আবহাওয়ার কারণে কোনও সাক্ষাৎকার স্থগিত থাকতে পারে।লাকি সাইন- ক্যামেরা
সিংহ (Leo): জুলাই ২৩ থেকে অগাস্ট ২২। আজ হঠাৎই কোনও পরিকল্পনা স্থির হতে পারে। অমীমাংসিত কোনও কাজ মাথাচাড়া দিয়ে উঠতে পারে।লাকি সাইন- মুক্তা
কন্যা (Virgo): অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২।কর্মক্ষেত্রে পরিবেশ অনুকূল। বাড়িতে এবং অফিস উভয় জায়গাতেই দরকারি কাগজপত্র সাবধানে রাখতে হবে।লাকি সাইন- দুয়ার
তুলা (Libra): সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২।মনে রাখতে হবে যত্নশীল হওয়া মানে দুর্বলতা নয়। নতুন কোনও রেসিপি চেষ্টা করার জন্য আদর্শ দিন।লাকি সাইন-লাল রঙের স্কার্ফ
বৃশ্চিক (Scorpio): অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১।দুঃস্বপ্ন শুধুমাত্র অবচেতন মনের ভয়। তবে আজ এগুলি অন্য কোনও দিকের দর্শন করাতে পারে।লাকি সাইন– ইটের প্রাচীর
আরও পড়ুন: ইপিএফ-এ জমা টাকার ২০ শতাংশ শেয়ার বাজারে বিনিয়োগ করা হতে পারেধনু (Sagittarius): নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১।কাছের কেউ মানুষ আপনাকে খুব মিস করছেন। আজ পরিবারের জন্য সময় দেওয়ার চেষ্টা করতে হবে।লাকি সাইন– নিয়ন সাইন
মকর (Capricorn): ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯।স্মৃতি রোমন্থনের দিন। পুরনো সমস্যা মোকাবিলা করার জন্য নতুন কোনও পরিকল্পনা তৈরি করতে হবে।লাকি সাইন– কাচের বোতল
কুম্ভ (Aquarius): জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮।সমস্ত ভয় এখন নিয়ন্ত্রণেই রয়েছে। শীঘ্রই অতিরিক্ত দায়িত্ব এসে পড়তে পারে।লাকি সাইন– ডুমুর গাছ
মীন (Pisces): ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০।কর্মক্ষেত্রে নতুন কোনও চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা। শিক্ষা জগতের সঙ্গে যারা যুক্ত ব্যক্তিদের ব্যস্ততা বৃদ্ধি।লাকি সাইন- পরিযায়ী পাখি
আরও পড়ুন-ইপিএফ-এ জমা টাকার ২০ শতাংশ শেয়ার বাজারে বিনিয়োগ করা হতে পারে
পূজা চন্দ্র বিষয়ে কিছু তথ্য:
পূজা চন্দ্র পেশায় একজন হলিস্টিক হিলিং প্র্যাকটিশনার। এরই পাশাপাশি পূজা রেইকি গ্র্যান্ডমাস্টার এবং অন্যান্য হিলিং সার্টিফায়েড মোড নিয়ে গবেষণা করেছেন। টেরোট কার্ড পড়ার পাশাপাশি থেটা, বুদ্ধিস্ট, চক্র এবং পেট হিলিং থেরাপির মতো একাধিক বিষয়ে দক্ষ পূজা চন্দ্র হিলিং এবং এর বিকল্প থেরাপি বিষয়ে সিদ্ধহস্ত।
বিগত ত্রিশ বছরের অভিজ্ঞতা এবং অনুশীলনে হিলিং থেরাপি নিয়ে পূজা এক একটি অসাধারণ কৌশল বা উপায় আবিষ্কার করেছেন।
শৈশব থেকেই একাধিক আধ্যাত্মিক বিষয়ে নিযুক্ত থেকে নিজের মনস্তাত্ত্বিক ক্ষমতাকে তিনি অসাধারণ স্তরে বিকশিত করতে সক্ষম হয়েছেন। দীর্ঘ জীবনের পরিচর্যায় পূজা একজন সহানুভূতিশীল কিশোরী থেকে উন্নত মানের হিলিং থেরাপিস্ট হিসেবে নিজেকে গড়ে তুলেছেন।
পূজা মূলত এমন মানুষদের সঙ্গে কাজ করেন যাঁরা বিভিন্ন ধরনের মানসিক বা শারীরিক উদ্বেগজনিত সমস্যায় ভোগেন। নিজের দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতায় পূজা খুব সহজেই তাঁদের সাইকোলজিক্যাল সিস্টেম এবং সমস্যার জায়গাগুলি অনুধাবন করতে পারেন।
একজন অভিজ্ঞ হিলিং থেরাপিস্ট হিসাবে পূজা বিশ্ব জুড়ে যে কোনও জায়গায় ব্যক্তিগতভাবে এবং দূরত্বে থাকা মানুষদেরও কার্যকর হিলিং সেশন অফার করেন৷ যাঁরা পূজার সঙ্গে যোগাযোগে আগ্রহী তাঁরা তাঁর ওয়েবসাইটে www.citaaraa.com থেরাপি সংক্রান্ত যাবতীয় তথ্য পেয়ে যাবেন। ওই ওয়েবসাইটে থেরাপির বর্ণনার পাশাপাশি যাঁরা হিলিং থেরাপির সাহায্য নিয়ে সুস্থ হয়েছেন এমন মানুষরাও তাঁদের অভিজ্ঞতা বর্ণনা করেছেন।
তবে কেবলমাত্র হিলিং থেরাপিস্টই নন, পূজা চন্দ্র সেই সঙ্গে একজন দক্ষ লেখক, কবি এবং একজন ব্লগারও। তিনি প্রধানত তাঁর নিবন্ধ এবং প্রকাশিত ব্লগের মাধ্যমে নিজের দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা শেয়ার করতে পছন্দ করেন যা জীবন সম্পর্কে আমাদের নতুন কিছু শেখায়।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Oracle Speaks, Pooja Chandra