Snake: শিকারী নিজের শিকার! সাপ ধরতে গিয়ে সাংঘাতিক কাণ্ড
- Reported by:ANNANYA DEY
- news18 bangla
- Published by:Suvam Mukherjee
Last Updated:
Snake হমিল্টনগঞ্জ সুভাষপল্লী এলাকায় সন্ধ্যাবেলায় একটি সাপ দেখতে পান স্থানীয়রা
আলিপুরদুয়ার: সাপ উদ্ধার করতে গিয়েই যত কাণ্ড। সাপের কামড় খেয়ে হাসপাতালে ভর্তি এক বনকর্মী। আহত বনকর্মীকে বৃহস্পতিবার রাতে লতাবাড়ি গ্ৰামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হমিল্টনগঞ্জ সুভাষপল্লী এলাকায় সন্ধ্যাবেলায় একটি সাপ দেখতে পান স্থানীয়রা।
এরপর হমিল্টনগঞ্জ রেঞ্জে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে সাপটিকে উদ্ধার করতে বনকর্মীরা পৌঁছান। সাপ উদ্ধার করতে গিয়ে অসতর্কতার কারণে সাপের কামড় খান বিকাশ শিকদার নামের এক বনকর্মী। পরবর্তীতে তাঁকে লতাবাড়ি গ্ৰামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর চিকিৎসা চলছে। জানা গিয়েছে, বিকাশ শিকদার সাপটিকে বস্তায় ভরতে গিয়েই বিপদের মুখে পড়েন।
advertisement
advertisement
জানা গিয়েছে, সাপটি বিকাশবাবুর হাতের আঙুলে কাপড় বসিয়ে দেয়। রেঞ্জ অফিসার অঙ্কণ নন্দী বিষয়টি নিয়ে জানান, “সাপটি বিষাক্ত ছিল না। কারণ সাপ কামড়ানোর পর সচেতন ছিলেন ওই বনকর্মী। যদিও তাঁকে অ্যান্টি ভেনাম দেওয়া হয়েছে। তবে তাঁকে চিকিৎসার জন্য আলিপুরদুয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।”
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Jul 21, 2023 5:07 PM IST










