Alipurduar News: যক্ষা আক্রান্তের দুয়ারে হাজির হবেন চিকিৎসক! চা বাগানে রাজ্যের বিশেষ উদ্যোগ
- Published by:Kaustav Bhowmick
- news18 bangla
Last Updated:
রাজ্যের চা শ্রমিকদের মধ্যে যক্ষা আক্রান্তের হার সবচেয়ে বেশি। এই পরিস্থিতির বদল ঘটাতে এবার চা বাগানেই হাজির হয়ে যাবেন চিকিৎসকরা
#আলিপুরদুয়ার: যক্ষা দূরীকরণে উঠে পড়ে লেগেছে কেন্দ্র ও রাজ্য। কেন্দ্রীয় সরকার দরিদ্র যক্ষা রোগীদের দায়ভার বহনের জন্য নতুন প্রকল্প এনেছে। এবার রাজ্য ঘোষণা করল আর হাসপাতালে আস্তে হবে না, উত্তরবঙ্গের দরিদ্র চা শ্রমিকরা নিজেদের চা বাগানেই যক্ষার চিকিৎসা করতে পারবেন। তার জন্য নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ।
আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের মধু চা বাগানে সপ্তাহে একদিন করে সরকারি চিকিৎসক যাবেন। তিনি সেখানকার যক্ষা আক্রান্ত চা শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা করবেন এবং তাদের হাতে প্রয়োজনীয় ঔষধ তুলে দেবেন। প্রতি বৃহস্পতিবার এই পরিষেবা দেওয়া হবে।
এই নতুন উদ্যোগ প্রসঙ্গে কালচিনি ব্লক স্বাস্থ্য আধিকারিক সুভাষ কুমার কর্মকার বলেন, প্রতিটি চা বাগানে স্বাস্থ্য কেন্দ্র আছে। সেখানে শ্রমিকরা চিকিৎসা পরিষেবা পান। মধু চা বাগানের হাসপাতালে এক্স-রে মেশিন বসান হল। সপ্তাহে একদিন এখানে স্বাস্থ্যকর্মী ও চিকিৎসক আসবেন। যক্ষা সহ অন্যান্য গুরুত্বপূর্ণ রোগের পরীক্ষা করা হবে।
advertisement
advertisement
রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে খবর, চা বাগানের শ্রমিকদের মধ্যে যক্ষা আক্রান্ত হওয়ার হার সবচেয়ে বেশি। সেখানকার অস্বাস্থ্যকর পরিবেশ, পর্যাপ্ত পুষ্টিযুক্ত খাবারের অভাবেই তাদের মধ্যে যক্ষা আক্রান্তের সংখ্যা বেশি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এতদিন মধু চা বাগানের শ্রমিকদের যক্ষা রোগের চিকিৎসার জন্য কালচিনির লতাবাড়িতে অবস্থিত ব্লক হাসপাতালে যেতে হত। কিন্তু তাতে সমস্ত কাজ সামলে অনেক শ্রমিকই সময়ে গিয়ে উঠতে পারতেন না। তাই তাঁদের সুবিধার জন্যই এবার চিকিৎসকরা চা বাগানে এসে যক্ষা আক্রান্ত শ্রমিকদের দেখে যাবেন।
advertisement
স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে মধু চা বাগান দিয়ে আপাতত এই বিশেষ চিকিৎসা পরিষেবার পথ চলার শুরু হল। তবে এরপর ধাপে ধাপে এই পরিষেবা সব চা বাগানে শুরু করা হবে। স্বাস্থ্য দফতরের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিশেষজ্ঞরা।
অনন্যা দে
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
January 13, 2023 3:01 PM IST
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: যক্ষা আক্রান্তের দুয়ারে হাজির হবেন চিকিৎসক! চা বাগানে রাজ্যের বিশেষ উদ্যোগ