Alipurduar News: সাইকেলে কেদারনাথ ঘুরতে গিয়ে বদলে গেল মন, বাড়ি ফিরে শুধুই গাছ লাগাচ্ছেন সুশান্ত

Last Updated:

৭২ দিন সাইকেল চালিয়ে আলিপুরদুয়ার থেকে কেদারনাথ ভ্রমণ সেরে বাড়ি ফিরে এসেছেন সুশান্ত দেবনাথ। এরপরই তিনি বৃক্ষ রোপনে মন দিয়েছেন

+
title=

আলিপুরদুয়ার: সাইকেল চালিয়ে কেদারনাথ ঘুরতে গিয়েছিলেন। সেখান থেকে ফিরে এসেই বাড়ির সর্বত্র গাছের চারা সর্বত্র রোপণ শুরু করেছেন সুশান্ত দেবনাথ। ৭২ দিন আগে বাড়ি থেকে কেদারনাথ ধামে যাওয়ার উদ্দেশ্য সাইকেলে চেপে বের হয়েছিলেন সুশান্ত। ঠিক ৭২ দিন আগে সুশান্তর বন্ধু-বান্ধব তাঁকে আলিপুরদুয়ার জেলা শহর পর্যন্ত পৌঁছে দিয়েছিল।
আলিপুরদুয়ার-২ ব্লকের শামুকতলা গ্রাম পঞ্চায়েতের বড়পুকুরিয়া এলাকার যুবক সুশান্ত। কিছুটা জোর করেই পরিবারের অমতে গিয়ে তিনি সাইকেল নিয়ে কেদারনাথ গিয়েছিলেন। এমনকি পুলিশও পরিস্থিতির গুরুত্ব বুঝে এই যাত্রার অনুমতি দেয়নি তাঁকে। যদিও শেষ পর্যন্ত ছেলের ছেলের কাছে হার মেনে সুশান্তকে যাওয়ার অনুমতি দেন বাবা। নিজে গিয়েই পুলিশের কাছ থেকে কেদারনাথ যাওয়ার অনুমতি নিয়ে আসেন। এরপরই শুরু হয় যাত্রা। ‌
advertisement
advertisement
৭২ দিন পর কেদারনাথ ভ্রমণ শেষে বাড়ি ফেরেন সুশান্ত দেবনাথ। ‌বাড়ি ফিরে আসার পর তাকে তাঁর পরিবারের সদস্যরা বরণ করে ঘরে তুলে নেন। সেসময় উপস্থিত ছিলেন তাঁর বন্ধুরাও। শামুকতলার পরিবেশপ্রেমী হিসেবে বেশ পরিচিত সুমিত দেবনাথ। এরপরই তাঁর সঙ্গে হাতে মিলিয়ে বৃক্ষরোপণ শুরু করেন সুশান্ত। আলিপুরদুয়ার শামুকতলা রাজ্য সড়কের তালেশ্বরগুড়ি সংলগ্ন এলাকায় চলে সবুজের অভিযান। সুশান্ত জানান, মনে জোর থাকলে অসম্ভব কিছুই নয়। মনকে সব রকম পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার জন‍্য প্রস্তুত করতে হবে। তিনি আরও বলেন, কেদারনাথ গিয়ে প্রকৃতিতে সবুজের গুরুত্ব বুঝতে পেড়েছি। তাই ফিরেই গাছের চারা রোপণ করছি। এদিকে ঘরের ছেলেকে এতদিন পর পেয়ে উচ্ছসিত তাঁর মা-বাবা।
advertisement
অনন্যা দে
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: সাইকেলে কেদারনাথ ঘুরতে গিয়ে বদলে গেল মন, বাড়ি ফিরে শুধুই গাছ লাগাচ্ছেন সুশান্ত
Next Article
advertisement
Bihar Assembly Election Dates 2025: দু দফায় হবে বিহারের বিধানসভা নির্বাচন! কবে ফল ঘোষণা, নির্ঘণ্ট জানিয়ে দিল নির্বাচন কমিশন
দু দফায় হবে বিহারের বিধানসভা নির্বাচন! কবে ফল ঘোষণা, নির্ঘণ্ট জানিয়ে দিল নির্বাচন কমিশন
  • বিহারে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা কমিশনের৷

  • নভেম্বর মাসে দু দফায় হবে ভোটগ্রহণ৷

  • ১৪ নভেম্বর বিহার বিধানসভা ভোটের ফল ঘোষণা৷

VIEW MORE
advertisement
advertisement