Alipurduar News: চাল মেলে তো আটা পাওয়া যায় না, নানান সমস্যা সুভাষিনী চা বাগানে

Last Updated:

এক মাস বাদে রেশন সামগ্ৰী প্রদান করা হয়। গত অক্টোবর মাসের রেশন সামগ্ৰী এখনও প্রদান করা হয়নি। নভেম্বরে রেশন ডিলার অক্টোবর মাসের রেশন সামগ্ৰী প্রদান করছে বলে অভিযোগ

+
title=

আলিপুরদুয়ার: চাল মিললেও রেশনে চিনি ও আটা সময়মত মিলছে না। দীর্ঘদিন ধরেই রেশন বণ্টন নিয়ে অনিয়মের অভিযোগ উঠছে সুভাষিনী চা বাগানে। এখানকার শ্রমিক মহল্লার বাসিন্দাদের অভিযোগ, সময়মত রেশন প্রদান করা হয় না। বারবার অভিযোগ করে কোনও সমস্যা সমাধান হচ্ছে না। রেশন নিতে এসে রোজ গ্ৰাহকরা রেশন দোকানের সামনে বিক্ষোভ দেখান। অভিযোগ, প্রায়শই ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নেওয়ার পরেও রেশন সামগ্ৰী দেওয়া হয় না।
আলিপুরদুয়ারের এই চা বাগানের বাসিন্দাদের আর‌ও দাবি, এক মাস বাদে রেশন সামগ্ৰী প্রদান করা হয়। গত অক্টোবর মাসের রেশন সামগ্ৰী এখনও প্রদান করা হয়নি। নভেম্বরে রেশন ডিলার অক্টোবর মাসের রেশন সামগ্ৰী প্রদান করছে বলে অভিযোগ। গ্ৰাহকদের প্রশ্ন, তাহলে নভেম্বর মাসের রেশন কবে পাবেন? আরও অভিযোগ, অনেক গ্ৰাহককে শুধু চাল দিয়ে পাঠিয়ে দেওয়া হচ্ছে, পুরো রেশন মিলছে না।
advertisement
advertisement
রেশন নেওয়ার জন‍্য গ্ৰাহকদের বারবার আসতে হয়, ফলে হয়রানি বাড়ছে। যদিও নিয়ম মতো চাল ও আটা মিলিয়ে ৩৫ কেজি খাদ‍্যশস‍্য একবারে প্রদান করা। এই প্রসঙ্গে ভুক্তভোগী গোটে লাকড়া নামে এক শ্রমিক জানান, পরের মাসটা দেখব। রেশন নিয়ে যদি সমস‍্যা থেকেই যায় তবে ফুড ইন্সপেক্টরের অফিসে যেতেই হবে। কতদিন আর হয়রানি সহ‍্য করব। এই প্রসঙ্গে রেশন ডিলার সোনামতি চিকবরাইক জানান,রেশন সবাইকে দেওয়া হয়। কোনও সময় দেরিতে আসলে দেরিতে পান গ্ৰাহকরা। কিন্তু সবাইকে রেশন সামগ্ৰী দিয়ে দেওয়া হয়।
advertisement
অনন্যা দে
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: চাল মেলে তো আটা পাওয়া যায় না, নানান সমস্যা সুভাষিনী চা বাগানে
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement