Alipurduar News: জাতীয় সড়ক তৈরির কাজ দ্রুত শেষের দাবিতে পথ অবরোধ বামেদের

Last Updated:

শুক্রবার আলিপুরদুয়ার জেলার রাইচেঙ্গা, পলাশবাড়ি, বাবুরহাট, বীরপাড়া চৌপথী এবং চেকো এলাকায় বামেদের এক ঘণ্টা অবস্থান কর্মসূচি পালিত হয়।

আলিপুরদুয়ার: দ্রুত জাতীয় সড়ক তৈরির কাজ শেষ করার দাবিতে আলিপুরদুয়ারের বিভিন্ন জায়গায় বামেদের বিক্ষোভ। সলসলাবাড়ি থেকে ফালাকাটা পর্যন্ত চার লেনের জাতীয় সড়ক তৈরি কাজ চলছে। বামেদের অভিযোগ, এই কাজ অত্যন্ত ঢিমে তালে চলছে। ফলে জেলার মানুষকে দীর্ঘদিন ধরে ভোগান্তির মুখে পড়তে হচ্ছে। সেই কাজ দ্রুত শেষ করার দাবি জানিয়ে জেলার বিভিন্ন জায়গায় পথ অবরোধ করে বামেরা। ফলে ভোগান্তির মুখে পড়েন নিত্যযাত্রীরা।
শুক্রবার আলিপুরদুয়ার জেলার রাইচেঙ্গা, পলাশবাড়ি, বাবুরহাট, বীরপাড়া চৌপথী এবং চেকো এলাকায় বামেদের এক ঘণ্টা অবস্থান কর্মসূচি পালিত হয়। ব্যস্ত সময়ে টানা এক ঘণ্টা পথ অবরোধ হয়ে থাকায় জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় রাস্তায় গাড়ির লম্বা লাইন পড়ে যায়। নাকাল হতে হয় যাত্রীদের।
advertisement
advertisement
এদিকে বামেদের এই কর্মসূচির সাধারণ মানুষের ভালোই সমর্থন পেয়েছে। কারণ জাতীয় সড়ক তৈরির কাজ দীর্ঘদিন ধরে চলায় রাস্তায় বেরিয়ে প্রতিদিনই সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। এই প্রসঙ্গে এক নিত্যযাত্রী বলেন, দীর্ঘদিন ধরে রাস্তার কাজ বন্ধ।ফলে অসহনীয় অবস্থার মধ্যে যাতায়াত করতে হচ্ছে। রাস্ত ধুলোবালিতে ভরে গেছে। ভাঙা রাস্তার জন্য দুর্ঘটনা বাড়ছে। জাতীয় সড়ক কর্তৃপক্ষ দ্রুত কাজ শেষ করলে তবেই একমাত্র এই পরিস্থিতি থেকে নিস্তার মিলবে বলে জানান তিনি।
advertisement
অনন্যা দে
view comments
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: জাতীয় সড়ক তৈরির কাজ দ্রুত শেষের দাবিতে পথ অবরোধ বামেদের
Next Article
advertisement
সংরক্ষিত আসনে শূন্যপদ বৃদ্ধির দাবি করলেন ‘যোগ্য’ শিক্ষাকর্মীরা! পরিসংখ্যান কী বলছে দেখুন
সংরক্ষিত আসনে শূন্যপদ বৃদ্ধির দাবি করলেন ‘যোগ্য’ শিক্ষাকর্মীরা! পরিসংখ্যান কী বলছে দেখুন
  • এসএসসি গ্রুপ সি-তে শূন্যপদের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন

  • যোগ্য চাকরিহারা শিক্ষাকর্মীরা তফসিলি জাতির শূন্যপদ বৃদ্ধির দাবি জানিয়েছেন

  • নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান জানিয়েছেন

VIEW MORE
advertisement
advertisement