Alipurduar News: চিকলিগুড়িতে পথ অবরোধ, সেতুর দাবিতে পথ নামলেন আট থেকে আশি!

Last Updated:

সেতুর দাবিতে পথ অবরোধ আলিপুরদুয়ার জেলার চিকলিগুড়িতে। আলিপুরদুয়ার জেলার আলিপুরদুয়ার ২ নং ব্লকের রায়ডাক ১ নদীতে সেতুর দাবি দীর্ঘদিনের। কিন্তু এই দাবি বছরের পর বছর ধরে চাপা পড়ে যাচ্ছে। সেতুর দাবিতে বুধবার চিকলিগুড়ি এলাকায় ভাটিবাড়ি থেকে কামাক্ষাগুড়ি রাজ‍্যসড়ক পথ অবরোধ করল এলাকার বাসিন্দারা ও ছাত্রছাত্রীরা।

+
title=

#আলিপুরদুয়ার : সেতুর দাবিতে পথ অবরোধ আলিপুরদুয়ার জেলার চিকলিগুড়িতে। আলিপুরদুয়ার জেলার আলিপুরদুয়ার ২ নং ব্লকের রায়ডাক ১ নদীতে সেতুর দাবি দীর্ঘদিনের। কিন্তু এই দাবি বছরের পর বছর ধরে চাপা পড়ে যাচ্ছে। সেতুর দাবিতে বুধবার চিকলিগুড়ি এলাকায় ভাটিবাড়ি থেকে কামাক্ষাগুড়ি রাজ‍্যসড়ক পথ অবরোধ করল এলাকার বাসিন্দারা ও ছাত্রছাত্রীরা। এই বিষয়ে উল্লেখ্য রায়ডাক ১ নং নদীতে পাকা সেতু করার এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি।
বর্তমানে বাঁশের সাকো দিয়ে প্রতিনিয়ত কয়েকহাজার বাসিন্দাদের পারাপার হতে হয়। সামনেই স্কুলের পরীক্ষা। বাঁশের সাঁকো দিয়ে চলাচল করতে ভয় পায় পড়ুয়ারা। বাঁশের সাঁকোর হাল বেহাল বলে জানা যায়। এদিক ওদিক দিয়ে বাঁশ বেরিয়ে কঙ্কালসার চেহারা নিয়েছে সেতুটি। সম্প্রতি কিছু পড়ুয়া সেতু পারাপার করছিল,সেসময় এক পড়ুয়ার পা আটকে গিয়েছিল ফাঁকা বাঁশ। হুলস্থুল কাণ্ড বেঁধে যায় এলাকায়। অনেক কষ্টে বের করা সম্ভব হয় পড়ুয়ার পা।
advertisement
আরও পড়ুনঃ পথচারীদের কর প্রদান নিয়ে ক্ষোভের সুর ভুটানে
এই সেতুর কারণে গ্রামে অ‍্যাম্বুলেন্স ঢুকতে চায় না। এর ফলে কোনও আশঙ্কাজনক রোগীকে সেতু পাড় করাতে অনেক সমস্যার সন্মুখীন হতে হয় এলাকাবাসীদের। এরপর বর্ষাকালে সমস্যা দ্বিগুন রূপ নেয়। রায়ডাক এক নদীতে জল বেড়ে গেলে। এই সেতু ভেসে যায়। গ্রাম পঞ্চায়েতের কাছে পাকা সেতুর দাবি নিয়ে যাওয়া হলেও। কোনও সুরাহা মিলছে না।এর আগেও একবার পথ অবরোধ করা হয়েছিল।
advertisement
advertisement
আরও পড়ুনঃ কম্পিউটার শিক্ষকের মহানুভবতা! দুঃস্থদের সেবাতেই আনন্দ তাঁর
তাতেও হুঁশ ফেরেনি প্রশাসনের। এদিনের অবরোধে পড়ুয়াদের সংখ্যা বেশি দেখা যায়। পড়ুয়ারা জানিয়ে দিয়েছে যতদিন দাবি না মানা হবে ততদিন অবরোধ চলবে। স্কুল যেতে গেলে এমনিও সমস্যা পোহাতে হয় তাদের। দেরি করে পৌঁছলে শুনতে হয় অনেক বকাবকি। এবারে এই সমস্যার স্থায়ী সমাধান চায় বিশেষ করে পড়ুয়ারা।
advertisement
Annanya Dey
view comments
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: চিকলিগুড়িতে পথ অবরোধ, সেতুর দাবিতে পথ নামলেন আট থেকে আশি!
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement