Alipurduar News: কম্পিউটার শিক্ষকের মহানুভবতা! দুঃস্থদের সেবাতেই আনন্দ তাঁর
- Published by:Ananya Chakraborty
- local18
Last Updated:
দুঃস্থ পরিবারের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিল এক যুবক। নাম তার শাহজাহান তালুকদার। নিজের উদ্যোগে গড়ে তুলেছেন জটেশ্বরের একটি স্বেচ্ছাসেবী সংস্থা। এই সংস্থাটির নাম জটেশ্বর এডুকেশন সেন্টার।
#আলিপুরদুয়ার : দুঃস্থ পরিবারের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিল এক যুবক। নাম তার শাহজাহান তালুকদার। নিজের উদ্যোগে গড়ে তুলেছেন জটেশ্বরের একটি স্বেচ্ছাসেবী সংস্থা। এই সংস্থাটির নাম জটেশ্বর এডুকেশন সেন্টার। ফালাকাটা ব্লকের নোটাহারা গ্রামের দুঃস্থ একটি পরিবারের খবর পাওয়া মাত্রই সহযোগিতার হাত বাড়িয়ে দিল জটেশ্বর এডুকেশন সেন্টার নামের একটি স্বেচ্ছাসেবী সংস্থা। এ প্রসঙ্গে জটেশ্বর এডুকেশন সেন্টারের কর্ণধার শাহজাহান তালুকদার জানান, তিনি সারা বছরই তাদের স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে বিভিন্ন রকম সেবামূলক কাজ করে থাকেন।
কখনো বিনামূল্যে স্বাস্থ্য শিবির কখনো বা কম্বল বিতরণ কখনো আবার বস্ত্র বিতরণ করা করা হয় দুঃস্থদের মধ্যে। নোটাহারা গ্রামে এক দুঃস্থ পরিবারের কথা জানতে পারেন শাহজাহান। যারা ঠাণ্ডার দিনেও মাটিতে ঘুমোতেন।এরপরেই টাকা জমিয়ে কাঠের চৌকি কিনে নিয়ে যান তিনি। পাশাপাশি কম্বল দেন তিনি। 'মানুষ মানুষের জন্য' প্রচলিত এই কথার ভিত্তিতে পৃথিবী সৃষ্টির শুরু থেকেই সময়ে অসময়ে মানুষই মানুষের পাশে দাঁড়িয়েছে। তারা যুগে যুগে একটি বার্তাই দিয়েছে যে মানবতাই শক্তি, মানবতাই মুক্তি।
advertisement
advertisement
এখনও মানবতা দিয়েই পৃথিবী গড়তে চায় অনেক মানুষ। যারা মানুষের পাশে আস্থা হয়ে দাঁড়িয়েছে, তারাই মানবতার কারিগর। এখনো কিছু মানুষ আছে যারা জীবন বলতে বোঝে শুধু নিজের জন্য বেঁচে থাকা নয় সমাজ সেবায় নিজেকে বিলিয়ে দেওয়া। এমনই একটি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এক কম্পিউটার শিক্ষক শাহজাহান তালুকদার। জানা গিয়েছে, শাহজাহান তালুকদারের বাড়ি মাদারিহাট বীরপাড়া ব্লকের ডিমডিমা চা বাগান এলাকায়। তার ছোট একটি কম্পিউটার সেন্টার রয়েছে জটেশ্বরে। শাহজাহানের পরিবারের মোট সদস্য সংখ্যা ছয় জন।
advertisement
আরও পড়ুনঃ ধুলোয় অতিষ্ঠ হয়ে ফালাকাটায় পথ অবরোধ স্থানীয় বাসিন্দাদের
কোনও মতে সংসার চলে ওই কম্পিউটার সেন্টারের আয় দিয়ে। তবুও বছর পঁচিশের যুবক শাজাহান কখনো পুরোনো বস্ত্র, কখনো বা রক্তদান, আবার খাবার, আবার কখনো অক্সিজেন সিলিন্ডার নিয়ে প্রতিনিয়ত মানুষের জন্য ছুটে চলেছেন তিনি। বিভিন্ন সময়ে অসহায় মানুষদের পাশে দাড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেয় শাহজাহান। যত দিন পারবেন এমন কাজ করে যাবেন বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি যুব সমাজকে এই ধরনের কাজে এগিয়ে আসার আহ্বান জানায় সে। যোগাযোগ : 8348480664
advertisement
Annanya Dey
Location :
First Published :
November 07, 2022 3:14 PM IST
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: কম্পিউটার শিক্ষকের মহানুভবতা! দুঃস্থদের সেবাতেই আনন্দ তাঁর