Alipurduar News: ধুলোয় অতিষ্ঠ হয়ে ফালাকাটায় পথ অবরোধ স্থানীয় বাসিন্দাদের

Last Updated:

পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা। ফালাকাটা থেকে ৯ মাইল পর্যন্ত কুঞ্জনগর রোডের বেহাল দশা। রাস্তা কবে ঠিক হবে প্রশ্ন তুলেছেন এলাকাবাসীরা। জানা যায়,এলাকায় রাস্তা সম্প্রসারণের কাজ চলছে। গ্রামবাসীদের অভিযোগ রাস্তায় প্রচন্ড ধুলো। দীর্ঘ ৬ মাস ধরে কাজ বন্ধ হয়ে পড়ে আছে।

+
title=

#আলিপুরদুয়ার : পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা। ফালাকাটা থেকে ৯ মাইল পর্যন্ত কুঞ্জনগর রোডের বেহাল দশা। রাস্তা কবে ঠিক হবে প্রশ্ন তুলেছেন এলাকাবাসীরা। জানা যায়,এলাকায় রাস্তা সম্প্রসারণের কাজ চলছে। গ্রামবাসীদের অভিযোগ রাস্তায় প্রচন্ড ধুলো। দীর্ঘ ৬ মাস ধরে কাজ বন্ধ হয়ে পড়ে আছে। এর ফলে এই রাস্তা দিয়ে যাতায়াত করা যাচ্ছে না। তারই প্রতিবাদে তারা পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন শনিবার। গ্রামবাসীদের অভিযোগ এই রাস্তার যে অংশটুকু পুরসভার মধ্যে পড়েছে সেখানে প্রতিনিয়ত ধুলাবালি দমনে জল দেওয়া হয়। কিন্তু তার পরের থেকে কোনও জলের ব্যবস্থা করা হয় না।
 
 
advertisement
এর ফলে ধুলোয় আচ্ছন্ন হয়ে যায় গোটা গ্রাম। এলাকায় রাস্তাও ভাঙ্গা রাস্তার মাঝে মাঝে গর্ত খুঁড়ে রেখেছে ঠিকাদারি সংস্থা বলে অভিযোগ এলাকাবাসীদের। সেগুলোও সংস্কারের উদ্যোগ নিচ্ছে না প্রশাসন। এই সকল বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ না নিলে তারা পথ অবরোধ চালাবেন বলে স্পষ্ট জানিয়েছেন এলাকাবাসীরা। কৃষিপ্রবণ এলাকা ফালাকাটা। এই এলাকায় কৃষিকাজ হয়ে থাকে বছরের প্রতিটি সময়।এই ধুলোবালি ফসলের ক্ষতি করছে বলে জানা যায়।
advertisement
 
এমনকি সবজি নিয়ে অন্যান্য বাজারে যেতে গেলে প্রতিটি সবজিতে এত ধুলো জমে যে পরে তা বিক্রি করা যায় না। আর্থিক দিক দিয়ে তাদের অনেক ক্ষতি হচ্ছে বলে জানা যায়। বহুবার প্রশাসনকে জানিয়ে কোনও লাভ না হওয়ায় শনিবার দুপুর থেকে রাস্তা আটকে বিক্ষোভে সামিল হন তারা। যে এলাকায় পথ অবরোধ হয়েছে সে এলাকার রাস্তাটি রাজ্য সড়ক রয়েছে। বিকেল পর্যন্ত অবরোধ চলার ফলে তীব্র যানযটের সৃষ্টি হয়। পরবর্তীতে ফালাকাটা থানার পুলিশ এলাকায় পৌঁছে পথ অবরোধ তুলে দেয়।
advertisement
 
 
 
Annanya Dey
view comments
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: ধুলোয় অতিষ্ঠ হয়ে ফালাকাটায় পথ অবরোধ স্থানীয় বাসিন্দাদের
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement