Alipurduar News: ভোট দেবেন না কোনও দলকেই! পঞ্চায়েত নির্বাচনের আগেই ভোট বয়কটের ডাক দিলেন এলাকাবাসী
- Published by:Ankita Tripathi
- hyperlocal
Last Updated:
বছরের অন্যান্য সময় ঝোরা না রাস্তা বোঝা যায় না। বর্ষাকালে জলে পরিপূর্ণ থাকে ঝোরাটি। জল প্রবেশ করে মানুষের বাড়িতে। জলের তোরে ভেসে যায় রাস্তাঘাট।
আলিপুরদুয়ার: প্রতি বর্ষায় ভয়ঙ্করহয়ে ওঠে ঝর্না ঝোরা।বাড়িঘর ভেঙে নেওয়ার পাশাপাশি ক্ষতি করে এলাকার রাস্তার।পঞ্চায়েতের পক্ষ থেকে কোনও কাজ হয়নি স্পষ্ট জানালেন ঝর্নাবস্তির মানুষ।
বছরের অন্যান্য সময় ঝোরা না রাস্তা বোঝা যায় না। বর্ষাকালে জলে পরিপূর্ণ থাকে ঝোরাটি। জল প্রবেশ করে মানুষের বাড়িতে। জলের তোরে ভেসে যায় রাস্তাঘাট। বৃষ্টি দেখলেই ভয় পান এলাকার মানুষেরা। তার ওপর ভুটান তৈরি করছে গার্ড ওয়াল।এলাকাবাসীদের অভিযোগ, ভুটান কোন পদ্ধতিতে দেওয়াল তুলবে তা তাদের জানা নেই।তবে নদী সংকীর্ন হচ্ছে।এই বর্ষায় ঝোরার জল সব কেড়ে নেবে, তা তারা জানেন।
advertisement
advertisement
এলাকার পঞ্চায়েত সদস্যরা ভাঙনের সময় আসেন।দুর থেকে পরিস্থিতি দেখে চলে যান।এরপর এলাকাবাসীরা বারবার দরবার করলেও তারা কোনও কথা শোনেন না। পঞ্চায়েত সদস্যের এই ব্যবহারে ক্ষিপ্ত এলাকার বাসিন্দারা।তারা স্পষ্ট জানিয়েছেন, এবারে পঞ্চায়েত ভোট কোনও দলকেই দেবেন না তারা।
advertisement
Annanya Dey
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
March 19, 2023 12:17 PM IST
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: ভোট দেবেন না কোনও দলকেই! পঞ্চায়েত নির্বাচনের আগেই ভোট বয়কটের ডাক দিলেন এলাকাবাসী