Muri | Puffed Rice: মুড়ির দাম আকাশ ছোঁয়া! এক কিলো মুড়ির দাম জানলে অবাক হবেন! সমস্যায় মানুষ

Last Updated:

Muri | Puffed Rice: মুড়ির দাম ক্রমশ বৃদ্ধি পাচ্ছে সমস্যায় ক্রেতা ও বিক্রেতারা। হঠাৎ করে মুড়ির দাম কেন বাড়ল? এক কেজি মুড়ির দাম অনেকটাই বাড়ল! জানুন

+
আলিপুরদুয়ারের

আলিপুরদুয়ারের একটি হাটে বিক্রি হচ্ছে মুড়ি

#আলিপুরদুয়ার: মুড়ির দাম ক্রমশ বৃদ্ধি পাচ্ছে সমস্যায় ক্রেতা ও বিক্রেতারা। মুড়ি যেন বাঙালি জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। মুড়ি ছাড়া বাঙালির জীবন যেন পানসে। সন্ধ্যায় বাড়ি ফিরে চায়ের সঙ্গে মুড়ি আর চানাচুর ছাড়া বাঙালির জমে না।সঙ্গে তেলে ভাজা এবং চা থাকলে তো কথাই নেই।অনেকে সকালে এবং দু হাল্কা করে পেট ভরানোর জন্যও মুড়ি খান। কিন্তু সেই মুড়ি এখন রীতিমতো মহার্ঘ। কেজিপ্রতি ২০ থেকে ২৫ টাকা দাম বেড়েছে। যার ফলে গ্রামগঞ্জের সাধারণ মানুষদের রীতিমতো সমস্যায় পড়েছেন।
আলিপুরদুয়ার জেলার বিভিন্ন হাটে ও বাজারে পাইকারি মুড়ি বাজারে বিক্রি হচ্ছে ৬০ টাকা থেকে ৭০ টাকা কেজি দরে । খুচরো বাজারে সেটি বিক্রি হয়েছে ৮০ থেকে ৯০ টাকা কেজি দরে। তাই বাজারে মুড়ি কিনতে গিয়ে অনেকেরই হাতে ছ্যাকা লাগছে।মুড়ি বিক্রেতারা জানান মুড়ির চালের দাম কেজি প্রতি ১০ টাকা থেকে ১২ টাকা বৃদ্ধি পেয়েছে।
advertisement
advertisement
মুড়ি বিক্রেতারা জানান আজ থেকে তিন সপ্তাহ পূর্বে পাইকারি বাজারে মুড়ি বিক্রি করতাম ৪০ টাকা কেজি দরে এখন সেটা বিক্রি করতে হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা কেজি দরে । মুড়ির চালের দাম আচমকা বৃদ্ধি পাওয়ায় মুড়ির দাম ও বৃদ্ধি পেয়েছে। এবং এর ফলে মুড়ি বিক্রি ও তলানিতে ঠেকেছে । আজ থেকে তিন সপ্তাহ পূর্বে যেই ক্রেতা ১০ কেজি মুড়ি নিত সে এখন ৬ কেজি মুড়ি নিচ্ছে । এর ফলে ক্ষতির সম্মুখীন হচ্ছে মুড়ি ব‍্যবসায়ীরা।
advertisement
Annanya Dey
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Muri | Puffed Rice: মুড়ির দাম আকাশ ছোঁয়া! এক কিলো মুড়ির দাম জানলে অবাক হবেন! সমস্যায় মানুষ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement