Alipurduar News: পাইপ দিয়ে জল পড়বে কবে? জলস্বপ্ন প্রকল্প নিয়ে ক্ষোভ কালচিনিতে

Last Updated:

আলিপুরদুয়ারের এই প্রান্তিক এলাকার মানুষকে গরমের সময় জল আনতে ছুটতে হচ্ছে সাত কিলোমিটার দূরের নদীতে। কারণ পানীয় জলের অন্য কোনও উৎস এই মুহূর্তে সেখানে নেই।

+
title=

আলিপুরদুয়ার: জলস্বপ্ন প্রকল্পের কাজ এখনও শুরু না হ‌ওয়ায় ক্ষুব্ধ কালচিনির ট্রলি লাইন এলাকার বাসিন্দারা। এই গরমে জল সঙ্কটে তাঁদের অবস্থা রীতিমতো শোচনীয় হয়ে উঠেছে।
আলিপুরদুয়ারের এই প্রান্তিক এলাকার মানুষকে গরমের সময় জল আনতে ছুটতে হচ্ছে সাত কিলোমিটার দূরের নদীতে। কারণ পানীয় জলের অন্য কোনও উৎস এই মুহূর্তে সেখানে নেই। এই অবস্থায় জল স্বপ্ন প্রকল্পকে ঘিরে স্বপ্ন দেখতে শুরু করেছিলেন ট্রলি লাইন এলাকার বাসিন্দারা।
advertisement
advertisement
কিন্তু সেই স্বপ্ন বাস্তবায়িত না হওয়ায় ক্ষুব্ধ হয়ে উঠেছেন তাঁরা। স্থানীয় বাসিন্দারা জানান, এলাকায় পানীয় জলের প্রকল্প নেই। ঘটা করে শুরু হয়েছিল জলস্বপ্ন প্রকল্পের কাজ। কিন্তু বছর ঘুরতে চলল এখনও জলের পাইপ লাইনের দেখা পাওয়া যাচ্ছে না। জল তো দূরের কথা।
এলাকাবাসীরা জানিয়েছেন, তাঁরা বহুবার বিভিন্ন দফতরে আবেদন করেছেন এই প্রকল্পের কাজ শেষ করার জন্য। কিন্তু এখনও অবধি সমস্যার কোনও সমাধান হয়নি। একেতে প্রচণ্ড দাবদাহ তার উপরে পানীয় জলের তীব্র সঙ্কটে দিশেহারা বাসিন্দারা। ফলে তুঙ্গে উঠেছে ক্ষোভ। এই বিষয়ে কালচিনির বিডিও প্রশান্ত বর্মণ বলেন, কালচিনি ব্লকজুড়ে জলস্বপ্ন প্রকল্পের কাজ চলছে। আমরা আশাবাদী যখন কাজ শেষ হবে তখন প্রত‍্যেকের ঘরে ঘরে পানীয় জল পৌঁছে যাবে।
advertisement
অনন্যা দে
view comments
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: পাইপ দিয়ে জল পড়বে কবে? জলস্বপ্ন প্রকল্প নিয়ে ক্ষোভ কালচিনিতে
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement