Hooghly News: বিশ্ব পরিবেশ দিবসে পড়ুয়াদের নামে নামকরণ গাছের
- Reported by:SUVOJIT GHOSH
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
ছোট ছোট পড়ুয়ারা ধীরে ধীরে বড় হওয়ার সঙ্গে ওই চারা গাছটিও বড় হবে। নিজেদের নামে নামকরণ হওয়ায় তারা গাছগুলোর প্রতি অতিরিক্ত যত্নশীল হবে।
হুগলি: পরিবেশকে রক্ষা করতে বছরভর নানান সচেতনতামূলক কর্মসূচি পালন করে থাকেন খানাকুলের মার্জপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাশিস মুখার্জী। বিশ্ব পরিবেশ দিবসে এর কোনও ব্যতিক্রম হল না। সোমবার তিনি স্কুলের ছাত্র-ছাত্রীদের প্রত্যেককে একটি করে আম গাছের চারা উপহার দিলেন। তবে সবচেয়ে চমকপ্রদ বিষয় হল, প্রত্যেক পড়ুয়াকে দেওয়া আম গাছের চারা তাদেরই নামে নামকরণ করলেন এই প্রধান শিক্ষক।
হুগলি এই প্রধান শিক্ষকের ভাবনার মূল দিক হল, ছোট ছোট পড়ুয়ারা ধীরে ধীরে বড় হওয়ার সঙ্গে ওই চারা গাছটিও বড় হবে। নিজেদের নামে নামকরণ হওয়ায় তারা গাছগুলোর প্রতি অতিরিক্ত যত্নশীল হবে। ফলে বড় হয়ে আগামী দিনে এই গাছগুলোই পরিবেশকে রক্ষা করবে। দেবাশিসবাবুর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ছাত্র-ছাত্রীরা। খুশি অভিভাবকরাও।
advertisement
advertisement
প্রধান শিক্ষক দেবাশিস মুখার্জি এই প্রসঙ্গে বলেন, বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে একটি উদ্যোগ নিয়েছি। আজকের ছোট ছোট পড়ুয়ারাই আগামী দিনে বড় হয়ে পরিবেশ বাঁচাতে সদর্থক ভূমিকা নিতে পারে। তাদের মধ্যে পরিবেশ সচেতনতার ধারণা তৈরি করতেই এই একটু অন্যরকম প্রচেষ্টা নেওয়া হয়েছে। তাদেরকে একটি ব্যাগের মধ্যে আম গাছের চারা ভরে উপহার দেওয়া হয়।
advertisement
শুভজিৎ ঘোষ
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Jun 05, 2023 8:29 PM IST









