Alipurduar News: বৃহন্নলা সেজে ট্রেনে উঠে কুকীর্তি, টাকা আদায়, ভোগান্তি এড়াতে বড় ঘোষণা উত্তর-পূর্ব রেলের
- Reported by:ANNANYA DEY
- news18 bangla
- Published by:Uddalak B
Last Updated:
Alipurduar News: বৈধ টিকিট ছাড়া বৃহন্নলাদের ট্রেনে ওঠা নিষিদ্ধ করল রেল দফতর। আলিপুরদুয়ারে এই বিষয়ে জানালেন এএসসি ডি কে চৌধুরী।
আলিপুরদুয়ার: বৈধ টিকিট ছাড়া বৃহন্নলাদের ট্রেনে ওঠা নিষিদ্ধ করল রেল দফতর। আলিপুরদুয়ারে এই বিষয়ে জানালেন এএসসি ডিকে চৌধুরী।আলিপুরদুয়ার জংশন ডিআরএম অফিস থেকে একথা জানালেন আলিপুরদুয়ার জংশন রেল ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি কমিশনার ডিকে চৌধুরী।
বহুবার লক্ষ্য করা গিয়েছে ভুয়ো বৃহন্নলা সেজে ট্রেনে চুরি অথবা ভিক্ষাবৃত্তির নামে যাত্রীদের ওপর নির্যাতন হয়েছে। জোর পূর্বক যাত্রীদের থেকে টাকা আদায়ের অভিযোগ রয়েছে ভুরি ভুরি। ফলে অনেক সময় স্ত্রী ও পরিবারকে নিয়ে সমস্যায় পড়তে হয়েছে বহু যাত্রীদের। নানান সময় ট্রেনে সেই যাত্রী দুর্ভোগের ভাইরাল ভিডিও সোশ্যাল মিডিয়াতেও দেখা গিয়েছে।
advertisement
advertisement
সেই কারণে ট্রেনে যাত্রী সুরক্ষা নিয়ে তৎপর হল উত্তর পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার জংশন রেল ডিভিশনের সুরক্ষা কর্মীরা। তাই এখন থেকে ট্রেনে বৃহন্নলা অথবা তৃতীয় লিঙ্গদের ভিক্ষাবৃত্তি নিষিদ্ধ করল রেল দফতর।
আরও পড়ুন: মাসে মাসে ৩০০০ পাবেন বাংলার মহিলারা? লক্ষ্মীর ভাণ্ডারের ‘সত্যি’ নিয়ে মুখ খুললেন মমতা
এখন থেকে বৈধ টিকিট ছাড়া আলিপুরদুয়ার রেল ডিভিশণের অন্তর্গত এলাকায় কোনও ট্রেনে চড়তে পারবেনা বৃহন্নলারা। ধরা পড়লেই নেওয়া হবে আইনি ব্যবস্থা।
advertisement
Annanya Dey
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Jun 26, 2023 6:55 PM IST
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: বৃহন্নলা সেজে ট্রেনে উঠে কুকীর্তি, টাকা আদায়, ভোগান্তি এড়াতে বড় ঘোষণা উত্তর-পূর্ব রেলের








