Alipurduar News: এখনও পাকেনি ধান! তবু রাত নামলেই দল বেঁধে হামলা চালাচ্ছে 'ওরা'! চারদিকে আতঙ্ক
- Reported by:Annanya Dey
- hyperlocal
- Published by:Sanchari Kar
Last Updated:
Alipurduar News: ধান গাছ শুধুমাত্র উঠেছে, এখনও বীজ আসেনি। ফসল পাকতে রয়েছে প্রচুর দেরি। এই অবস্থাতেই হাতির হানা ঘটেছে ধান চাষের জমিতে। হাতির হানায় কৃষি কাজ বিপন্ন বলে অভিযোগ এলাকার কৃষকদের।
আলিপুরদুয়ার: সবে মাত্র ছয় বিঘা জমিতে ধান লাগিয়েছিলেন কৃষকেরা। ধান গাছের দেখা মিলতেই খেতে হাজির হাতির দল। নষ্ট করেছে প্রচুর ধান গাছ।
প্রতিদিন এই ঘটনা দেখতে দেখতে ক্ষিপ্ত মাদারিহাট এলাকার কৃষকরা। মাদারিহাটের খয়েরবাড়ি সহ বিভিন্ন এলাকা চাষের জন্য নামকরা। এইসব এলাকাগুলিতে হয় ধান চাষ। বর্তমানে আমন ধানের চারা রোপণ করেছিলেন এলাকার চাষিরা। ধান গাছ শুধুমাত্র উঠেছে, এখনও বীজ আসেনি। ফসল পাকতে রয়েছে প্রচুর দেরি। এই অবস্থাতেই হাতির হানা ঘটেছে ধান চাষের জমিতে। হাতির হানায় কৃষি কাজ বিপন্ন বলে অভিযোগ এলাকার কৃষকদের।
advertisement
বিশেষ করে রাতে হানা দিয়ে ছ’বিঘা জমির ফসল তছনছ করে দিয়েছে হাতির দল। এই ঘটনার পর মাথায় হাত কৃষকদের। এলাকার বাসিন্দা আলিমুল হকের দুই বিঘা ধান, মেহেমুদ ইসলামের দুই বিঘা ধান , আমিরুল হকের দুই বিঘা ধান তছনছ করে দেয়।
advertisement
advertisement
আলিমুল জানান, “ভুট্টা ক্ষেতে প্রতিনিয়ত চলছে হাতির হানা। ধানের গাছ সবে মাত্র উঠছে। ফসল পাকতে প্রচুর দেরি রয়েছে, তার আগেই ধান ক্ষেতে হাতি ঢুকে তছনছ করে দিচ্ছে গাছ। এভাবে চললে ধান চাষে ব্যাপক ক্ষতি হবে। বন দফতরের কাছে আর্জি জানাচ্ছি বিষয়টি দেখার।”
advertisement
জানা যায় হাতির হানা শুরু হয় গভীর রাত থেকে। চলে ভোর পর্যন্ত। চাষের জমি থেকে কখন হাতির দল কখন চলে আসে, তা নিয়ে উদ্বিগ্ন থাকেন এলাকার বাসিন্দারা।
অনন্যা দে
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Apr 27, 2024 1:05 PM IST
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: এখনও পাকেনি ধান! তবু রাত নামলেই দল বেঁধে হামলা চালাচ্ছে 'ওরা'! চারদিকে আতঙ্ক







