Alipurduar News: হাঁটু ছুঁয়েছে বৃষ্টির জল, তার মধ্যেই চলছে পোস্ট অফিসের কাজ!
- Published by:Nagantara
- hyperlocal
- Reported by:ANNANYA DEY
Last Updated:
বৃষ্টিতে ফালাকাটার ডাকঘরের ভেতরে এক হাঁটু জল জমে রয়েছে। তবুও তার মধ্যেই পরিষেবা দিয়ে চলেছেন ডাক বিভাগের কর্মীরা।
আলিপুরদুয়ারঃ বৃষ্টিতে ফালাকাটা ডাকঘরের ভেতরে এক হাঁটু জল। তবুও পরিষেবা দিচ্ছেন ডাক বিভাগের কর্মীরা। ছাতা মাথায় দিয়ে কোনও রকমে পরিষেবা নিচ্ছেন গ্রাহকরা। ডাকঘরের সমস্ত কম্পিউটার ও অন্যান্য যন্ত্র জল থেকে বাঁচানোর জন্য প্লাস্টিক দিয়ে মোড়ানো রয়েছে। ডাকঘরের টিনের চাল ফুটো হয়ে সেখান দিয়ে জল পড়ছে অনবরত। যার জেরে বেগ পেতে হচ্ছে গ্রাহকদের পরিষেবা দিতে।
ডাকঘরের ভেতরে ঢুকেও গ্রাহকরা ছাতা মাথায় কাউন্টারে দাঁড়িয়ে রয়েছে। ঘরের মেঝের মধ্যে জল জমে রয়েছে। ডাকঘরের কম্পিউটার এবং দরকারি দলিল পত্র যাতে বৃষ্টির জল লেগে নষ্ট না হয়ে যায় সেই কারনে সব প্লাস্টিক দিয়ে মুড়ে রাখা হয়েছে।
advertisement
advertisement
জানা যায় বহুদিন ধরেই ডাকঘরটি এরকম বেহাল অবস্থা হয়ে পড়ে আছে। বিগত কয়েক বছর ধরে ডিভিশনাল অফিসে জানিয়েও কোনও লাভ হয়নি।
Annanya Dey
Location :
Kolkata,West Bengal
First Published :
July 14, 2023 6:12 PM IST
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: হাঁটু ছুঁয়েছে বৃষ্টির জল, তার মধ্যেই চলছে পোস্ট অফিসের কাজ!