আলিপুরদুয়ার: এবারে বাইক অ্যাম্বুলেন্সে করে পশু হাসপাতালে পৌঁছে দেওয়া হবে অবলা পশুদের। বাইক অ্যাম্বুলেন্সের পথ চলা শুরু হল ফালাকাটায় এক স্বেচ্ছাসেবী সংস্থার তরফে।
পথের অবলা প্রাণীদের চিকিৎসা দিতেই চালু হয়েছে বাইক অ্যাম্বুলেন্স। রাজ্যের মধ্যে প্রথম ফালাকাটায় পশুদের চিকিৎসার জন্য চালু হল এই বাইক অ্যাম্বুলেন্স, দাবি সংস্থার সদস্যদের। পিপল ফর অ্যানিমালের ফালাকাটা ইউনিটের পক্ষ থেকে এই পরিষেবা চালু করা হয়। ফালাকাটা ব্লক প্রশাসন, পুরসভা-সহ শহরের আরও বেশ কিছু ক্লাব, পশুপ্রেমীদের আর্থিক সাহায্যে একেবারে অত্যাধুনিক এই অ্যাম্বুলেন্স চালু করেছে।
আরও পড়ুন: ৪০ টিরও বেশি গাড়ি, ওড়িশায় পুলিশের গুলিতে প্রয়াত মন্ত্রী নবকিশোর ছিলেন মন্ত্রিসভায় ধনীতম
আরও পড়ুন: আজ থেকে শুরু বইমেলা, কোথায় আসর, কতদিন চলবে, রইল সব খুঁটিনাটি
রবিবার এই অ্যাম্বুলেন্স পরিষেবার উদ্বোধন করা হয়। যারা নিজেদের কষ্ট বলতে পারে না, চিকিৎসার অভাবে রাস্তাতেই মরতে হয় তাদের। এই পশুদের দ্রুত চিকিৎসা দেওয়ার জন্যই এই উদ্যোগ সংস্থার। তারপরেই বাইক অ্যাম্বুলেন্সের ভাবনা আসে বলে জানা যায়।
পিএফএ’র ফালাকাটা ইউনিটের সভাপতি শুভদীপ নাগ বলেন, “দীর্ঘদিন ধরেই রাস্তার পশু, পাখি নিয়ে কাজ করছি। কিন্তু আহত, অসুস্থ পশুপাখিদের চিকিৎসা পরিষেবা দিতে গিয়ে নানা সমস্যার সন্মুখীন হয়েছি। তবে পদ্মশ্রী প্রাপ্ত করিমুল হকের অ্যাম্বুলেন্স দেখার পরেই পথ পশুদের জন্য এমন অ্যাম্বুলেন্স চালু করার চিন্তাভাবনা করি। এক বছর ধরে ফালাকাটা ব্লক প্রশাসন, পুরসভা, একাধিক সহৃদয় ব্যক্তির সাহায্যে অবশেষে অ্যাম্বুলেন্স তৈরি করতে পেরেছি। একেবারে বিনামূল্যে পথ পশু, পাখিদের ২৪ ঘণ্টা পরিষেবা দেওয়া হবে।"
Annanya Dey
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Alipurduar news, Animal lover