Alipurduar News: আহত অবস্থায় একটি হরিণকে মাদারিহাট থেকে উদ্ধার করল বন দফতর

Last Updated:

লোকালয়ে প্রবেশ করে একটি ইঁট ফ‍্যাক্টরির লোহার গেটে আটকে আহত হল একটি হরিণ। বনকর্মীরা পৌছে আহত হরিণকে দীর্ঘক্ষণের প্রচেষ্টায় উদ্ধার করে চিকিৎসা জন‍্য নিয়ে যায় বলে জানা যায়। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে মাদারিহাট এলাকায়।

#আলিপুরদুয়ার : লোকালয়ে প্রবেশ করে একটি ইঁট ফ‍্যাক্টরির লোহার গেটে আটকে আহত হল একটি হরিণ। বনকর্মীরা পৌছে আহত হরিণকে দীর্ঘক্ষণের প্রচেষ্টায় উদ্ধার করে চিকিৎসা জন‍্য নিয়ে যায় বলে জানা যায়। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে মাদারিহাট এলাকায়। এদিন সকালে একটি হরিণ জলদাপাড়া জঙ্গল থেকে লোকালয়ে চলে আসে।হরিণটি লোহার গেটে আটকে পড়ে। স্থানীয়রা দেখতে পেয়ে বনদফতরে খবর দেয়। ঘটনাস্থলে জলদাপাড়া বনবিভাগের বনকর্মীরা এসে আহত হরিণকে উদ্ধার করে জলদাপাড়া নিয়ে যায় চিকিৎসা জন‍্য।
 
 
advertisement
হরিণটি সুস্থ হলে সেটিকে বনে ছেড়ে দেওয়া হবে বলে জানা যায়। গতবছর এভাবেই জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ে ঢুকে পড়ে একটি হরিণ। আলিপুরদুয়ার জেলার মাদারিহাট থানার দক্ষিণ খয়েরবাড়ির বোড়োপাড়া এলাকার ঘটনায় চাঞ্চল্য দেখা যায়। স্থানীয় বাসিন্দারা হরিণটিকে আটকে রেখে দেয়। এরপর বনকর্মীরা এলে, তাদের হাতে তুলে দেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গ্রাম সংলগ্ন খয়েরবাড়ি বনাঞ্চল থেকে বেরিয়ে আসে হরিণটি।
advertisement
আরও পড়ুনঃ অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল আলিপুরদুয়ারের পুরনো বাজার
বেলা ১টা নাগাদ হরিণটিকে এলাকায় দেখে তাড়া করতে থাকে কুকুরের দল। হরিণটি দিশেহারা হয়ে ছুটোছুটি করতে গিয়ে একাধিকবার তারজালির বেড়ায় জড়িয়ে গিয়ে আহত হয়। হরিণটিকে শুশ্রূষা করে সুস্থ করে জঙ্গলে ছাড়া হয়েছে বলে জানিয়েছে বনদফতর। উত্তর খয়েরবাড়ির বিট অফিসের পক্ষ থেকে জানান হয় হরিণটি বার্কিং ডিয়ার প্রজাতির। মাদারিহাটের খয়েরবাড়ি, ইসলামাবাদ, ছেকামারি, ফালাকাটার দেওগাঁও, পশ্চিম শালকুমার গ্রামগুলির গা ঘেঁষে রয়েছে খয়েরবাড়ি বনাঞ্চল। বন থেকে বেরিয়ে মাঝেমধ্যেই লোকালয়ে ঢুকে পড়ে হরিণ।
advertisement
আরও পড়ুনঃ কালী পুজোর আগে প্রতিমা তৈরিতে ব্যস্ত কুমোরটুলির মৃৎ শিল্পীরা
চিতল, সম্বর বার্কিং ডিয়ার প্রজাতির হরিণ রয়েছে ওই জঙ্গলে। এর আগে মাদারিহাট,বীরপাড়া এলাকা থেকে উদ্ধার হয়েছিল আরেকটি হরিণ। জানা যায়,মাসতিনেক ধরে লোকালয়ে ঘুরে বেড়াচ্ছিল একটি হরিণ। কখনও সুপারি বাগানে কখনও ঝোপঝাড়ে দেখা যাচ্ছিল সেটিকে। আলিপুরদুয়ার জেলার মাদারিহাটের মধ্য রাঙ্গালিবাজনা গ্রামে হরিণটিকে ঘুরে বেড়াতে দেখা গেলে হইহই করে সেটির পেছনে ছোটেন এলাকার বাসিন্দারা। প্রাণ ভয়ে হরিণটি ঝাঁপ দেয় মুজনাই নদীতে। এরপর এলাকার বাসিন্দারা হরিণটিকে উদ্ধার করে বেঁধে রেখে বনকর্মীদের খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে যান মাদারিহাট রেঞ্জের ধূমচী বিটের কর্মীরা।
advertisement
 
 
Annanya Dey
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: আহত অবস্থায় একটি হরিণকে মাদারিহাট থেকে উদ্ধার করল বন দফতর
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement