Alipurduar News: কালী পুজোর আগে প্রতিমা তৈরিতে ব্যস্ত কুমোরটুলির মৃৎ শিল্পীরা
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
মাঝে দিনকয়েকের বিরতি, ফের কর্মব্যস্ততা লক্ষ্য করা যাচ্ছে আলিপুরদুয়ারের কুমোরটুলিগুলিতে। কালী প্রতিমা তৈরির বরাত এসেছে। হাতে মাত্র আর কটা দিন। তাই কাজকর্ম চলছে জোরকদমে। আলিপুরদুয়ারের ফালাকাটা জটেশ্বরে দেখা যাচ্ছে এমনই ছবি।
#আলিপুরদুয়ার : মাঝে দিনকয়েকের বিরতি, ফের কর্মব্যস্ততা লক্ষ্য করা যাচ্ছে আলিপুরদুয়ারের কুমোরটুলিগুলিতে। কালী প্রতিমা তৈরির বরাত এসেছে। হাতে মাত্র আর কটা দিন। তাই কাজকর্ম চলছে জোরকদমে। আলিপুরদুয়ারের ফালাকাটা জটেশ্বরে দেখা যাচ্ছে এমনই ছবি। কিছু দিন বিশ্রাম কাটিয়ে আবার ছন্দে ফিরেছে জটেশ্বরের কুমোরটুলি। দুর্গা পুজোর পর লক্ষ্মী প্রতিমা গড়তে অন্যান্য মৃৎ শিল্পীদের মতো ব্যস্ত ছিলেন ফালাকাটা ব্লকের জটেশ্বরের মৃৎশিল্পীরা। সামনেই কালীপূজো। তাই আড়মোড়া ভেঙে ধীরে ধীরে কালী প্রতিমা তৈরিতে মনোনিবেশ করছে তাঁরা। জটেশ্বরের প্রতিমা কারখানা গুলোতে দেখা যায় দিনরাত এক করে প্রতিমা গড়ছেন শিল্পীরা।
কোথাও কালী প্রতিমার কাঠামো তৈরি হচ্ছে। আবার কোথাও বড় প্রতিমাতে মাটির প্রলেপ পড়েছে। মাঝে একসপ্তাহের মতো জেলায় ভারী বৃষ্টি থাকায় কাজে হাত দিতে পারেননি মৃৎশিল্পীরা। এদিকে এসেই যাচ্ছিল একের পর এক বরাত। কিন্তু বৃষ্টির মধ্যে প্রতিমা তৈরি করতে বসলে ক্ষতির মুখ দেখতে হত বলে মৃৎশিল্পীরা জানান। কারণ মাটি শুকোতে সময় লাগত। মেশিন দিয়ে মাটি শুকোলেও কোথাও খামতি থেকেই যায়। তাই বৃষ্টি কমার অপেক্ষা করছিলেন তারা।
advertisement
আরও পড়ুনঃ অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল আলিপুরদুয়ারের পুরনো বাজার
প্রতিমা তৈরির কাজ শুরু হয়েছে। মাটি শুকোলে শুরু হবে রঙের। তবে এই কাজও তারা শীঘ্রই শেষ করতে চাইছেন। কারণ ফের যদি বৃষ্টি শুরু হয়। এ বিষয়ে জটেশ্বরের মৃৎশিল্পী চয়ন বড়ুয়া বলেন, হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন কালী পুজোর। এবছর কমিটির কালী প্রতিমা তৈরী করতে ভালোই বরাত মিলেছে। বহু বাড়ি ও সাধারণ পুজো উদ্যোক্তারা কোনো বায়না ছাড়াই প্রতিমা কিনতে আসেন। তাই আমাদের একটু বেশি করে প্রতিমা তৈরি করে রাখতে হয়।"
advertisement
advertisement
Anannya Dey
Location :
First Published :
October 18, 2022 5:14 PM IST
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: কালী পুজোর আগে প্রতিমা তৈরিতে ব্যস্ত কুমোরটুলির মৃৎ শিল্পীরা