Alipurduar News: অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল আলিপুরদুয়ারের পুরনো বাজার

Last Updated:

ড়সড় অগ্নিকান্ড থেকে রক্ষা পেল আলিপুরদুয়ারের পুরনো বাজার এলাকা। জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে এগারোটা নাগাদ পুরানো বাজার এলাকায় তুলোর গুদামঘরে আগুন লাগে। খবর ছড়িয়ে পরতেই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়।

+
title=

#আলিপুরদুয়ার : বড়সড় অগ্নিকান্ড থেকে রক্ষা পেল আলিপুরদুয়ারের পুরনো বাজার এলাকা। জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে এগারোটা নাগাদ পুরানো বাজার এলাকায় তুলোর গুদামঘরে আগুন লাগে। খবর ছড়িয়ে পরতেই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনা স্থলে দমকলের ৩ টি ইঞ্জিন পৌঁছায়। এছাড়াও খবর পেয়ে ঘটনা স্থলে পৌঁছায় আলিপুরদুয়ার পুরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ কর। এরপর দমকল কর্মীদের তৎপরতায় দীর্ঘ একঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দমকলকর্মীদের প্রাথমিক ভাবে অনুমান শর্টসার্কিট থেকেই এই আগুন লেগেছে। অন্যদিকে গুদামঘরের মালিকের দাবি আনুমানিক ১৫ লক্ষ টাকার তুলো নষ্ট হয়েছে।
 
 
advertisement
স্থানীয় বাসিন্দাদের মতে দমকল কর্মীরা দ্রুততার সাথে কাজ করার ফলে আগুন ছড়াতে পারেননি। যদিও আগুন নেভানোর কাজ চলছে। দমকল এর তৎপরতায় বড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল আলিপুরদুয়ার। আলিপুরদুয়ার পুরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ কর জানান, "যে গুদামে আগুন লেগেছে,সেই গুদামে বৈধভাবে তুলো রাখা হত কি না তা খতিয়ে দেখবে পুরসভা।" গত ফেব্রুয়ারির গভীর রাতে আলিপুরদুয়ার শহরের কলেজ হল্ট এলাকায় আগুন লাগে। বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়েছে চারটি দোকান।
advertisement
আরও পড়ুনঃ কালী পুজোর আগে প্রতিমা তৈরিতে ব্যস্ত কুমোরটুলির মৃৎ শিল্পীরা
তবে হতাহতের কোনও খবর মেলেনি। অগ্নিকাণ্ডের খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন। অল্প সময়ের মধ্যেই আরও একটি ইঞ্জিন কলেজ হল্ট এলাকায় পৌঁছোয়। প্রায় দুই ঘণ্টায় চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। যদিও ততক্ষণে ভস্মীভূত হয় যায় চারটি দোকান। রাতেই ঘটনাস্থলে যান আলিপুরদুয়ার থানার আইসি অনিন্দ্য ভট্টাচার্য, মহকুমা শাসক বিপ্লব সরকার, দমকলের ওসি স্বপন দাস সহ অন্যরা। শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে মনে করছিল দমকল।
advertisement
 
 
Annanya Dey
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল আলিপুরদুয়ারের পুরনো বাজার
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement